ETV Bharat / state

দার্জিলিঙে বিলাসবহুল হোটেল ও রেস্তরাঁয় হবে অস্থায়ী কোয়ারানটিন সেন্টার - hotel

দার্জিলিঙের একটি রেস্তরাঁ ও একটি বিলাসবহুল হোটেলকে কোয়ারানটিন পরিষেবায় ব্যবহার করা হবে । বিনা খরচে এইগুলিকে কোয়ারানটিন সেন্টারের কাজে ব্যবহার করতে দিয়ে মানবিকাতার পরিচয় দিলেন মালিকরা ।

ছবি
ছবি
author img

By

Published : May 28, 2020, 6:29 PM IST


দার্জিলিং, 28 মে : কোরোনা মোকাবিলায় এবার মানবিক মুখ পাহাড়ের হোটেল মালিকদের । দুটি বিলাসবহুল হোটেল-রেস্তরাঁয় এবার তৈরি হবে অস্থায়ী কোয়ারানটিন সেন্টার । রয়েছে শতাধিক বেড ।

দার্জিলিঙের একটি রেস্তরাঁ ও একটি বিলাসবহুল হোটেলকে কোয়ারানটিন পরিষেবায় ব্যবহার করা হবে । ওই হোটেল ও রেস্তরাঁর কর্তারা জানিয়েছেন, পড়াশোনা এবং চিকিৎসার জন্য গিয়ে যাঁরা লকডাউনে আটকে পড়েছেন তাঁদের ফেরানো হচ্ছে । কিন্তু পাহাড়ে ফিরতে পারলেও ওইসব মানুষকে গ্রামে এবং পাড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না । মানুষের মধ্যে কোরোনা নিয়ে আতঙ্কের জেরেই এমনটা হচ্ছে । এই পরিস্থিতিতে ওইসব মানুষের লালারস পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত দার্জিলিঙের এই হোটেল-রেস্তরাঁয় থাকতে পারবেন তাঁরা । তাঁদের খাবার দেওয়া হবে GTA-র কমিউনিটি কিচেন থেকে । এরপর তাঁদের সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে । পজ়িটিভ এলে COVID হাসপাতালে পাঠানো হবে ।

এভাবেই দার্জিলিং পাহাড়ের হোটেল-রেস্তরাঁকে বিনা খরচে কোয়ারানটিনের কাজে লাগিয়ে মানবিকতার পরিচয় দিচ্ছেন এখানকার হোটেল ব্যবসায়ীরা ।


লকডাউনের জেরে এমনিতেই দু'মাস ধরে বন্ধ হোটেল ব্যবসা । নিজের রেস্তরাঁকে কোয়ারানটিনের জন্য দেওয়া ওই মালিক বলেন, " কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে হোটেল-রেস্তরাঁকে পেইড কোয়ারানটিন করা হয়েছে । কিন্তু দার্জিলিংয়ে পুরো নিখরচায় কোয়ারানটিন করা হয়েছে ।"


দার্জিলিং, 28 মে : কোরোনা মোকাবিলায় এবার মানবিক মুখ পাহাড়ের হোটেল মালিকদের । দুটি বিলাসবহুল হোটেল-রেস্তরাঁয় এবার তৈরি হবে অস্থায়ী কোয়ারানটিন সেন্টার । রয়েছে শতাধিক বেড ।

দার্জিলিঙের একটি রেস্তরাঁ ও একটি বিলাসবহুল হোটেলকে কোয়ারানটিন পরিষেবায় ব্যবহার করা হবে । ওই হোটেল ও রেস্তরাঁর কর্তারা জানিয়েছেন, পড়াশোনা এবং চিকিৎসার জন্য গিয়ে যাঁরা লকডাউনে আটকে পড়েছেন তাঁদের ফেরানো হচ্ছে । কিন্তু পাহাড়ে ফিরতে পারলেও ওইসব মানুষকে গ্রামে এবং পাড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না । মানুষের মধ্যে কোরোনা নিয়ে আতঙ্কের জেরেই এমনটা হচ্ছে । এই পরিস্থিতিতে ওইসব মানুষের লালারস পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত দার্জিলিঙের এই হোটেল-রেস্তরাঁয় থাকতে পারবেন তাঁরা । তাঁদের খাবার দেওয়া হবে GTA-র কমিউনিটি কিচেন থেকে । এরপর তাঁদের সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে । পজ়িটিভ এলে COVID হাসপাতালে পাঠানো হবে ।

এভাবেই দার্জিলিং পাহাড়ের হোটেল-রেস্তরাঁকে বিনা খরচে কোয়ারানটিনের কাজে লাগিয়ে মানবিকতার পরিচয় দিচ্ছেন এখানকার হোটেল ব্যবসায়ীরা ।


লকডাউনের জেরে এমনিতেই দু'মাস ধরে বন্ধ হোটেল ব্যবসা । নিজের রেস্তরাঁকে কোয়ারানটিনের জন্য দেওয়া ওই মালিক বলেন, " কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে হোটেল-রেস্তরাঁকে পেইড কোয়ারানটিন করা হয়েছে । কিন্তু দার্জিলিংয়ে পুরো নিখরচায় কোয়ারানটিন করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.