ETV Bharat / state

হস্টেলের বাথরুমে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর - siliguri

হস্টেলের বাথরুমে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল ছাত্রী । নাম লিপিকা রায় । তার শরীরের সিংহভাগ আগুনে ঝলসে যায় । আশঙ্কাজনক অবস্থায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 7, 2019, 5:40 AM IST

শিলিগুড়ি, 7 জুলাই : হস্টেলের বাথরুমে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল ছাত্রী । উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের M.Sc পার্ট ওয়ানের ওই ছাত্রীর নাম লিপিকা রায় । আশঙ্কাজনক অবস্থায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । বিশ্ববিদ্যালয়ের তরফে খবর দেওয়া হয়েছে পরিবারে । যদিও থানায় এখনও অবধি অভিযোগ দায়ের হয়নি বলেই খবর। এদিকে সামগ্রিক ঘটনায় গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

কোচবিহারের বক্সিরহাটে বাড়ি লিপিকার । পড়াশোনার জন্য সে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকত । গতকাল হঠাৎই হস্টেলের বাথরুম থেকে আগুন ও কালো ধোঁয়া বেরোতে দেখে অন্য ছাত্রীরা । সঙ্গে সঙ্গে হস্টেল ওয়ার্ডেন ও সুপারকে খবর দেয় তারা । দমকল কর্মীদের চেষ্টায় উদ্ধার করা হয় লিপিকাকে । দ্রুত তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । যদিও ততক্ষণে তার শরীরের সিংহভাগ আগুনে ঝলসে যায় । তবে, কেন ওই ছাত্রী এভাবে গায়ে আগুন দিল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে । কোনও প্রেমঘটিত কারণ না কি পারিবারিক অশান্তির জেরে এই কাজ তা এখনও স্পষ্ট নয় । তবে এবিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি ।

এই ঘটনায়, হস্টেল সুপার গীতা বিশ্বকর্মা বলেন, "আগুন নজরে আসতেই দমকলে খবর দেওয়া হয় । দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে । ওর শারীরিক অবস্থা সংকটজনক । কিন্তু কী কারণে এমনটা করল তা এখনও জানা যায়নি ।"

শিলিগুড়ি, 7 জুলাই : হস্টেলের বাথরুমে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল ছাত্রী । উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের M.Sc পার্ট ওয়ানের ওই ছাত্রীর নাম লিপিকা রায় । আশঙ্কাজনক অবস্থায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । বিশ্ববিদ্যালয়ের তরফে খবর দেওয়া হয়েছে পরিবারে । যদিও থানায় এখনও অবধি অভিযোগ দায়ের হয়নি বলেই খবর। এদিকে সামগ্রিক ঘটনায় গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

কোচবিহারের বক্সিরহাটে বাড়ি লিপিকার । পড়াশোনার জন্য সে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকত । গতকাল হঠাৎই হস্টেলের বাথরুম থেকে আগুন ও কালো ধোঁয়া বেরোতে দেখে অন্য ছাত্রীরা । সঙ্গে সঙ্গে হস্টেল ওয়ার্ডেন ও সুপারকে খবর দেয় তারা । দমকল কর্মীদের চেষ্টায় উদ্ধার করা হয় লিপিকাকে । দ্রুত তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । যদিও ততক্ষণে তার শরীরের সিংহভাগ আগুনে ঝলসে যায় । তবে, কেন ওই ছাত্রী এভাবে গায়ে আগুন দিল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে । কোনও প্রেমঘটিত কারণ না কি পারিবারিক অশান্তির জেরে এই কাজ তা এখনও স্পষ্ট নয় । তবে এবিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি ।

এই ঘটনায়, হস্টেল সুপার গীতা বিশ্বকর্মা বলেন, "আগুন নজরে আসতেই দমকলে খবর দেওয়া হয় । দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে । ওর শারীরিক অবস্থা সংকটজনক । কিন্তু কী কারণে এমনটা করল তা এখনও জানা যায়নি ।"

Intro:উদ্বোধনের আগেই ভাঙল বিজেপির দলীয় কার্যালয়, আহত কর্মী সমর্থক অভিযুক্ত তৃণমূল।

শিলিগুড়ি, ২৫ জুনঃ উদ্বোধনের আগেই শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। একইসঙ্গে তৃণমূলের গুন্ডাবাহিনীর আক্রমনে চারজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। বিজেপির দাবী তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা প্রসেঞ্জিৎ রায়ের নেতৃত্বেই দলীয় কার্যালয় ভাঙ্গচুর থেকে শুরু করে মারধোর করা হয় এদিন। ঘটনার প্রতিবাদে এনজেপি থানা ঘেড়াও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি লিখিত অভিযোগও দায়ের করা হয় বিজেপির তরফে। একইসঙ্গে পুলিশকে হুশিয়ারী দিয়ে জানানো হয় আগামীতে এমন ঘটনা ঘটলে বিজেপি নেতৃত্বরা বসে থাকবেন না।
জানা গিয়েছে, এদিন বিকেলে ভক্তিনগর এলাকায় বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধনের কথা ছিল। প্রস্তুতি শেষ হয়েছিল। যদিও তার কিছু সময় আগেই দলীয় কার্যালয় ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় দলীয় কার্যালয়৷ ভাংচুর করা হয় কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার টেবিল। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আহত হন বিজেপি কর্মী সমর্থকেরা। তারা শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শারিরীক অবস্থার খোঁজ নিতে প্রথমে জেলা হাসপাতালে যান জেলার সভাপতি অভিজিৎ রায় চৌধুরি। পরে এনজেপি থানায় পৌঁছে ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবীতে সোচ্চার হন তিনি। সঙ্গে ছিলে কয়েকশ নেতা কর্মী। অন্যদিকে এদিন রাতেই উদ্বোধন হয় লন্ডভন্ড হয়ে পড়ে থাকা দলীয় কার্যালয়। উত্তোলিত হয় দলীয় পতকা। বিজেপি সূত্রে খবর রাতেই দলীয় কার্যালয় ফের গড়ে তোলা হবে।
বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ রায় চৌধুরি বলেন, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা প্রসেঞ্জিৎ রায়ের নেতৃত্বেই তৃণমূলের গুন্ডাবাহিনীরা আমাদের কার্যালয় ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। আসলে মন্ত্রী গৌতম দেব নিজের এলাকায় দলীয় প্রার্থীকে জেতাতে না পারায় ওই গুন্ডাবাহিনীকে মদত দিয়ে রেখেছেন। তারাই এমন কর্মকান্ড করে চলেছে। তারাই আমাদের দলীয় কার্যালয় ভাঙার পাশাপাশি আমাদের কর্মী সমর্থকদের মারধোর করা হয়েছে৷ আমরা পুলিসে অভিযোগ জানিয়েছি। ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুলিস নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আমাদের ছেলেরা বসে বসে মার খাবে না। যে মানুষ যে ভাষা বোঝে তাদের সে ভাষাতেই বোঝানো হবে। তার দায় পুলিশের হবে।
বিজেপির তরফে ওঠা অভিযোগের প্রেক্ষিতে আইএনটিটিইউসি নেতা প্রসেঞ্জিৎ রায় বলেন, মিথ্যে অভিযোগ। এনজেপি এলাকায় কিছু হলেও প্রথমে তৃণমূল তারপর আমার নাম আসে। আর আমি যতটুকু জানি তা হল এনজেপি এলাকায় ছট ঘাট দখল করে কোন দলীয় কার্যালয় গড়ে উঠেছিল। তারই প্রতিবাদ করেছে মানুষ। তারাই সম্ভবত ভেঙ্গে দিয়েছে। এরসঙ্গে দলের কোন যোগ নেই।

Body:.Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.