শিলিগুড়ি, 7 জুলাই : হস্টেলের বাথরুমে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল ছাত্রী । উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের M.Sc পার্ট ওয়ানের ওই ছাত্রীর নাম লিপিকা রায় । আশঙ্কাজনক অবস্থায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । বিশ্ববিদ্যালয়ের তরফে খবর দেওয়া হয়েছে পরিবারে । যদিও থানায় এখনও অবধি অভিযোগ দায়ের হয়নি বলেই খবর। এদিকে সামগ্রিক ঘটনায় গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
কোচবিহারের বক্সিরহাটে বাড়ি লিপিকার । পড়াশোনার জন্য সে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকত । গতকাল হঠাৎই হস্টেলের বাথরুম থেকে আগুন ও কালো ধোঁয়া বেরোতে দেখে অন্য ছাত্রীরা । সঙ্গে সঙ্গে হস্টেল ওয়ার্ডেন ও সুপারকে খবর দেয় তারা । দমকল কর্মীদের চেষ্টায় উদ্ধার করা হয় লিপিকাকে । দ্রুত তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । যদিও ততক্ষণে তার শরীরের সিংহভাগ আগুনে ঝলসে যায় । তবে, কেন ওই ছাত্রী এভাবে গায়ে আগুন দিল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে । কোনও প্রেমঘটিত কারণ না কি পারিবারিক অশান্তির জেরে এই কাজ তা এখনও স্পষ্ট নয় । তবে এবিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি ।
এই ঘটনায়, হস্টেল সুপার গীতা বিশ্বকর্মা বলেন, "আগুন নজরে আসতেই দমকলে খবর দেওয়া হয় । দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে । ওর শারীরিক অবস্থা সংকটজনক । কিন্তু কী কারণে এমনটা করল তা এখনও জানা যায়নি ।"