শিলিগুড়ি, 28 মার্চ: দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেতে চলেছে রাজ্যবাসী । বাংলা নববর্ষেই (Bengali New Year) ওই ট্রেন পরিষেবা চালু হতে চলেছে বলে জানা গিয়েছে । শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে গুয়াহাটি পর্যন্ত ছুটবে বন্দে ভারত ট্রেন । রেল মন্ত্রকের তরফে রেল বোর্ড সেই ট্রেনের প্রস্তাবিত সফরসূচি প্রকাশ করেছে বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (Indian Railway)।
এনজেপি ও গুয়াহাটি বাদে থাকবে আরও চারটি স্টপেজ । নিউ কোচবিহার, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও ও রঙ্গিয়া জাংশনে থামবে বন্দে ভারত । 14 এপ্রিল ওই ট্রেন পরিষেবা শুরু হওয়ার কথা রয়েছে । 411 কিলোমিটার দূরত্বে সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ছুটবে বন্দে ভারত । গড় গতিবেগ হবে 65.76 কিলোমিটার প্রতি ঘণ্টা ।
এর আগে এনজেপি-শিয়ালদহ বন্দে ভারত ট্রেন চালু করেছিল রেল । এ বার উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে সহযোগী হবে এই সেমি বুলেট ট্রেনটি । এতে পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষের অনেক সুবিধা হবে । সোমবার বাদে সপ্তাহে ছয়দিন ছুটবে বন্দে ভারত ।
রেল বোর্ড সূত্রে জানা গিয়েছে, 22227 নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের সম্ভাব্য সূচি অনুযায়ী, সকাল 6 টা 15 মিনিটে এনজেপি থেকে ছাড়বে এই ট্রেন । বেলা 12 টা 30 মিনিটে ট্রেনটি গুয়াহাটিতে পৌঁছবে । অর্থাৎ এনজেপি থেকে গুয়াহাটি পৌঁছতে মাত্র 6 ঘণ্টা 15 মিনিট সময় লাগবে । সকাল 7 টা 51 মিনিটে নিউ কোচবিহার স্টেশনে পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস । সেখানে দু'মিনিটের স্টপেজ দেওয়া হবে ।
আরও পড়ুন: জলপাইগুড়ি রোড স্টেশনে বন্দে ভারতের স্টপেজের দাবিতে রেলমন্ত্রীর দ্বারস্থ সাংসদ
সকাল 9 টায় কোকরাঝাড় পৌঁছবে বন্দে ভারত । সকাল 9 টা 2 মিনিটে কোকরাঝাড় ছেড়ে বেরিয়ে যাবে । এরপর নিউ বঙ্গাইগাঁওয়ে স্টেশনে পৌঁছবে সকাল 9 টা 50 মিনিটে । সেখানেও মাত্র দু'মিনিট দাঁড়াবে ট্রেনটি । তারপর সকাল 11 টা 10 মিনিটে রঙ্গিয়া জাংশনে পৌঁছবে । সেখানেও থাকবে দু'মিনিটের স্টপেজ ।
অন্যদিকে, 22228 গুয়াহাটি-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস দুপুর 1 টা 30 মিনিটে গুয়াহাটি থেকে ছাড়বে । নিউ জলপাইগুড়িতে পৌঁছবে সন্ধ্যা 7 টা 45 মিনিটে । দুপুর 2 টো 18 মিনিটে রঙ্গিয়া জাংশনে পৌঁছবে । দু মিনিট দাঁড়ানোর পর নিউ বঙ্গাইগাঁওয়ে বন্দে ভারত এক্সপ্রেস ঢুকবে বিকেল 3 টে 54 মিনিটে । একইভাবে দু'মিনিটের স্টপেজের পর বিকেল 4 টে 19 মিনিটে কোকরাঝাড়ে পৌঁছবে । বিকেল 5 টা 26 মিনিটে পৌঁছবে নিউ কোচবিহারে এবং বিকেল 5 টা 28 মিনিটে নিউ কোচবিহার ছেড়ে বেরিয়ে যাবে । এরপর 7 টা 45 মিনিটে পৌঁছবে এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস ।