ETV Bharat / state

কেন্দ্রীয় প্রতিনিধিদলের পরামর্শ মেনে নেওয়া উচিত রাজ্যের : রাজু বিস্তা

author img

By

Published : Apr 26, 2020, 12:03 PM IST

রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজু সিং বিস্তা । কেন্দ্রীয় দলের পরামর্শ মেনে রাজ্য সরকারের কাজ করা উচিত বলে মনে করছেন তিনি ।

raju bista
রাজু বিস্তা

দার্জিলিং, 26 এপ্রিল: কোরোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন অব্যাহত । এবার রাজ্যের অবস্থা নিয়ে মুখ খুললেন দার্জিলিঙের BJP সাংসদ রাজু সিং বিস্তা । বলেন, "কোরোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদলের পরামর্শ মেনে নেওয়া উচিত রাজ্যের । এর ফলে মিলে-মিশে কাজ করতে সুবিধা হবে । এই রাজ্যে কেন্দ্রীয় দলের পরিদর্শন নিয়ে রাজ্যের তরফে যে আপত্তি এবং পরিস্থিতি তৈরি হয়েছে তা ভালোর জন্যই হয়েছে । ফলে, রেশনে অনিয়ম দূর হবে । কোরোনা নিয়ে সঠিক তথ্য পাবেন রাজ্যবাসী । মিলবে বাস্তব চিত্র ।"

দার্জিলিঙের সাংসদ বলেন, "পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় দলের পরিদর্শনের আগে যে চিত্র ছিল এখন তার থেকে ফারাক মিলেছে । আগে ঠিকমতো রেশন মিলছিল না । এখন তা মিলছে । আগে লকডাউন মানা না হলেও পুলিশ ছিল নীরব দর্শক । এখন পুলিশ ধরপাকড় করছে । কড়াকড়ি করছে । কিন্তু ক'দিন আগেও এই ছবি দেখা যায়নি ।"

তিনি আরও বলেন, "রাজ্যে কোরোনা পরিস্থিতির বাস্তব চিত্রটা কী তা মানুষের জানার অধিকার রয়েছে । আর এই রাজ্যে কেন্দ্রীয় দল যে পরিদর্শনে আসছে তাতে রাজ্যের তথা দেশের মানুষের মঙ্গল হচ্ছে ।" এদিকে সরকারি হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট কোরোনা আক্রান্ত 571 জন । মৃত্যু হয়েছে 18জনের ।

দার্জিলিং, 26 এপ্রিল: কোরোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন অব্যাহত । এবার রাজ্যের অবস্থা নিয়ে মুখ খুললেন দার্জিলিঙের BJP সাংসদ রাজু সিং বিস্তা । বলেন, "কোরোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদলের পরামর্শ মেনে নেওয়া উচিত রাজ্যের । এর ফলে মিলে-মিশে কাজ করতে সুবিধা হবে । এই রাজ্যে কেন্দ্রীয় দলের পরিদর্শন নিয়ে রাজ্যের তরফে যে আপত্তি এবং পরিস্থিতি তৈরি হয়েছে তা ভালোর জন্যই হয়েছে । ফলে, রেশনে অনিয়ম দূর হবে । কোরোনা নিয়ে সঠিক তথ্য পাবেন রাজ্যবাসী । মিলবে বাস্তব চিত্র ।"

দার্জিলিঙের সাংসদ বলেন, "পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় দলের পরিদর্শনের আগে যে চিত্র ছিল এখন তার থেকে ফারাক মিলেছে । আগে ঠিকমতো রেশন মিলছিল না । এখন তা মিলছে । আগে লকডাউন মানা না হলেও পুলিশ ছিল নীরব দর্শক । এখন পুলিশ ধরপাকড় করছে । কড়াকড়ি করছে । কিন্তু ক'দিন আগেও এই ছবি দেখা যায়নি ।"

তিনি আরও বলেন, "রাজ্যে কোরোনা পরিস্থিতির বাস্তব চিত্রটা কী তা মানুষের জানার অধিকার রয়েছে । আর এই রাজ্যে কেন্দ্রীয় দল যে পরিদর্শনে আসছে তাতে রাজ্যের তথা দেশের মানুষের মঙ্গল হচ্ছে ।" এদিকে সরকারি হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট কোরোনা আক্রান্ত 571 জন । মৃত্যু হয়েছে 18জনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.