ETV Bharat / state

উচ্ছেদ করা যাবে না বনবস্তির বাসিন্দাদের, বললেন গৌতম দেব - Tourism MINISTRY

বনবস্তিতে উচ্ছেদ নয়, বসবাসকারীদের দলে যোগদান করিয়ে ঘোষণা মন্ত্রীর

বনবস্তিতে উচ্ছেদ নয়, বসবাসকারীদের দলে যোগদান করিয়ে ঘোষণা মন্ত্রীর
author img

By

Published : Aug 30, 2019, 2:39 PM IST

নকশালবাড়ি, 30 অগাস্ট : বনবস্তিতে উচ্ছেদ করা যাবে না বাসিন্দাদের ৷ বস্তিতে বসবাসকারীরা দলে যোগদানের দিন এমনটাই ঘোষণা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব । নকশালবাড়ির হাতিঘিষার কয়েকটি পরিবার উচ্ছেদের নোটিশ পেয়েছিল ৷ ওই 64টি পরিবার আজ তৃণমূলে যোগ দেয় ।

বন বিভাগের তরফে নোটিশ দেওয়া হয়েছিল এই পরিবারকে । মন্ত্রীর উপস্থিতিতে এলাকার বাসিন্দারা তৃণমূলে যোগ দেন আজ ৷ যোগদানের পর গৌতম দেব ঘোষণা করেন, কোনও মোটেই এদের উচ্ছেদ করা চলবে না । ওই নির্দেশ প্রত্যাহার করুক বনবিভাগ ।

গৌতম দেব বলেন, '' বনমন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি । ওই বাসিন্দারাই বনকে রক্ষা করছেন । তাঁরা এলাকায় বহু পুরুষ ধরে রয়েছেন । তাঁদের উচ্ছেদের বদলে এলাকায় থাকার অধিকার দেওয়া হোক ।''

নকশালবাড়ি, 30 অগাস্ট : বনবস্তিতে উচ্ছেদ করা যাবে না বাসিন্দাদের ৷ বস্তিতে বসবাসকারীরা দলে যোগদানের দিন এমনটাই ঘোষণা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব । নকশালবাড়ির হাতিঘিষার কয়েকটি পরিবার উচ্ছেদের নোটিশ পেয়েছিল ৷ ওই 64টি পরিবার আজ তৃণমূলে যোগ দেয় ।

বন বিভাগের তরফে নোটিশ দেওয়া হয়েছিল এই পরিবারকে । মন্ত্রীর উপস্থিতিতে এলাকার বাসিন্দারা তৃণমূলে যোগ দেন আজ ৷ যোগদানের পর গৌতম দেব ঘোষণা করেন, কোনও মোটেই এদের উচ্ছেদ করা চলবে না । ওই নির্দেশ প্রত্যাহার করুক বনবিভাগ ।

গৌতম দেব বলেন, '' বনমন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি । ওই বাসিন্দারাই বনকে রক্ষা করছেন । তাঁরা এলাকায় বহু পুরুষ ধরে রয়েছেন । তাঁদের উচ্ছেদের বদলে এলাকায় থাকার অধিকার দেওয়া হোক ।''

Intro:বনবস্তিতে উচ্ছেদ নয়, বসবাসকারীদের দলে যোগদান করিয়ে ঘোষনা মন্ত্রী গৌতম দেবের। নকশালবাড়ির হাতিঘিষার উচ্ছেদের নোটিশ পাওয়া ওই 64টি পরিবারকে আজ তৃণমূলে যোগ দেওয়ান মন্ত্রী।


Body:নকশালবাড়ির হাতিঘিষা এলাকায় বনবস্তিতে বসবাসকারী 64টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছিল বোন বিভাগ। আজ এলাকার বাসিন্দাদের দলে যোগদান করিয়ে মন্ত্রী গৌতম দেব ঘোষণা করেন, কোনও মোটেই এদের উচ্ছেদ করা চলবে না। ওই নির্দেশ প্রত্যাহার করুক বন বিভাগ। এদিন গৌতম দেব বলেন যে নিয়ে বনমন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা করেছি। ওই বাসিন্দারা বন রক্ষা করেন। তারা এলাকায় বহুদিন ধরেই আছেন। তাদের উচ্ছেদের বদলে এলাকায় থাকার অধিকার দেওয়া হোক।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.