ETV Bharat / state

সহজপাঠ লিখে বিখ্যাত হয়েছেন বিদ্যাসাগর : দিলীপ - tmc

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বিতর্কের সূত্রপাত । সেই বিদ্যাসাগরের রচনা নিয়ে এবার বিতর্কে জড়ালেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বললেন, সহজপাঠ লিখেছেন বিদ্যাসাগর ।

দিলীপ ঘোষ
author img

By

Published : May 17, 2019, 5:46 PM IST

Updated : May 17, 2019, 5:57 PM IST

শিলিগুড়ি, 17 মে : সহজপাঠ লিখে বিখ্যাত হয়েছেন বিদ্যাসাগর । এই মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে গতকাল শিলিগুড়িতে এক সংবাদিক বৈঠক করেন দিলীপ ঘোষ । সেখানেই তিনি বলেন, সহজপাঠের রচয়িতা বিদ্যাসাগর ।

ভিডিয়োয় শুনুন দিলীপের বক্তব্য
বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বাংলার রাজনীতি এখন উত্তাল । দু'তরফেই চলছে চাপানউতোর । এরই মাঝে বেফাঁস মন্তব্য করে বির্তকে জড়ালেন দিলীপবাবু । গতকাল তিনি বলেন, "আমরা ৬০০ মিটার লম্বা মূর্তি বানিয়েছি । কিন্তু মুখ্যমন্ত্রী এই মূর্তি বসাতে দিতে রাজি নন । তাহলে তো আর মূর্তি নিয়ে রাজনীতি হবে না । এত কান্নাকাটি কেন? সহজপাঠ লিখে বিখ্যাত হয়েছেন বিদ্যাসাগর । বাম আমলে সেই সহজপাঠ সিলেবাস থেকে তুলে দেওয়া হয়। তৃণমূল সরকার ক্ষমতায় এলেও সেটি পুনর্বার চালু করেনি । এখন মূর্তি ভাঙা নিয়ে কোকিলের কান্না কাঁদছে ।"

দিলীপ ঘোষের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে। বিধানসভা উপনির্বাচনের প্রচারে দার্জিলিঙে রয়েছেন তিনি। এনিয়ে বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি দিলীপবাবুকে ।

শিলিগুড়ি, 17 মে : সহজপাঠ লিখে বিখ্যাত হয়েছেন বিদ্যাসাগর । এই মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে গতকাল শিলিগুড়িতে এক সংবাদিক বৈঠক করেন দিলীপ ঘোষ । সেখানেই তিনি বলেন, সহজপাঠের রচয়িতা বিদ্যাসাগর ।

ভিডিয়োয় শুনুন দিলীপের বক্তব্য
বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বাংলার রাজনীতি এখন উত্তাল । দু'তরফেই চলছে চাপানউতোর । এরই মাঝে বেফাঁস মন্তব্য করে বির্তকে জড়ালেন দিলীপবাবু । গতকাল তিনি বলেন, "আমরা ৬০০ মিটার লম্বা মূর্তি বানিয়েছি । কিন্তু মুখ্যমন্ত্রী এই মূর্তি বসাতে দিতে রাজি নন । তাহলে তো আর মূর্তি নিয়ে রাজনীতি হবে না । এত কান্নাকাটি কেন? সহজপাঠ লিখে বিখ্যাত হয়েছেন বিদ্যাসাগর । বাম আমলে সেই সহজপাঠ সিলেবাস থেকে তুলে দেওয়া হয়। তৃণমূল সরকার ক্ষমতায় এলেও সেটি পুনর্বার চালু করেনি । এখন মূর্তি ভাঙা নিয়ে কোকিলের কান্না কাঁদছে ।"

দিলীপ ঘোষের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে। বিধানসভা উপনির্বাচনের প্রচারে দার্জিলিঙে রয়েছেন তিনি। এনিয়ে বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি দিলীপবাবুকে ।

Intro:সহজপাঠের জন্যেই বিখ্যাত বিদ্যাসাগর বলছেন দিলীপ


শিলিগুড়ি, 17 মে: বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বাংলার রাজনীতি এখন উত্তাল। দু তরফেই চলছে চাপানউতোর। এরই মাঝে এবার এ প্রসঙ্গে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি সহজপাঠ লিখেই বিখ্যাত হয়েছিলেন বিদ্যাসাগর। বাম আমলে সেই সহজপাঠ সিলেবাস থেকে তুলে দেওয়া হয়। পরে তৃণমূল সরকার এসেও তা ফের চালু করে নি। কিন্তু এখন মূর্তি ভাঙা নিয়ে কোকিলের কান্না কাঁদছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ। বিদ্যাসাগর লিখেছিলেন বর্ণপরিচয়। এ তথ্য সবার জানা। তবে দিলীপের দাবি সহজপাঠের জন্য বিখ্যাত হয়েছিলেন বিদ্যাসাগর।

গতকাল শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে একথা বলেন দিলীপ ঘোষ। তিনি ঠিক কি বলেছিলেন?

তিনি গতকাল বলেন বাম আমলে নিজেদের কর্মীকে খুন করে নিজেরাই কর্মীদের মূর্তি বসিয়ে রাজনীতি করত বামেরা। আর তৃণমূল মূর্তি ভেঙে রাজনীতি করছে। আমরা বিদ্যাসাগরের মূর্তি বানিয়ে দেব বলেছি। কিন্তু তিনি (পড়ুন মুখ্যমন্ত্রী) রাজি নন। তা হলে রাজনীতি হবে না। এত কান্নাকাটি কেন? সহজ পাঠের জন্য বিখ্যাত ছিলেন বিদ্যাসাগর। বামেরা সরকারে থাকাকালে তা সিলেবাস থেকে তুলে দিয়েছিল। তৃণমূল সরকার ক্ষমতায় এসেও তা ফিরিয়ে আনেনি। তাই এসব কোকিলের কান্না দিয়ে কাজ হবে না।

দিলীপ ঘোষের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই হৈচৈ শুরু হয়েছে। আজ দার্জিলিং বিধান সভা উপনির্বাচনের প্রচারে দার্জিলিংয়ে রয়েছেন তিনি। এ নিয়ে তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও করা যায় নি।


Body:।


Conclusion:
Last Updated : May 17, 2019, 5:57 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.