শিলিগুড়ি, 14 মে: আইএসসিতে দেশের প্রথম হয়ে বাজিমাত শিলিগুড়ির তথা বাংলার ছেলে শুভম কুমার আগরওয়ালের ৷ মহেন্দ্র সিং ধোনির অন্ধ ভক্ত শুভম যে এমন ফল করবে, তা নিজেও কল্পনা করতে পারেনি বলে দাবি ভক্তিনগর নবগ্রামের সেন্ট জোসেফ স্কুলের পড়ুয়ার। তবে ফল দেখে উচ্ছ্বসিত শুভমের স্কুল এবং তার পরিবারের সদস্যরা ৷ খুশি শুভম নিজেও ৷
এদিন দুপুরে ওয়েব সিরিজ দেখার সময় তাকে পরীক্ষার ফল নিয়ে অবগত করে তাঁর বন্ধুরা। শুভমের দাবি, ফল জানতে পেরে প্রথমে তার নিজের বিশ্বাস হয়নি ৷ এরপর বন্ধুরা তাকে রেজাল্ট দেখালে কিছুক্ষণ কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায় শুভম। কয়েকমুহূর্ত বাদে রেজাল্ট দেখে সে ৷ দেশের সেরা হয়ে স্বাভাবিক নিয়মেই চোখে মুখে খুশির ঝলক ফুটে ওঠে শুভমের ৷ জানা গিয়েছে, শুভমের বাড়ি শিলিগুড়ির 26 নম্বর ওয়ার্ডের গোশালা মোড়ে। শিলিগুড়ির ভক্তিনগর নবগ্রামের সেন্ট জোসেফ স্কুলের পড়ুয়া সে। আইএসসিতে তার প্রাপ্ত নম্বর 99.75 শতাংশ। বিভিন্ন বিষয়ে তাঁর প্রাপ্ত নম্বর যথাক্রমে ইংরেজিতে 99, ইতিহাসে 100, রাষ্ট্রবিজ্ঞানে 100 এবং ভূগোলে 100।
বাবা রাজেশ আগরওয়াল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মহাবীরস্থানে দোকান রয়েছে শুভমদের, মা অনিতা আগরওয়াল গৃহবধু। এরপর কী করবে শুভম ? আগামিদিনে আইন নিয়ে পড়াশুনো করার ইচ্ছা প্রকাশ করেছে শুভম। এরপর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের জন্য নিজেকে প্রস্তুত করতে চায় বলে এদিন জানায় সে। তার ফলাফলে উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষও। সারা দেশে মোট পাঁচজন আইএসসিতে প্রথম হয়েছে। আর তাতে যে নিজেদের স্কুলের ছাত্র বাজিমাত করবে এমনটা প্রত্যাশা করেনি স্কুল কর্তৃপক্ষও। স্কুলের ইতিহাসে প্রথম পড়ুয়া হিসেবে দেশব্যাপী মেধাতালিকায় জায়গা করে নেওয়ার নজির গড়ল শুভম।
আরও পড়ুন: দেশে প্রথম বাংলা ! আইসিএসই-তে বর্ধমানের সম্বিত, আইএসসি-তে কলকাতার মান্য
স্কুলের প্রিন্সিপাল সিস্টার প্রিসলা বলেন, "প্রথম থেকেই খুব ভালো ছাত্র শুভম। প্রতিটা পরীক্ষায় ভালো ফল করে। এবারের পরীক্ষাতেও ভালো ফল করবে তা আমরা জানতাম। শুভম অত্যন্ত শান্ত, ধীরস্থির ছেলে।" অন্যদিকে, শুভম আগরওয়াল জানায়, "আমি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি এত ভালো ফল করব। পরে বন্ধুরা আমাকে জানায়। স্কুলের প্রত্যেক শিক্ষক-শিক্ষিকারা আমাকে সবসময় খুব সহযোগিতা করেছে। বাবা-মা তাঁরাও সবসময় আমার পাশে ছিলেন।" ক্রিকেট খেলতে ভালোবাসে শুভম। আইপিএলে চেন্নাই সুপার কিংসের সাপোর্টার সে। ধোনির অন্ধ ভক্তও। অবসর সময়ে ক্রিকেট খেলতেই পছন্দ করে বলে এদিন জানায় শুভম। ইতিমধ্যে কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেসে জায়গাও পেয়েছে শুভম। আগামী পড়াশুনো সেখান থেকেই করবে সে।