ETV Bharat / state

Gaisal Train Accident: বালাসোরের দুর্ঘটনা দেখে গাইসালের ভয়াবহতা ফিরে এলে শিলিগুড়ির পিন্টু রায়ের স্মৃতিতে

চব্বিশ বছর পর বালাসোরের দুর্ঘটনা মনে করিয়ে দিল গাইসালের সেই নারকীয় যন্ত্রণার ছবি ৷ ইটিভি ভারতকে সেই অভিজ্ঞতার কথা শোনালেন শিলিগুড়ির পিন্টু রায় ৷

Gaisal Train Accident
Gaisal Train Accident
author img

By

Published : Jun 3, 2023, 7:59 PM IST

Updated : Jun 3, 2023, 8:32 PM IST

বালাসোরের দুর্ঘটনা দেখে গাইসালের ভয়াবহতা ফিরে এলে শিলিগুড়ির পিন্টু রায়ের স্মৃতিতে

শিলিগুড়ি, 3 জুন: 24 বছর পার হলেও স্মৃতির পাতা থেকে মুছে যায়নি গাইসালের মতো ট্রেন দুর্ঘটনার মুহূর্ত । আর ওড়িশার বালাসোরের দুর্ঘটনা যেন সেই গাইসালের বিভীষিকাময় মুহূর্তের কথা মনে করালো । এই দুর্ঘটনার প্রতিটি ছবির সঙ্গেই গাইসালের সেই ভয়াবহ সময়ের একই ছবি ভেসে উঠল চোখের সামনে । সেই সার সার দিয়ে পরে থাকা ছিন্নভিন্ন দেহ, ট্রেনের ভিতরে আটকে থাকা যাত্রীদের আর্তনাদ, প্রাণে বাঁচানোর ভিক্ষা, আহতদের কান্না, পরিজনদের উৎকন্ঠা । মুহূর্তে যেন সব মনে পড়ে গেল পিন্টু রায়ের ।

শিলিগুড়ির মিলনপল্লির বাসিন্দা পিন্টু রায় । তিনি শিলিগুড়ি ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক । বালাসোলের দুর্ঘটনার খবর দেখতেই 1999 সালের 1 অগস্ট গাইসাল ট্রেন দুর্ঘটনার কথা মনে পড়ে গেল তাঁর । চোখের সামনে ভেসে উঠল সেই ভয়ানক পরিস্থিতির ছবি । যা আজও তাঁর মনে দাগ কেটে রয়েছে ।

Gaisal Train Accident
গাইসালের দুর্ঘটনার ভয়াবহতা বোঝাচ্ছেন শিলিগুড়ির পিন্টু রায়

সেই সময় দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই বন্ধুকে সঙ্গে নিয়ে ছুটে গিয়েছিলেন তিনি । নেমেছিলেন উদ্ধার কাজে । চাক্ষুস অনুভব করেছিলেন সেই নারকীয় যন্ত্রণা । চারিদিকে খালি শবদেহ, পরিজনদের কান্না । আর ঠিক সেই ছবিই তাঁর মনে পড়ে গেল বালাসোরের দুর্ঘটনার খবর দেখে । চব্বিশটা বছর পর সেই ভয়ানক ছবি আবার মুহূর্তে তাঁর চোখের সামনে ভেসে উঠল ।

তিনি বললেন, ‘‘একই দৃশ্য ৷ গাইসালে যা হয়েছিল, এখানেও তাই ৷ এখানে আবার তিনটি ট্রেন একসঙ্গে ৷’’ গাইসাল প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘সেই ঘটনার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ৷ একটা ট্রেন আরেকটা ট্রেনের উপর উঠে গিয়েছিল ৷ উপরের বগিতে আগুন ধরে যায় ৷ অনেকে পুড়ে মারা গিয়েছিলেন ৷’’

একই সঙ্গে তিনি জানাচ্ছেন যে বালাসোরের দুর্ঘটনা সন্ধ্যায় হওয়ায় অনেকে হয়তো ট্রেন থেকে প্রাণ নিয়ে বের হতে পেরেছেন ৷ কিন্তু গাইসালের ঘটনা মাঝরাতে ঘটেছিল ৷ ফলে উদ্ধারকাজে অনেকটাই সময় লেগে যায় ৷ তাই মৃত্যুর সংখ্যা অনেকটা বেড়ে যায় ৷ উল্লেখ্য, গাইসাল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল 280 ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত বালাসোরের দুর্ঘটনায় মৃতের সংখ্যা 288 ৷ যদিও এই পরিসংখ্যান সামনে আসার আগেই পিন্টু রায় জানিয়েছিলেন এবার মৃতের সংখ্যা গাইসালের থেকে পেরিয়ে যাবে ৷

একই সঙ্গে তিনি শোনালেন কীভাবে গ্রামের থেকে গ্যাস কাটার জোগাড় করে উদ্ধার কাজে নেমেছিলেন তিনি ৷ গাইসালের পর বালাসোরের দুর্ঘটনার ভয়াবহতা কোনও অংশে কম নয় বলে জানান পিন্টুবাবু । রেল আরও সচেতন হোক, যাত্রীদের সুরক্ষা আরও নিশ্চিত করুক রেল, এই দাবিই রাখলেন তিনি ।

আরও পড়ুন: এখনও ট্রেনে উঠতে ভয় হয়, দুর্ঘটনার দেড় বছর পর আতঙ্কের কাহিনি যাত্রীর মুখে

বালাসোরের দুর্ঘটনা দেখে গাইসালের ভয়াবহতা ফিরে এলে শিলিগুড়ির পিন্টু রায়ের স্মৃতিতে

শিলিগুড়ি, 3 জুন: 24 বছর পার হলেও স্মৃতির পাতা থেকে মুছে যায়নি গাইসালের মতো ট্রেন দুর্ঘটনার মুহূর্ত । আর ওড়িশার বালাসোরের দুর্ঘটনা যেন সেই গাইসালের বিভীষিকাময় মুহূর্তের কথা মনে করালো । এই দুর্ঘটনার প্রতিটি ছবির সঙ্গেই গাইসালের সেই ভয়াবহ সময়ের একই ছবি ভেসে উঠল চোখের সামনে । সেই সার সার দিয়ে পরে থাকা ছিন্নভিন্ন দেহ, ট্রেনের ভিতরে আটকে থাকা যাত্রীদের আর্তনাদ, প্রাণে বাঁচানোর ভিক্ষা, আহতদের কান্না, পরিজনদের উৎকন্ঠা । মুহূর্তে যেন সব মনে পড়ে গেল পিন্টু রায়ের ।

শিলিগুড়ির মিলনপল্লির বাসিন্দা পিন্টু রায় । তিনি শিলিগুড়ি ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক । বালাসোলের দুর্ঘটনার খবর দেখতেই 1999 সালের 1 অগস্ট গাইসাল ট্রেন দুর্ঘটনার কথা মনে পড়ে গেল তাঁর । চোখের সামনে ভেসে উঠল সেই ভয়ানক পরিস্থিতির ছবি । যা আজও তাঁর মনে দাগ কেটে রয়েছে ।

Gaisal Train Accident
গাইসালের দুর্ঘটনার ভয়াবহতা বোঝাচ্ছেন শিলিগুড়ির পিন্টু রায়

সেই সময় দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই বন্ধুকে সঙ্গে নিয়ে ছুটে গিয়েছিলেন তিনি । নেমেছিলেন উদ্ধার কাজে । চাক্ষুস অনুভব করেছিলেন সেই নারকীয় যন্ত্রণা । চারিদিকে খালি শবদেহ, পরিজনদের কান্না । আর ঠিক সেই ছবিই তাঁর মনে পড়ে গেল বালাসোরের দুর্ঘটনার খবর দেখে । চব্বিশটা বছর পর সেই ভয়ানক ছবি আবার মুহূর্তে তাঁর চোখের সামনে ভেসে উঠল ।

তিনি বললেন, ‘‘একই দৃশ্য ৷ গাইসালে যা হয়েছিল, এখানেও তাই ৷ এখানে আবার তিনটি ট্রেন একসঙ্গে ৷’’ গাইসাল প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘সেই ঘটনার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ৷ একটা ট্রেন আরেকটা ট্রেনের উপর উঠে গিয়েছিল ৷ উপরের বগিতে আগুন ধরে যায় ৷ অনেকে পুড়ে মারা গিয়েছিলেন ৷’’

একই সঙ্গে তিনি জানাচ্ছেন যে বালাসোরের দুর্ঘটনা সন্ধ্যায় হওয়ায় অনেকে হয়তো ট্রেন থেকে প্রাণ নিয়ে বের হতে পেরেছেন ৷ কিন্তু গাইসালের ঘটনা মাঝরাতে ঘটেছিল ৷ ফলে উদ্ধারকাজে অনেকটাই সময় লেগে যায় ৷ তাই মৃত্যুর সংখ্যা অনেকটা বেড়ে যায় ৷ উল্লেখ্য, গাইসাল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল 280 ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত বালাসোরের দুর্ঘটনায় মৃতের সংখ্যা 288 ৷ যদিও এই পরিসংখ্যান সামনে আসার আগেই পিন্টু রায় জানিয়েছিলেন এবার মৃতের সংখ্যা গাইসালের থেকে পেরিয়ে যাবে ৷

একই সঙ্গে তিনি শোনালেন কীভাবে গ্রামের থেকে গ্যাস কাটার জোগাড় করে উদ্ধার কাজে নেমেছিলেন তিনি ৷ গাইসালের পর বালাসোরের দুর্ঘটনার ভয়াবহতা কোনও অংশে কম নয় বলে জানান পিন্টুবাবু । রেল আরও সচেতন হোক, যাত্রীদের সুরক্ষা আরও নিশ্চিত করুক রেল, এই দাবিই রাখলেন তিনি ।

আরও পড়ুন: এখনও ট্রেনে উঠতে ভয় হয়, দুর্ঘটনার দেড় বছর পর আতঙ্কের কাহিনি যাত্রীর মুখে

Last Updated : Jun 3, 2023, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.