ETV Bharat / state

Rampurhat Massacre : রামপুরহাট-কাণ্ডের জের, সফর কাটছাঁট করে কলকাতা ফিরলেন রাজ্যপাল - Rampurhat Massacre

শিলিগুড়ি থেকে কলকাতায় ফিরলেন রাজ্যপাল (Governor Back to Kolkata from Mid Way of Siliguri Tour) ৷ কলকাতায় ফিরে তিনি রামপুরহাটে যেতে পারেন বলে সূত্রের খবর ৷ পাশাপাশি, রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবকে রাজভবনে তলব করতে পারেন তিনি ৷

Rampurhat Massacre Governor Back to Kolkata from Mid Way of Siliguri Tour
Rampurhat Massacre Governor Back to Kolkata from Mid Way of Siliguri Tour
author img

By

Published : Mar 23, 2022, 3:25 PM IST

দার্জিলিং, 23 মার্চ : সফর কাটছাঁট করে কলকাতা ফিরলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Back to Kolkata from Mid Way of Siliguri Tour) ৷ রামপুরহাট-কাণ্ডের জেরে অজ উত্তরবঙ্গ সফরের মাঝপথে কলকাতায় ফেরার জন্য রওনা দেন ৷ বুধবার সকালেই দার্জিলিং রাজভবন থেকে বাগডোগরা বিমানবন্দর পৌঁছন ধনকড় ৷ সেখান থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেন ৷ এ দিন কোনও জায়গাতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে চাননি রাজ্যপাল ৷

কলকাতায় পৌঁছে রামপুরহাটের (Rampurhat Massacre) বগটুই গ্রামে যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের ৷ এছাড়াও বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের মুখ্যসচিবকে তলব করতে পারেন জগদীপ ধনকড় ৷ তবে, আগামিকাল সকালে ফের শিলিগুড়ি ফিরে যাবেন রাজ্যপাল ৷ সেখানে বিএসএফ’র একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর ৷ ওই অনুষ্ঠানের পর শিলিগুড়ি থেকেই দিল্লি যাবেন তিনি ৷

আরও পড়ুন : Rampurhat Massacre : নীরব দর্শক হয়ে বসে থাকব না, রামপুরহাট কাণ্ডে মমতাকে পাল্টা চিঠি রাজ্যপালের

এ দিকে রামপুরহাটের ঘটনায় রাজ্য ও রাজ্যপালের সংঘাত বেড়েই চলেছে ৷ এ দিন সকালেই ফের মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল ৷ পাল্টা মুখ্যমন্ত্রীর চিঠির জবাবও দিয়েছেন তিনি ৷ সেখানে তিনি মুখ্য়মন্ত্রীকে লিখেছেন, ‘‘সাম্প্রতিক স্মৃতিতে সবচেয়ে খারাপ রামপুরহাটের ভয়াবহ হত্যাযজ্ঞ, যেখানে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে 6 জন মহিলা ও 2 শিশুকে ৷’’ মমতা যখন রাজ্যে বিরোধী দলের প্রতিনিধি ছিলেন, তখন রাজ্যে ঘটা বিভিন্ন ঘটনার সঙ্গে এই বর্বরতাকে অনেকেই যুক্তিসঙ্গতভাবে তুলনা করছেন বলে মন্তব্য করেন রাজ্যপাল ৷ তিনি টুইটারে সাফ লিখেছেন, ‘‘এই ধরনের ঘটনায় কোনওভাবেই চুপ করে বসে থাকব না ৷’’

দার্জিলিং, 23 মার্চ : সফর কাটছাঁট করে কলকাতা ফিরলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Back to Kolkata from Mid Way of Siliguri Tour) ৷ রামপুরহাট-কাণ্ডের জেরে অজ উত্তরবঙ্গ সফরের মাঝপথে কলকাতায় ফেরার জন্য রওনা দেন ৷ বুধবার সকালেই দার্জিলিং রাজভবন থেকে বাগডোগরা বিমানবন্দর পৌঁছন ধনকড় ৷ সেখান থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেন ৷ এ দিন কোনও জায়গাতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে চাননি রাজ্যপাল ৷

কলকাতায় পৌঁছে রামপুরহাটের (Rampurhat Massacre) বগটুই গ্রামে যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের ৷ এছাড়াও বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের মুখ্যসচিবকে তলব করতে পারেন জগদীপ ধনকড় ৷ তবে, আগামিকাল সকালে ফের শিলিগুড়ি ফিরে যাবেন রাজ্যপাল ৷ সেখানে বিএসএফ’র একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর ৷ ওই অনুষ্ঠানের পর শিলিগুড়ি থেকেই দিল্লি যাবেন তিনি ৷

আরও পড়ুন : Rampurhat Massacre : নীরব দর্শক হয়ে বসে থাকব না, রামপুরহাট কাণ্ডে মমতাকে পাল্টা চিঠি রাজ্যপালের

এ দিকে রামপুরহাটের ঘটনায় রাজ্য ও রাজ্যপালের সংঘাত বেড়েই চলেছে ৷ এ দিন সকালেই ফের মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল ৷ পাল্টা মুখ্যমন্ত্রীর চিঠির জবাবও দিয়েছেন তিনি ৷ সেখানে তিনি মুখ্য়মন্ত্রীকে লিখেছেন, ‘‘সাম্প্রতিক স্মৃতিতে সবচেয়ে খারাপ রামপুরহাটের ভয়াবহ হত্যাযজ্ঞ, যেখানে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে 6 জন মহিলা ও 2 শিশুকে ৷’’ মমতা যখন রাজ্যে বিরোধী দলের প্রতিনিধি ছিলেন, তখন রাজ্যে ঘটা বিভিন্ন ঘটনার সঙ্গে এই বর্বরতাকে অনেকেই যুক্তিসঙ্গতভাবে তুলনা করছেন বলে মন্তব্য করেন রাজ্যপাল ৷ তিনি টুইটারে সাফ লিখেছেন, ‘‘এই ধরনের ঘটনায় কোনওভাবেই চুপ করে বসে থাকব না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.