ETV Bharat / state

বেসরকারি স্কুলগুলি ট্রান্সপোর্টেশন চার্জ মকুব করুক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি BJP সাংসদের

স্কুলের ট্রান্সপোর্টেশন চার্জ মকুব ও রি অ্যাডমিশন ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানো সহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি BJP সাংসদের ।

ছবি
ছবি
author img

By

Published : May 8, 2020, 4:31 PM IST

শিলিগুড়ি, 8 মে : লকডাউনের জেরে বন্ধ রয়েছে স্কুলগুলি । এই পরিস্থিতিতে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলি যাতে রি অ্যাডমিশন ফি জমা দেওয়ার মেয়াদ বাড়ায় এবং ট্রান্সপোর্টেশন চার্জ মকুব করে তার দাবি জানালেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। বিষয়টিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে তাঁকে চিঠি দিয়েছেন তিনি ।

ইতিমধ্যেই শিলিগুড়ি ও পাহাড়ের বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলে রি অ্যাডমিশন ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছেন অভিভাবকরা । কোরোনা উদ্ভূত পরিস্থিতিতে কেউ এই মুহূর্তে ফি জমা দিতে না পারলে তাঁকে জোর না করার অনুরোধও জানানো হয়েছে রাজনৈতিক দলগুলির তরফে । এনিয়ে চিঠির মাধ্যমে স্কুলগুলির কাছে আর্জি জানিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি জানিয়ে তাঁকে চিঠি দিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।

এবিষয়ে রাজু বিস্তা বলেন, "লকডাউনে স্কুল বন্ধ। তাই স্কুলবাস চলেনি। স্কুলগুলির উচিত ট্রান্সপোর্টেশন চার্জ না নেওয়া। পাশাপাশি রি অ্যাডমিশনের ক্ষেত্রেও অভিভাবকদের জোর না করা ভালো। আমরা চাইছি এই পরিস্থিতিতে বিষয়টি বিবেচনা করে এই রি অ্যাডমিশন ফি জমা দেওয়ার সময়সীমা আরও বাড়ানো হোক। এবং এই সংক্রান্ত ফাইন করা থেকেও বিরত থাকুক স্কুলগুলি। এনিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।"

শিলিগুড়ি, 8 মে : লকডাউনের জেরে বন্ধ রয়েছে স্কুলগুলি । এই পরিস্থিতিতে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলি যাতে রি অ্যাডমিশন ফি জমা দেওয়ার মেয়াদ বাড়ায় এবং ট্রান্সপোর্টেশন চার্জ মকুব করে তার দাবি জানালেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। বিষয়টিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে তাঁকে চিঠি দিয়েছেন তিনি ।

ইতিমধ্যেই শিলিগুড়ি ও পাহাড়ের বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলে রি অ্যাডমিশন ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছেন অভিভাবকরা । কোরোনা উদ্ভূত পরিস্থিতিতে কেউ এই মুহূর্তে ফি জমা দিতে না পারলে তাঁকে জোর না করার অনুরোধও জানানো হয়েছে রাজনৈতিক দলগুলির তরফে । এনিয়ে চিঠির মাধ্যমে স্কুলগুলির কাছে আর্জি জানিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি জানিয়ে তাঁকে চিঠি দিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।

এবিষয়ে রাজু বিস্তা বলেন, "লকডাউনে স্কুল বন্ধ। তাই স্কুলবাস চলেনি। স্কুলগুলির উচিত ট্রান্সপোর্টেশন চার্জ না নেওয়া। পাশাপাশি রি অ্যাডমিশনের ক্ষেত্রেও অভিভাবকদের জোর না করা ভালো। আমরা চাইছি এই পরিস্থিতিতে বিষয়টি বিবেচনা করে এই রি অ্যাডমিশন ফি জমা দেওয়ার সময়সীমা আরও বাড়ানো হোক। এবং এই সংক্রান্ত ফাইন করা থেকেও বিরত থাকুক স্কুলগুলি। এনিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.