হায়দরাবাদ, 11 নভেম্বর: এবারের দিওয়ালি বক্সঅফিস যুদ্ধ প্রতিদিনই উত্তেজনা বাড়াচ্ছে ৷ অজয় দেবগণ ও কার্তিক আরিয়ানের ছবির লড়াই দেখে মনে করাতেই পারে, 'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী'- বচন ৷' সিংঘম এগেইন' ও ভুল ভুলাইয়া 3'- আয়ের দিক থেকে একে অপরকে সমানে সমানে টক্কর দিচ্ছে ৷ রোহিত শেঠ্ঠীর মাল্টিস্টারার অ্যাকশন প্যাকড সিনেমা যেমন ভারতে এগিয়ে রয়েছে তেমনি গ্লোবাল হিসাব ধরলে আনিজ বাজমির হরর-কমেডি ছবি বেশ এগিয়ে ৷
- ভুল ভুলাইয়া 3 বক্সঅফিস কালেকশন (দশম দিন)
মুক্তির পর দুটি ছবিই প্রথম সপ্তাহে ভালো উপার্জনের মুখ দেখেছে ৷ প্রথম সপ্তাহে রুহবাবার ঝুলিতে এসেছে মোট 158.25 কোটি টাকা ৷ সেই তুলনায় দ্বিতীয় সপ্তাহে ছবির আয় সামান্য কমে যায় ৷ শুক্রবার আয় হয় 9.25 কোটি টাকা ৷ তবে শনিবার বাজার দখলে ফিরে আসে হরর-কমেডি ছবি ৷ আয় করে 15.5 কোটি টাকা ৷ রবিবার আয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় 16.5 কোটি টাকায় ৷ 10 দিনে ভারতে ছবির মোট আয় হয় 199.50 কোটি টাকা ৷
ভারতের বাইরে ছবির পারফর্ম্যান্সও দুর্দান্ত ৷ মাত্র 9 দিনে গ্লোবালি 300 কোটির মাইলস্টোন ছুঁয়ে নিয়েছে কার্তিকের ছবি ৷ ভুল ভুলাইয়া ফ্রাঞ্চাইজির হাইয়েস্ট-গ্রসিং ছবি এটি ৷ এর আগে ভুল ভুলাইয়া 2-এর রেকর্ড আয় হয়েছিল 265.50 কোটি টাকা ৷
- সিংঘম এগেইন বক্সঅফিস কালেকশন (দশম দিন)
বক্সঅফিস কঠিন লড়াইয়ের সম্মুখীন সিংঘম এগেইন ভালো স্টার্ট করলেও পরের দিকে একটু পিছিয়ে পড়ে ৷ তবে দ্বিতীয় সপ্তাহে ঘুরে দাঁড়ায় বাজিরাও সিংঘমের ছবি ৷ শুক্রবার 8 কোটি টাকা ঘরে তোলে এই ছবি ৷ শনিবার সেই আয় বেড়ে দাঁড়ায় 12.25 কোটি টাকায় ৷ রবিবার আয় বেড়ে হয় 13.25 কোটি টাকা ৷
10 দিনের মাথায় ভারতীয় বক্সঅফিসে 'সিংঘম এগেইন' ছবির মোট আয় হয় 206.5 কোটি টাকা ৷ স্যাকনিল্ক অনুযায়ী 'ভুল ভুলাইয়া 3' ছবির দাপটে বেশ বেগ হতে হচ্ছে রোহিতের ছবিকে ৷
- একনজরে বক্সঅফিস কালেকশন
সিংঘম এগেইন | ভারতে আয় | ভুল ভুলাইয় 3 | ভারতে আয় | |
প্রথম সপ্তাহে আয় | Rs 173 কোটি | প্রথম সপ্তাহে আয় | Rs 158.25 কোটি | |
অষ্টম দিন | Rs 8 কোটি | অষ্টম দিন | Rs 9.25 কোটি | |
নবম দিন | Rs 12.25 কোটি | নবম দিন | Rs 15.50 কোটি | |
দশম দিন | Rs 13.25 কোটি (early estimates) | দশম দিন | Rs 16.50 (early estimates) | |
মোট আয় | Rs 206.50 কোটি | মোট আয় | Rs 199.50 কোটি |
(বক্সঅফিস ডেটা সোর্স: স্যাকনিল্ক)
এই মুহূর্তে বড় কোনও ছবি শুক্রবারের বাজার দখল করতে নামছে না ৷ সেই জায়গায় দাঁড়িয়ে এখনও 'সিংঘম এগেইন' ও 'ভুল ভুলাইয়া 3'-কে প্রতিযোগিতার বাজারে টিকে থাকার লড়াই চালিতে যেতে হবে ৷ শেষ হাসি হাসবে কে, সময় বলবে ৷