শিলিগুড়ি, 20 সেপ্টেম্বর : তাপস বর্মণ ও রাজেশ সরকারের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে আজ শিলিগুড়িতে পদযাত্রার ডাক দিয়েছিল বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি । কথা ছিল, হিলকার্ট রোড, সেবক রোড ও বিধান রোডে হবে পদযাত্রা । তবে, তার অনুমতি মেলেনি । তাই, বাতিল হয়ে গেল পদযাত্রা । সেই সঙ্গে হাসমিচক সভা হওয়ার কথা ছিল । অনুমতি না মেলায় তাও বাতিল হয়ে যায় ।
এবিষয়ে বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির সভাপতি মুকুন্দ রায় বলেন, "এই পদযাত্রার জন্য আগে থেকেই আমরা পুলিশের কাছে আবেদন করেছিলাম । গতরাতে থানায় গিয়ে জানতে পারি আমাদের আবেদনপত্র ওরা ট্র্যাফিক পুলিশকে পাঠিয়েছে ৷ এরপর আমরা ট্র্যাফিক পুলিশ ও ডেপুটি কমিশনারের অফিসে যাই ৷ সেখানে কমিশনারেট অফিসে খোঁজ নিতে বলা হয় ৷ আমরা কমিশনারেট অফিসেও গেছিলাম ৷ সেখানে কিছুই বলা হয়নি । অনুমতি এখনও পায়নি । অনুমতি বাতিলও হয়নি ।" তিনি আরও বলেন, "হাসমিচকে মাইক বাজিয়ে সভার অনুমতি দেয়নি পুলিশ । মাইক না বাজালে সভা হবে কেমন করে ? তাই সভা বাতিল হয়ে গেছে ।" তাঁর দাবি, নিহত দুই ছাত্রের স্মৃতিতে শহিদ স্মারক তৈরি করুক সরকার । পাশাপাশি এই ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি করেছেন তিনি । মুকুন্দবাবু আরও বলেন, "জোর করে উর্দু চাপিয়ে দেওয়ার প্রতিবাদে নিজের ভাষার জন্য লড়েছিল ওই দুই ছাত্র । তাই এই দিনটি আমরা বাংলা ভাষা দিবস হিসেবে পালন করছি ।"
গতবছর 20 সেপ্টেম্বর ইসলামপুর ব্লকের দাড়িভিট স্কুলে বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা । শুরু হয় ছাত্র-পুলিশ সংঘর্ষ । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই প্রাক্তন ছাত্রের ।