ETV Bharat / state

দার্জিলিঙে পাইপগান ও গুলি সহ গ্রেপ্তার

একটি পাইপগান ও গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরবাংলো থানার পুলিশ। ধৃতের নাম চন্দন তামাঙ (৩৮)।

pipe gun
author img

By

Published : Mar 17, 2019, 11:33 PM IST

দার্জিলিং, ১৭ মার্চ : একটি পাইপগান ও গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরবাংলো থানার পুলিশ। ধৃতের নাম চন্দন তামাঙ (৩৮)। দার্জিলিঙে জোরবাংলো থানার বাতাসিয়া এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাইপগান ও একটি গুলি সহ বিকাশকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে দার্জিলিঙের CJM আদালতে তাকে তোলা হয়। তাকে তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

জোরবাংলো থানার OC মিগমা লেপচা বলেন, " কোথা থেকে ওই পাইপগান ও গুলি এল, কী উদ্দেশ্য ছিল তা জানতে ধৃতকে তিনদিনের পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে।" পুলিশের অনুমান, ধৃতের হেপাজতে আরও অস্ত্র ও গুলি রয়েছে। তা উদ্ধারের চেষ্টা চলছে।

দার্জিলিং, ১৭ মার্চ : একটি পাইপগান ও গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরবাংলো থানার পুলিশ। ধৃতের নাম চন্দন তামাঙ (৩৮)। দার্জিলিঙে জোরবাংলো থানার বাতাসিয়া এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাইপগান ও একটি গুলি সহ বিকাশকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে দার্জিলিঙের CJM আদালতে তাকে তোলা হয়। তাকে তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

জোরবাংলো থানার OC মিগমা লেপচা বলেন, " কোথা থেকে ওই পাইপগান ও গুলি এল, কী উদ্দেশ্য ছিল তা জানতে ধৃতকে তিনদিনের পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে।" পুলিশের অনুমান, ধৃতের হেপাজতে আরও অস্ত্র ও গুলি রয়েছে। তা উদ্ধারের চেষ্টা চলছে।

Intro:বিমল গুরুঙয়ের জামাইয়ের বাড়িতে পুলিশ, বাজেয়াপ্ত সম্পত্তি

কালিম্পং, ১৭ মার্চ : লোকসভা ভোটের তৎপরতার সঙ্গেই পাহাড়ে শুরু পুলিশি জোর তৎপরতাও । রবিবার মোর্চার পলাতক নেতা বিমল গুরুঙয়ের ঘনিষ্ঠ তথা জামাই দাওয়া লেপচার বাড়িতে অভিযান চালিয়ে সম্পত্তি ক্রোক করল পুলিশ । এদিন কালিম্পংয়ের পেডোঙয়ে দাওয়া লেপচার বাড়িতে যায় পুলিশ ।Body:দাওয়া লেপচা ও তাঁর স্ত্রী অমৃতা লেপচা দীর্ঘদিন ধারেই পলাতক । এদিন ওই বাড়িতে গিয়ে আসবাবপত্র সহ অন্যান্য সম্পত্তি ক্রোক করা হয় । দাওয়া লেপচার বিরুদ্ধে আগেই হুলিয়া জারি করা হয় । বিমল গুরুঙয়ের মতোই দাওয়া লেপচার বিরুদ্ধেও ইউএপিএ ধারা সহ একাধিক মামলা ঝুলছে আদালতে । বিস্ফোরক ও বেআইনি অস্ত্র মজুত সহ একাধিক মামলায় দাওয়া লেপচার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় । ওই মামলায় আদালতের নির্দেশে এদিন দাওয়া লেপচার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় বলে কালিম্পংয়ের পুলিশ সুপার ধ্রুবজ্যোতি দে জানিয়েছেন। Conclusion:এদিকে পাহাড়ে লোকসভা ভোট শান্তিতে করতে জোর পুলিশি তৎপরতা শুরু হয়েছে । অসামাজিক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড় চলছে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.