কালিম্পং, 7 এপ্রিল : বাইক কেনার টাকার জন্য বৃদ্ধাকে খুন করল পালিত নাতি ও তার বন্ধু। বৃদ্ধার নাম কুমারী রাই (65)। ঘটনাটি কালিম্পঙের ইচ্ছে গাঁও এলাকার। অভিযুক্তরা বৃদ্ধার বাড়ি থেকে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে।
গতকাল কুমারী রাইয়ের বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘরের ভিতরেই বালিশ চাপা দিয়ে তাঁকে খুন করা হয়েছে। তদন্তে পুলিশ জানতে পারে, পালিত নাতির বাইকের শখ ছিল। সে ঠাকুমার কাছে টাকা চেয়েও পায়নি। এরপর বন্ধুকে সঙ্গে নিয়ে সে বৃদ্ধাকে খুন করার পরিকল্পনা করে। বৃদ্ধাকে বালিশ চাপা দিয়ে খুন করে বাড়ি থেকে টাকা ও গয়না নিয়ে চম্পট দেয়।
পুলিশ পাশের গ্রাম থেকে অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে। তাদের জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ১৭ হাজার টাকা ও দুটি সোনার আংটি উদ্ধার হয়েছে।