শিলিগুড়ি, 8 মে : করোনার জেরে কম উৎপাদন হওয়ায় কারখানা বন্ধ করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের । কর্মহীন হওয়ার আশঙ্কায় শ্রমিকরা । প্রতিবাদে আজ বিক্ষোভ দেখালেন তাঁরা । শনিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে রাজ্যের শাখা সচিবালয় উত্তরকন্যার পাশে অবস্থিত হলদিয়া রান্নার গ্যাস সিলিন্ডার প্রস্তুতকারী কারখানা বন্ধ করে দেওয়া হয় ৷
30 বছরের পুরোনো ওই কারখানাটি উত্তরবঙ্গের মধ্যে অন্যতম সিলিন্ডার প্রস্তুতকারী কারখানা । কারখানায় প্রায় দুই শতাধিক স্থায়ী ও অস্থায়ী কর্মী কাজ করেন। করোনা আবহে সিলিন্ডার কম প্রস্তুত হওয়ায় কারখানা বন্ধের নোটিশ দিয়েছে মালিক কর্তৃপক্ষ । কর্তৃপক্ষের দাবি, উৎপাদন কম হওয়ায় কোম্পানি আর চালাতে পারছে না। ক্ষতির মুখে পড়তে হচ্ছে ।
কারখানা বন্ধ হয়ে গেলে দুই শতাধিক শ্রমিক কাজ হারাবেন । শনিবার সকালে নোটিস দেখেই মাথায় হাত শ্রমিকদের । নোটিসে জানানো হয়েছে, 7 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে কারখানা । নোটিস দেখেই বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা । কারখানার ভিতরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । তাঁদের দাবি, অবিলম্বে নোটিস প্রত্যাহার করে কারখানাকে পুনরায় আগের মতো সচল রাখতে হবে ।
আরও পড়ুন : বিজেপির একনিষ্ঠ সৈনিক হিসেবে লড়াই জারি, মৌনতা ভাঙলেন মুকুল
তৃণমূল কংগ্রেসের ফুলবাড়ির শ্রমিক নেতা ইয়ানুল হক মুন্সি বলেন, "আলোচনা ছাড়াই এভাবে কারখানা বন্ধ করা যাবে না । কেন্দ্র ও রাজ্যের সঙ্গে প্রয়োজনে আলোচনা করুক । করোনা আবহের ছুতো দিয়ে এভাবে কারখানা বন্ধ করা যাবে না। প্রয়োজনে বিকল্প ব্যবস্থা করুক কর্তৃপক্ষ ।" কারখানার মালিকপক্ষের তরফে বিমলেশ গুহরায় বলেন, "কেন্দ্র সরকার অর্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে । কারখানা চালাতে গেলে ন্যুনতম যে পরিমাণ সিলিন্ডার উৎপাদন হওয়া উচিৎ তার থেকেও কম হচ্ছে । এমত অবস্থায় কারখানা চালানো কোনওভাবেই সম্ভব নয় ।"