শিলিগুড়ি, 15 মে: মাত্র একদিন আগেই অমানবিক ঘটনার সাক্ষী থেকেছে কালিয়াগঞ্জ। অ্যাম্বুলেন্স না-পেয়ে মৃত শিশুকে ব্যাগে নিয়ে বাড়ি ফিরেছেন বাবা! ঘটনা ঘিরে নিন্দায় সরব বিভিন্ন মহল। সমালোচনা যাই হোক না কেন, ঘটনায় দায় অস্বীকার করল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । তাদের দাবি, অ্যাম্বুলেন্স মিলছে না এমন কোনও কথা জানাই ছিল না। জানা থাকলে অবশ্যই ব্যবস্থা করা হত।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা বলেন, "ওই ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু জানাননি। কোন অভিযোগও করেননি। অভিযোগ হলে অবশ্যই খতিয়ে দেখা হত।" সুপার সঞ্জয় মল্লিক বলেন, "এই ধরণের কোন অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আমাদের কোনও শববাহী গাড়ি বা অ্যাম্বুলেন্স নেই। তবে রোগীর পরিবার এই ধরণের অসুবিধায় পরলে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ফান্ড থেকে ব্যবস্থা করা হয়। কিন্তু কেউ সমস্যা নিয়ে আমাদের কাছে আসেনি।"
কালিয়াগঞ্জের বাসিন্দা পেশায় দিনমজুর অসীম দেবশর্মার পাঁচ মাসের শিশুর মৃত্যু হয় শনিবার রাতে । সেপটিসেমিয়ায় আক্রান্ত শিশুটিকে বাঁচানো যায়নি। শিশুর নিথর দেহ বাড়ি ফিরিয়ে আনতে দরকার ছিল অ্যাম্বুলেন্সের। অভিযোগ,অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে আট হাজার টাকা চাওয়া হয়। কিন্তু এত টাকা জোগাড় করতে পারেননি অসীম । অন্য উপায় না থাকায় শিশুর দেহ ব্যাগে নিয়ে রবিবার ভোরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বাবা।
এই ঘটনা ঘিরেই তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লেগেছে রাজনীতির রংও। এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্য়ান শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। সমিতির অন্যতম সদস্য মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। তারপরও কেন এই ধরনের ঘটনা ঘটবে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। চিকিৎসা ব্য়বস্থার সঙ্গে জড়িত অনেকেই মনে করছে এই ঘটনায় দায় এড়াতে পারে না হাসপাতাল থেকে শুরু করে জেলা প্রশাসন। তাদের আরও দাবি, রাজ্যের হাসাপাতালগুলির আশপাশে থাকা দালালরাজ যে এখনও সক্রিয় তাও আবার প্রমাণিত হল ।
ঘটনায় বিস্তর ক্ষোভ প্রকাশ করেছেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির সদস্য আনন্দময় বর্মন। তিনি বলেন, "এইধরণের ঘটবা খুবই দুর্ভাগ্যজনক। হাসপাতাল কর্তৃপক্ষর জন্য লজ্জ্বার। কিন্তু একাধিকবার জানানোর পরেও এখনও পর্যন্ত একটি শববাহী গাড়ি, এম্বুলেন্স কিংবা এম্বুলেন্সের ভাড়ায় লাগাম টানতে পারেনি পুলিশ প্রশাসন।"
আরও পড়ুন: অমানবিক ছবি ! অ্যাম্বুলেন্স না-পেয়ে মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে এলেন বাবা, ঘটনায় নিন্দার ঝড়