ETV Bharat / state

পাহাড়ের হাসপাতালগুলি আস্তাবল, তোপ বিজেপি বিধায়ক নীরজ জিম্বার

author img

By

Published : Jun 3, 2021, 7:20 PM IST

বৃহস্পতিবার পাহাড়ের করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের বেহাল দশা নিয়ে এভাবেই সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণের নিশানা বানালেন নীরজ জিম্বা ৷ পাল্টা করোনা আবহে নীরজ জিম্বার বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুললেন মিরিক পুরসভার চেয়ারম্যান তথা দার্জিলিং জেলা হিল তৃণমুল কংগ্রেসের সভাপতি লালবাহাদুর রাই ।

বিজেপি বিধায়ক নীরজ জিম্বা
বিজেপি বিধায়ক নীরজ জিম্বা

শিলিগুড়ি, 3 জুন : পাহাড়ের হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা ৷ পাহাড়ের হাসপাতালগুলিকে নিয়ে তাঁর মন্তব্য, ‘‘এগুলি হাসপাতাল নয় । আস্তাবল । সেগুলিতে ঘোড়ারও ঠিকমতো চিকিৎসা হবে না ।"

বৃহস্পতিবার পাহাড়ের করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের বেহাল দশা নিয়ে এভাবেই সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণের নিশানা বানালেন নীরজ জিম্বা ৷ পাল্টা করোনা আবহে নীরজ জিম্বার বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুললেন মিরিক পুরসভার চেয়ারম্যান তথা দার্জিলিং জেলা হিল তৃণমুল কংগ্রেসের সভাপতি লালবাহাদুর রাই । সবমিলিয়ে করোনা আবহে পাহাড়ের রাজনৈতিক তরজা তুঙ্গে ।

পাহাড়ের করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন হাসপাতাল, মহকুমা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার সরঞ্জাম বিতরণ করছেন বিধায়ক । জিএনএলএফ ও বিজেপির তরফে ওই চিকিৎসা সামগ্রী হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি পাহাড়বাসীর মধ্যেও বিতরণ করা হচ্ছে ৷ কিন্তু আজ বিধায়ক নীরজ জিম্বা বলেন, "পাহাড়ের রিম্বিক, লোধামা, সুখিয়াপোখরি সহ বিভিন্ন হাসপাতালে আয়ুর্বেদ, হোমিওপ্যাথিক চিকিৎসকদের দিয়ে করোনার চিকিৎসা করানো হচ্ছে । স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে । মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়কদের টাকা দিচ্ছেন না । মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু তারপরেও পাহাড়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় কোনও পরিকাঠামো নেই ।"

হাসপাতালের পরিকাঠামো নিয়ে পাহাড়ে রাজনৈতিক তরজা

পাল্টা নীরজ জিম্বার বিরুদ্ধে তোপ দাগেন লালবাহাদুর রাই । তিনি বলেন, "কোথাও করোনার চিকিৎসা নিয়ে অভিযোগ ওঠেনি ৷ রাজ্য সরকার লড়ে চলেছে । বিধায়ক এই পরিস্থিতিতেও রাজনীতি করছেন ।"

শিলিগুড়ি, 3 জুন : পাহাড়ের হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা ৷ পাহাড়ের হাসপাতালগুলিকে নিয়ে তাঁর মন্তব্য, ‘‘এগুলি হাসপাতাল নয় । আস্তাবল । সেগুলিতে ঘোড়ারও ঠিকমতো চিকিৎসা হবে না ।"

বৃহস্পতিবার পাহাড়ের করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের বেহাল দশা নিয়ে এভাবেই সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণের নিশানা বানালেন নীরজ জিম্বা ৷ পাল্টা করোনা আবহে নীরজ জিম্বার বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুললেন মিরিক পুরসভার চেয়ারম্যান তথা দার্জিলিং জেলা হিল তৃণমুল কংগ্রেসের সভাপতি লালবাহাদুর রাই । সবমিলিয়ে করোনা আবহে পাহাড়ের রাজনৈতিক তরজা তুঙ্গে ।

পাহাড়ের করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন হাসপাতাল, মহকুমা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার সরঞ্জাম বিতরণ করছেন বিধায়ক । জিএনএলএফ ও বিজেপির তরফে ওই চিকিৎসা সামগ্রী হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি পাহাড়বাসীর মধ্যেও বিতরণ করা হচ্ছে ৷ কিন্তু আজ বিধায়ক নীরজ জিম্বা বলেন, "পাহাড়ের রিম্বিক, লোধামা, সুখিয়াপোখরি সহ বিভিন্ন হাসপাতালে আয়ুর্বেদ, হোমিওপ্যাথিক চিকিৎসকদের দিয়ে করোনার চিকিৎসা করানো হচ্ছে । স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে । মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়কদের টাকা দিচ্ছেন না । মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু তারপরেও পাহাড়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় কোনও পরিকাঠামো নেই ।"

হাসপাতালের পরিকাঠামো নিয়ে পাহাড়ে রাজনৈতিক তরজা

পাল্টা নীরজ জিম্বার বিরুদ্ধে তোপ দাগেন লালবাহাদুর রাই । তিনি বলেন, "কোথাও করোনার চিকিৎসা নিয়ে অভিযোগ ওঠেনি ৷ রাজ্য সরকার লড়ে চলেছে । বিধায়ক এই পরিস্থিতিতেও রাজনীতি করছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.