ETV Bharat / state

মোদি মিশনের দপ্তর দখল BJP-র মণ্ডল সভাপতির - siliguri

শিলিগুড়ির গেটবাজারে মোদি মিশনের দপ্তর দখল করলেন BJP-র মণ্ডল সভাপতি ।

BJP-র কার্যালয়
author img

By

Published : Apr 30, 2019, 11:55 AM IST

শিলিগুড়ি, 30 এপ্রিল : মোদি মিশনের দপ্তর দখল করল BJP-র মণ্ডল সভাপতি । ঘটনাটি শিলিগুড়ির গেটবাজারের ।

মোদি মিশনের নেতাদের অভিযোগ, বহুদিন ধরেই গেটবাজার এলাকায় মোদি মিশনের অফিস চলছিল । গতকাল সেই অফিস দখল করে নিয়েছে BJP-র মণ্ডল সভাপতি । এই অফিস দখল করতে নেতৃত্ব দেন মণ্ডল সভাপতি কাজল বিশ্বশর্মা ।

মোদি মিশনের নেতা পরিমল সূত্রধর বলেন, "আমরাও BJP । আমাদের লক্ষ্য একই । কিন্তু দলের পদাধিকারীরা আমাদের পাত্তা দেন না । এই নিয়ে আমরা কিছু বলতে চাই না ।"

6 নম্বর মণ্ডলের সভাপতি কাজলবাবু বলেন, "এটা দখলের বিষয় নয় । ভোটের সময় অন্য জায়গায় ভাড়া নিয়ে আমরা অফিস চালিয়েছি । এই অফিস দলেরই । আমার কাছেও চাবি আছে । কিন্তু খুঁজে পাচ্ছিলাম না । তাই তালা ভেঙেছি । আমরা দুইপক্ষই মিলেমিশে কাজ করছি । কোথাও বিরোধ নেই ।"

শিলিগুড়ি, 30 এপ্রিল : মোদি মিশনের দপ্তর দখল করল BJP-র মণ্ডল সভাপতি । ঘটনাটি শিলিগুড়ির গেটবাজারের ।

মোদি মিশনের নেতাদের অভিযোগ, বহুদিন ধরেই গেটবাজার এলাকায় মোদি মিশনের অফিস চলছিল । গতকাল সেই অফিস দখল করে নিয়েছে BJP-র মণ্ডল সভাপতি । এই অফিস দখল করতে নেতৃত্ব দেন মণ্ডল সভাপতি কাজল বিশ্বশর্মা ।

মোদি মিশনের নেতা পরিমল সূত্রধর বলেন, "আমরাও BJP । আমাদের লক্ষ্য একই । কিন্তু দলের পদাধিকারীরা আমাদের পাত্তা দেন না । এই নিয়ে আমরা কিছু বলতে চাই না ।"

6 নম্বর মণ্ডলের সভাপতি কাজলবাবু বলেন, "এটা দখলের বিষয় নয় । ভোটের সময় অন্য জায়গায় ভাড়া নিয়ে আমরা অফিস চালিয়েছি । এই অফিস দলেরই । আমার কাছেও চাবি আছে । কিন্তু খুঁজে পাচ্ছিলাম না । তাই তালা ভেঙেছি । আমরা দুইপক্ষই মিলেমিশে কাজ করছি । কোথাও বিরোধ নেই ।"

Intro:যাত্রী ভাড়া মাত্রাতিরিক্ত, পাঁচ মাসের মাথায় বন্ধ হল টয়ট্রেনের সান্ধ্যকালীন জয় রাইড!

শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ যাত্রী ভাড়া মাত্রাতিরিক্ত। ফলত যাত্রীভাবে পাঁচ মাসের মাথাতেই বন্ধ হয়ে গেল হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেনের সান্ধ্যকালীন জয় রাইড। সেক্ষেত্রে এবার সান্ধ্যকালীন জয় রাইড চালু করার ক্ষেত্রে ভাড়া কমানোর পথে হাঁটতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কতৃপক্ষ। সেক্ষেত্রে পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকদের পরামর্শও নিতে আগ্রহ প্রকাশ করছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।

হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেনের জনপ্রিয়তা বাড়িয়ে তুলতেই ২০১৮ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে চালু করা হয়েছিল সান্ধ্যকালীন জয় রাইড। যা শিলিগুড়ি জংশন থেকে জঙ্গলের বুক চিরে পাহাড়ের ঢাল বেয়ে রংটং হয়ে ফের সমতলে ফিরে আসবে। পরবর্তীতে সেই গতিপথ বাড়ানোর কথাও জানিয়েছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা। যদিও তার আগেই চলতি মাসের শুরুতেই থমকে যায় টয়ট্রেনের সান্ধ্যকালীন জয় রাইডের চাকা। এনিয়ে চিন্তিত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কতৃপক্ষ সহ পর্যটন মহল। সেক্ষেত্রে রেলকর্তা সহ পর্যটন ব্যবসায়ীদেত বক্তব্য, এই জয় রাইডে যে দরে ভাড়া হাকা হয়েছে যাত্রী পিছু তা আকাশ ছোঁয়া। ফলত শুরুতেই যে এই জয় রাইড বন্ধ হয়ে যাবে তা শুরুতেই আঁচ করেছিলাম।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নির্দেশক এম কে নার্জারি বলেন, মূলত যাত্রী অপ্রতুলতার জেরেই এই জয় রাইড বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভোট পর্ব শেষ হলে ফের একবার সান্ধ্যকালীন জয় রাইড চালু করার চিন্তা ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যাত্রী ভাড়ার বিষয়টি নিয়ে ভাবা হবে। অন্যদিকে, এই জয় রাইডের জনপ্রিয়তা বাড়াতে জয় রাইডের বিষয়টি IRCTC এর ওয়েবসাইটে নথিভুক্ত করা হবে। যাতে ওই ওয়েবসাইটে টয়ট্রেনের অন্যান্য পরিসেবার পাশাপাশি সান্ধ্যকালীন জয় রাইডের পরিসেবা প্রসঙ্গেও সবরকমের তথ্য মিলবে। Body:.Conclusion:.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.