দার্জিলিং, 14 জুন: প্রতিবাদের এক অন্য রূপ, এক অন্য ভাষা ! লড়াই হয়তো এটাকেই বলে । ফলের চিন্তা না করে প্রতিবাদের এক অনন্য ছবি দেখল শৈলরানি ৷ যা আগামীতে রাজনৈতিক লড়াইয়ের আবহে এক অন্যতম নিদর্শন তৈরি করল ।
গ্রামে রাস্তা না থাকা, বেহাল যোগাযোগ ব্যবস্থা, পাহাড়ে ক্রমবর্ধমান দূষণ ও যানজটের সমস্যার বার্তা নিয়ে 22 কিলোমিটার দৌড়ে বিডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা দিলেন এক নির্দল প্রার্থী । আর তাঁর এই প্রতিবাদের ভাষা সাড়া ফেলে দিয়েছে গোটা রাজ্যে ।
দার্জিলিং জেলার জোরবাংলো সুখিপোখরি মহকুমার সোনাদা গ্রাম পঞ্চায়েতের টুমসং খাসমহলের বাসিন্দা স্মরণ সুব্বা । পেশায় একজন গাড়ি চালক ও অ্যাথলিট । তাঁর গ্রামের বেহাল রাস্তা । রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ যে কেউ অসুস্থ হলে স্ট্রেচারে করে কয়েক কিলোমিটার পাহাড়ি ঢাল দিয়ে নামিয়ে তারপর অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হয় । কষ্ট হয় খুদে পড়ুয়াদেরও ।
শুধু তাই নয় । চলতি বছর ব্যাপক গরমের সাক্ষী থেকেছে পাহাড়বাসী । গরমের রেকর্ড ভেঙেছে শৈলরানি । যা বিগত কয়েক দশকে হয়নি । পরিবেশ দূষণের কালো প্রভাব পরেছে পাহাড়েও । সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যানজট । যানজটের জেরে নাকাল পর্যটক থেকে পাহাড়বাসী ৷
আরও পড়ুন: অনিত থাপার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জোটে গোর্খা জনমুক্তি মোর্চা, বিমলকে পালটা রুদেনের
অভিযোগ, এসব নিয়ে চিন্তার সময় নেই রাজনৈতিক দলগুলোর । সেই কারণে গ্রামের সমস্যা সমাধান করতে ও পাহাড়ের পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সোনাদা থেকে সুখিয়াপোখরি পর্যন্ত প্রায় 22 কিলোমিটার দৌড়ে বিডিওর কাছে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয় স্মরণ সুব্বা । সোনাদা থেকে সুখিয়াপোখরি বিডিও অফিস পর্যন্ত চড়াই উতরাই পাহাড়ি রাস্তা ধরে তাঁর পৌছতে সময় লাগে প্রায় তিনঘণ্টা ।
স্মরণ সুব্বা বলেন, "আমাদের গ্রাম নিয়ে কোনও রাজনৈতিক দলের চিন্তা নেই । যোগাযোগের ব্যাপক সমস্যা । কোনও গাড়ি গ্রামে পৌঁছাতে পারে না । কেউ অসুস্থ হলে বা বয়স্কদের স্ট্রেচারে করে পাহাড়ের ঢাল দিয়ে নিয়ে যেতে হয় । কয়েক দশক এভাবে কেটে গিয়েছে । কোনও সুরাহা হয়নি । পাহাড়েও দূ্ষণ বেড়ে চলেছে । যানজট বেড়েছে । কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না । সেই কারণে আমি দৌড়ে এসে মনোনয়ন জমা দিলাম । গ্রামের একজন প্রতিনিধি একজন ভূমিপুত্র হিসেবে গ্রামের ও পাহাড়ের সমস্যার সমাধান করতে চাই । কোনও রাজনৈতিক দলের হয়ে লড়ছি না ।"
প্রসঙ্গত, সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া । চলছে মনোনয়ন প্রক্রিয়া । আর রাজ্যের একাধিক জায়গায় মনোনয়নকে ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে চলেছে । কিন্তু সেদিক থেকে অনেকটাই শান্ত পাহাড় । নেই কোনও কোলাহল, নেই কোনও সংঘর্ষ ।
কিন্তু সেখানেও যে লড়াইটা উন্নয়ন ও অনুন্নয়নের মধ্যে । লড়াইটা প্রত্যন্ত গ্রামের মানুষদের উন্নয়নের লড়াই । লড়াইটা ন্যূনতম নাগরিক পরিষেবা পাওয়ার । লড়াইটা, যোগাযোগ, বিদ্যুৎ, আবাসের জন্য। সেটাই স্পষ্ট হল স্মরণ সুব্বার মনোনয়নে ৷
আরও পড়ুন: পাহাড়ে বিরোধী মহাজোটে মহাজট, একাধিক আসনে প্রার্থী ঘোষণা হামরো পার্টির