ETV Bharat / state

রাজ্যে NRC, CAA নয় ; আমি মানুষের পাহারাদার : মমতা

NRC নিয়ে চিন্তা করবেন না । আমি আছি । কেউ গায়ে হাত দিতে পারবে না । কেউ অধিকার কাড়তে পারবে না । CAA নিয়েও চিন্তা করবেন না । শিলিগুড়িতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা
মমতা
author img

By

Published : Jan 20, 2020, 6:46 PM IST

Updated : Jan 20, 2020, 10:39 PM IST

শিলিগুড়ি, 20 জানুয়ারি : NRC নিয়ে চিন্তা করবেন না । আমি আছি । কেউ গায়ে হাত দিতে পারবে না । কেউ অধিকার কাড়তে পারবে না । CAA নিয়েও চিন্তা করবেন না । আমি আপনাদের সঙ্গে আছি । আর আমি আছি মানে আমার সঙ্গে বাংলার 100 শতাংশ মানুষ আছে । উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বিকেলে শিলিগুড়ির শিব মন্দিরে আঠারোখাই ময়দানে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেন । সেখান থেকেই NRC- CAA বিরোধী বার্তা দেন ।

কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, "NRC- CAA নিয়ে বাইরের একটা কে কী বলল তাতে আমাদের কিছু এসে যায় না । এই রাজ্য আমাদের, এই মাটি আমাদের । নিজেরা নিজেদের মতো ভালোভাবে কাজ করুন । শান্তিতে থাকুন । চিন্তা করবেন না । মনে রাখবেন আমি শুধু ভোটের সম আপনাদের পাহারা দিতে আসি না । 24x7 আমি আপনাদের পাহারাদার । ভোটের পাহারাদার নই । মানুষকে দেখার পাহারাদার । মানুষের বিরুদ্ধে কিছু হোক, তা আমরা চাই না ।"

প্রতিবছরের মতো এবারও উত্তরবঙ্গ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী । উদ্বোধন করলেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নতুন ভবনের । একই সঙ্গে উত্তরবঙ্গের 8 জেলার 9 নবরত্নকে সম্মান জানান । বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি মানুষ । আমার মান এবং হুঁশ দু'টোই আছে । যারা অশান্তি ঝগড়া তৈরি করতে চাইছে তাদের প্ররোচনায় পা দেবেন না । বাঙালি, বিহারি অথবা হিন্দু বা মুসলিম প্রত্যেকের রক্ত লাল । প্রত্যেককেই আমার প্রয়োজন । সকলকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলায় থাকতে চাই ।" উৎসবের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আরও একবার জানিয়ে দেন এ রাজ্যে নাগরিকত্ব আইন কার্যকর হবে না । কার্যকর হবে না NRC । এমনকী জনগণনার ক্ষেত্রে নির্দিষ্ট যে ফর্ম রয়েছে তাতে বাবা মায়ের জন্ম তারিখ এবং জন্মস্থানে দেওয়ার কথা বলা হয়েছে । তা প্রত্যাহার করা না হলে সেই NPR হবে না রাজ্যে ।

মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমরা বাংলা মায়ের সন্তান । শত্রু এলে অস্ত্র হাতে নয়, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে জানি । আমি আপনাদের পাশে আছি। আর আমি আছি মানেই বাংলার 100 শতাংশ মানুষ একত্রে আছি।" সিকিমসহ উত্তর-পূর্বের রাজ্যগুলোর প্রতিও আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা আরও একবার ভেবে দেখুন প্ররোচনায় পা দেবেন না । NPR- এর ক্ষেত্রে আপতত বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থান উল্লেখ করার কথা বলা হয়েছে। সেই তথ্য কেউ না দিলে ঠিক সময়ে তাদের বাতিল বলে দেবে এরা । তাই ফর্মে এসব উল্লেখ থাকলে আমার রাজ্যে NPR করতে দেব না ।

দেখুন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, "আমি জানি কেউ কেউ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে । পুলিশকে বলব তাদের কড়া হাতে সামলাতে । আমি উত্তরবঙ্গকে ভালোবাসি । দক্ষিণবঙ্গ যদি হয় আমার স্বজন, উত্তরবঙ্গ আমার আপন । মনে রাখবেন আমি উত্তরবঙ্গকে ভালোবাসি । নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আমি 4 বছর পাহাড়ে পালন করি । একবছর দক্ষিণবঙ্গে ।"

অন্যদিকে, নাম না করে NRC নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে ফের তিনি বলেন, "আমি মনে করি দেশে এখন যা চলছে তা ঠিক হচ্ছে না । মাগো ভাবনা কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্তি ছেলে তবে, শত্রু এলে অস্ত্র নিয়ে নয়, অধিকার নিয়ে বাঁচতে জানি ।"

শিলিগুড়ি, 20 জানুয়ারি : NRC নিয়ে চিন্তা করবেন না । আমি আছি । কেউ গায়ে হাত দিতে পারবে না । কেউ অধিকার কাড়তে পারবে না । CAA নিয়েও চিন্তা করবেন না । আমি আপনাদের সঙ্গে আছি । আর আমি আছি মানে আমার সঙ্গে বাংলার 100 শতাংশ মানুষ আছে । উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বিকেলে শিলিগুড়ির শিব মন্দিরে আঠারোখাই ময়দানে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেন । সেখান থেকেই NRC- CAA বিরোধী বার্তা দেন ।

কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, "NRC- CAA নিয়ে বাইরের একটা কে কী বলল তাতে আমাদের কিছু এসে যায় না । এই রাজ্য আমাদের, এই মাটি আমাদের । নিজেরা নিজেদের মতো ভালোভাবে কাজ করুন । শান্তিতে থাকুন । চিন্তা করবেন না । মনে রাখবেন আমি শুধু ভোটের সম আপনাদের পাহারা দিতে আসি না । 24x7 আমি আপনাদের পাহারাদার । ভোটের পাহারাদার নই । মানুষকে দেখার পাহারাদার । মানুষের বিরুদ্ধে কিছু হোক, তা আমরা চাই না ।"

প্রতিবছরের মতো এবারও উত্তরবঙ্গ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী । উদ্বোধন করলেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নতুন ভবনের । একই সঙ্গে উত্তরবঙ্গের 8 জেলার 9 নবরত্নকে সম্মান জানান । বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি মানুষ । আমার মান এবং হুঁশ দু'টোই আছে । যারা অশান্তি ঝগড়া তৈরি করতে চাইছে তাদের প্ররোচনায় পা দেবেন না । বাঙালি, বিহারি অথবা হিন্দু বা মুসলিম প্রত্যেকের রক্ত লাল । প্রত্যেককেই আমার প্রয়োজন । সকলকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলায় থাকতে চাই ।" উৎসবের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আরও একবার জানিয়ে দেন এ রাজ্যে নাগরিকত্ব আইন কার্যকর হবে না । কার্যকর হবে না NRC । এমনকী জনগণনার ক্ষেত্রে নির্দিষ্ট যে ফর্ম রয়েছে তাতে বাবা মায়ের জন্ম তারিখ এবং জন্মস্থানে দেওয়ার কথা বলা হয়েছে । তা প্রত্যাহার করা না হলে সেই NPR হবে না রাজ্যে ।

মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমরা বাংলা মায়ের সন্তান । শত্রু এলে অস্ত্র হাতে নয়, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে জানি । আমি আপনাদের পাশে আছি। আর আমি আছি মানেই বাংলার 100 শতাংশ মানুষ একত্রে আছি।" সিকিমসহ উত্তর-পূর্বের রাজ্যগুলোর প্রতিও আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা আরও একবার ভেবে দেখুন প্ররোচনায় পা দেবেন না । NPR- এর ক্ষেত্রে আপতত বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থান উল্লেখ করার কথা বলা হয়েছে। সেই তথ্য কেউ না দিলে ঠিক সময়ে তাদের বাতিল বলে দেবে এরা । তাই ফর্মে এসব উল্লেখ থাকলে আমার রাজ্যে NPR করতে দেব না ।

দেখুন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, "আমি জানি কেউ কেউ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে । পুলিশকে বলব তাদের কড়া হাতে সামলাতে । আমি উত্তরবঙ্গকে ভালোবাসি । দক্ষিণবঙ্গ যদি হয় আমার স্বজন, উত্তরবঙ্গ আমার আপন । মনে রাখবেন আমি উত্তরবঙ্গকে ভালোবাসি । নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আমি 4 বছর পাহাড়ে পালন করি । একবছর দক্ষিণবঙ্গে ।"

অন্যদিকে, নাম না করে NRC নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে ফের তিনি বলেন, "আমি মনে করি দেশে এখন যা চলছে তা ঠিক হচ্ছে না । মাগো ভাবনা কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্তি ছেলে তবে, শত্রু এলে অস্ত্র নিয়ে নয়, অধিকার নিয়ে বাঁচতে জানি ।"

Intro:উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ কার্যত নাগরিকত্ব আইন বিরোধী সভায় পরিণত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে শিলিগুড়ির শিব মন্দিরে আঠারোখাই ময়দানে উত্সবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বললেন, আশ্বস্ত করে যেতে চাই, এরাজ্যের মূলমন্ত্র গান্ধীবাদ , সুভাষবাদ। এখানে বিচ্ছিন্নতাবাদের কোন স্থান নেই। তাই এনআরসি হবেনা। সিএএ হবে না। থাকতে হবে ঐক্যবদ্ধভাবে। একইসঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে নিজেদের অবস্থান আরো একবার ভেবে দেখার আহ্বান জানালেন তিনি। একই সঙ্গে জানিয়ে দিলেন এনপিআরের ক্ষেত্রেও ফর্মে বাবা মায়ের জন্ম তারিখ এবং জন্মস্থানের উল্লেখ করার যে বিষয়টি রয়েছে তা থাকলে সেই প্রক্রিয়াও এরাজ্যে করতে দেবেন না তিনি।


Body:প্রতিবছরের মতো এবারও উত্তরবঙ্গ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই উদ্বোধন করেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নতুন ভবন। একই সঙ্গে উত্তরবঙ্গের 8 জেলার 9 নবরত্ন কে সম্মান জানান মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি শুধু ভোটের পাহারাদার নই। আমি মানুষের পাহারাদার। তাই এ রাজ্যে আমার মূলমন্ত্র গান্ধীবাদ এবং সুভাষবাদ। সেখানে বিচ্ছিন্নতাবাদের কোন স্থান নেই। যারা বিভেদ তৈরি করতে চাইছেন তারা পরাস্ত হবেন। কেউ যদি আমার পাশে নাও দাঁড়ায় তাহলে আমি একলাই এই প্রতিবাদ চালিয়ে যাব।
এদিন শিলিগুড়ি শিব মন্দিরে আঠারোখাই ময়দানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন আমি মানুষ। আমার মান এবং হুঁশ দুটোই আছে। যারা অশান্তি ঝগড়া তৈরি করতে চাইছে তাদের প্ররোচনায় পা দেবেন না। বাঙালি, বিহারী অথবা হিন্দু বা মুসলিম প্রত্যেকের রক্ত লাল। প্রত্যেককেই আমার প্রয়োজন। সকলকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলায় থাকতে চাই। উৎসবের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আরও একবার জানিয়ে দেন এ রাজ্যে নাগরিকত্ব আইন কার্যকর হবে না এরাজ্যে। কার্যকর হবে না এনআরসি। এমনকি জনগণনার ক্ষেত্রে নির্দিষ্ট যে প্রফর্মা রয়েছে তাতে বাবা মায়ের জন্ম তারিখ এবং জন্মস্থানে দেওয়ার কথা বলা হয়েছে। তা প্রত্যাহার করা না হলে সেই এনপিআর হবে না যে রাজ্যে।

মুখ্যমন্ত্রী বলেন আমরা বাংলা মায়ের সন্তান। শত্রু এলে অস্ত্র হাতে নয়, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে জানি। আমি আপনাদের পাশে আছি। আর আমি আছি মানেই বাংলার একশো শতাংশ মানুষ একত্রে আছি। সিকিমসহ উত্তর-পূর্বের রাজ্যগুলোর প্রতিও আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আপনারা আরো একবার ভেবে দেখুন প্ররোচনায় পা দেবেন না। এনপিআর এর ক্ষেত্রে আপতত বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থান উল্লেখ করার কথা বলা হয়েছে। সেই তথ্য কেউ না দিলে ঠিক সময়ে তাদের বাতিল বলে দেবে এরা। তাই ফর্মে এসব উল্লেখ থাকলে আমার রাজ্যে এনপিআর করতে দেব না।



Conclusion:
Last Updated : Jan 20, 2020, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.