ETV Bharat / state

দুর্নীতিতে জড়াচ্ছেন ভূমি দফতরের বিএলআরও-ডিএলআরওরা, সরকারি মঞ্চ থেকে অভিযোগ মমতার - ভূমি সংস্কার দফতর

Mamata Banerjee at Siliguri: সরকারি মঞ্চ থেকেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিএলআরও এবং ডিএলআরওদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee at Siliguri
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 2:10 PM IST

Updated : Dec 12, 2023, 4:59 PM IST

সরকারি মঞ্চ থেকে দুর্নীতির অভিযোগ মমতার

শিলিগুড়ি, 12 ডিসেম্বর: সরকারি মঞ্চ থেকেই এ বার ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সরকারি সভা আয়োজিত হয় । আর সেই সভার মঞ্চ থেকেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিএলআরও এবং ডিএলআরও-দের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রী বলেন, "ল্যান্ড ডিপার্টমেন্টের বিএলআরও এবং ডিএলআরওরা জমি কেনাবেচার সঙ্গে জড়িয়ে পড়ছেন । আমি অনেক অভিযোগ পেয়েছি । আমি মুখ্যসচিবকে বলব ওই বিষয়গুলি খতিয়ে দেখতে । আমি কারওকে ছাড়ব না । এক-দুজনের জন্য সবার বদনাম হয় ।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমার কাছে খবর আছে দু-একজন বিএলআরও দুষ্টু লোকের সঙ্গে জমি কেনাবেচায় জড়িয়ে পড়েছেন । আমি ভূমি সংস্কার দফতরের সচিবকে বলব, তাঁদের বিরুদ্ধে তদন্ত করতে এবং কড়া পদক্ষেপ কর‍তে । একটা রাজনৈতিক লোক পাঁচ টাকা চুরি করলে 10বার টিভিতে দেখানো হয় । আর কোনও অফিসার যদি জড়িত থাকেন, তাহলে আমি তাঁকে রেহাই দেব না ।"

জমি সংক্রান্ত অভিযোগ বা জবরদখলের অভিযোগ উত্তরবঙ্গে প্রথম নয় । নদীর চর, পূর্ত, বন, সেচ দফতরের মতো একাধিক সরকারি জমি জবরদখলের অভিযোগ রয়েছে । আর তাতে অনেক সময় জমি কারবারিদের সঙ্গে জড়িয়েছে শাসকদলের নেতা-মন্ত্রীদের নাম । তবে এ সবের নেপথ্যে থাকেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিএলআরও বা ভূমি দফতরের আধিকারিকরা । অভিযোগ উঠেছে ভূমি দফতরের আধিকারিকদের সাহায্যেই জমির ভুয়ো নথি তৈরি করা হয় । আর এ বার সেইসব অভিযোগ পেয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী ।

পাশাপাশি এ দিন উদ্বাস্তু ও সরকারি জমিতে পাট্টা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । এখন থেকে বস্তি এলাকাগুলোকে উত্তরণ ও উদ্বাস্তু এলাকাকে স্থায়ী ঠিকানা হিসেবে নামকরণ করেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন:

  1. বাংলার দাবি আদায়ে দিল্লির দরবারে মুখ্যমন্ত্রী, 20 ডিসেম্বর মোদি-মমতা বৈঠক
  2. হাসপাতাল থেকে নয়া ফায়ার স্টেশন, বানারহাটে এসে একগুচ্ছ প্রতিশ্রুতি মমতার
  3. 'রাজ্যের সব টাকা নিয়ে যাচ্ছে, বাংলাকে কিছু দিচ্ছে না !' জলপাইগুড়ি থেকে কেন্দ্রকে তোপ মমতার

সরকারি মঞ্চ থেকে দুর্নীতির অভিযোগ মমতার

শিলিগুড়ি, 12 ডিসেম্বর: সরকারি মঞ্চ থেকেই এ বার ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সরকারি সভা আয়োজিত হয় । আর সেই সভার মঞ্চ থেকেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিএলআরও এবং ডিএলআরও-দের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রী বলেন, "ল্যান্ড ডিপার্টমেন্টের বিএলআরও এবং ডিএলআরওরা জমি কেনাবেচার সঙ্গে জড়িয়ে পড়ছেন । আমি অনেক অভিযোগ পেয়েছি । আমি মুখ্যসচিবকে বলব ওই বিষয়গুলি খতিয়ে দেখতে । আমি কারওকে ছাড়ব না । এক-দুজনের জন্য সবার বদনাম হয় ।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমার কাছে খবর আছে দু-একজন বিএলআরও দুষ্টু লোকের সঙ্গে জমি কেনাবেচায় জড়িয়ে পড়েছেন । আমি ভূমি সংস্কার দফতরের সচিবকে বলব, তাঁদের বিরুদ্ধে তদন্ত করতে এবং কড়া পদক্ষেপ কর‍তে । একটা রাজনৈতিক লোক পাঁচ টাকা চুরি করলে 10বার টিভিতে দেখানো হয় । আর কোনও অফিসার যদি জড়িত থাকেন, তাহলে আমি তাঁকে রেহাই দেব না ।"

জমি সংক্রান্ত অভিযোগ বা জবরদখলের অভিযোগ উত্তরবঙ্গে প্রথম নয় । নদীর চর, পূর্ত, বন, সেচ দফতরের মতো একাধিক সরকারি জমি জবরদখলের অভিযোগ রয়েছে । আর তাতে অনেক সময় জমি কারবারিদের সঙ্গে জড়িয়েছে শাসকদলের নেতা-মন্ত্রীদের নাম । তবে এ সবের নেপথ্যে থাকেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিএলআরও বা ভূমি দফতরের আধিকারিকরা । অভিযোগ উঠেছে ভূমি দফতরের আধিকারিকদের সাহায্যেই জমির ভুয়ো নথি তৈরি করা হয় । আর এ বার সেইসব অভিযোগ পেয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী ।

পাশাপাশি এ দিন উদ্বাস্তু ও সরকারি জমিতে পাট্টা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । এখন থেকে বস্তি এলাকাগুলোকে উত্তরণ ও উদ্বাস্তু এলাকাকে স্থায়ী ঠিকানা হিসেবে নামকরণ করেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন:

  1. বাংলার দাবি আদায়ে দিল্লির দরবারে মুখ্যমন্ত্রী, 20 ডিসেম্বর মোদি-মমতা বৈঠক
  2. হাসপাতাল থেকে নয়া ফায়ার স্টেশন, বানারহাটে এসে একগুচ্ছ প্রতিশ্রুতি মমতার
  3. 'রাজ্যের সব টাকা নিয়ে যাচ্ছে, বাংলাকে কিছু দিচ্ছে না !' জলপাইগুড়ি থেকে কেন্দ্রকে তোপ মমতার
Last Updated : Dec 12, 2023, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.