ETV Bharat / state

লকডাউনে লকআউট নোটিস কার্সিয়ঙের চা-বাগানে - লকডাউন

লকডাউনে আর্থিক ক্ষতির মুখে লকআউট নোটিস দিল কার্সিয়ঙের লংভিউ চা-বাগান কর্তৃপক্ষ । বকেয়া টাকা মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরেই শ্রমিক আন্দোলন চলছিল এই বাগানে ।

tea garden lockout
tea garden lockout
author img

By

Published : Aug 22, 2020, 4:14 PM IST

কার্সিয়ং, 22 অগাস্ট : দেনা-পাওনা নিয়ে বিবাদের মাঝেই কার্সিয়ঙে বন্ধ হল লংভিউ চা-বাগান । কাজ হারালেন 1 হাজার 252 জন স্থায়ী শ্রমিক । গতরাতে লকআউট নোটিস দিয়ে বাগান ছাড়ে কর্তৃপক্ষ ।

হাজিরা ছাড়াও গতবারের বকেয়া বোনাস নিয়ে অসন্তোষ ছিল বাগানে । বকেয়ার দাবিতে মাঝেমধ্যেই শ্রমিক বিক্ষোভ চলছিল লংভিউ চা-বাগানে । এদিকে লকডাউনে নানা সমস্যায় বাগানের উৎপাদন তলানিতে ঠেকে । আর্থিক ক্ষতির মুখে পড়ে বাগান কর্তৃপক্ষ । এর জেরেই গতরাতে লকআউট নোটিস ঝুলিয়ে চা-বাগান ছাড়ে কর্তৃপক্ষ ।

আজ সকালে শ্রমিকরা বাগানে গিয়ে সেই নোটিস দেখতে পান । নোটিসে কর্তৃপক্ষ জানিয়েছে, 10 অগাস্ট থেকে বাগানে ঘেরাও আন্দোলন চলছে । ম্যানেজারসহ মালিকপক্ষের প্রতিনিধিদের হুমকি দেওয়া হচ্ছিল । কর্তৃপক্ষের দাবি, বর্তমানে দৈনিক হাজিরার অর্থ দেওয়া হলেও লকডাউনের জেরে আর্থিক সমস্যায় বকেয়া বোনাসের কিছু টাকা দেওয়া যায়নি । এই পরিস্থিতিতে ক্ষতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে চা-বাগান কর্তৃপক্ষকে । ফলে, অবিলম্বে বকেয়া মেটানো সম্ভব নয় । কিন্তু, তা মানতে চায়নি শ্রমিক সংগঠনগুলি । আন্দোলনের পাশাপাশি লাগাতার হুমকি দেওয়া, ভীতি প্রদর্শন ইত্যাদি চালিয়ে যাচ্ছিলেন শ্রমিকরা । এর জেরেই বাধ্য হয়ে এই লকআউট নোটিস দিতে হয়েছে ।

যদিও GNLF-এর তরফে কার্সিয়ং টাউন সভাপতি নিমা লামা বলেন, “শ্রমিকদের বকেয়া টাকা মেটানোর দাবি করা হয় । কাউকে ভয় দেখানো হয়নি । আমরা চাই, দ্রুত বাগান খুলুক এবং বকেয়া টাকা মেটানো হোক । লকডাউনে শ্রমিকরাও দুর্দশার মধ্যে রয়েছেন ।”

কার্সিয়ং, 22 অগাস্ট : দেনা-পাওনা নিয়ে বিবাদের মাঝেই কার্সিয়ঙে বন্ধ হল লংভিউ চা-বাগান । কাজ হারালেন 1 হাজার 252 জন স্থায়ী শ্রমিক । গতরাতে লকআউট নোটিস দিয়ে বাগান ছাড়ে কর্তৃপক্ষ ।

হাজিরা ছাড়াও গতবারের বকেয়া বোনাস নিয়ে অসন্তোষ ছিল বাগানে । বকেয়ার দাবিতে মাঝেমধ্যেই শ্রমিক বিক্ষোভ চলছিল লংভিউ চা-বাগানে । এদিকে লকডাউনে নানা সমস্যায় বাগানের উৎপাদন তলানিতে ঠেকে । আর্থিক ক্ষতির মুখে পড়ে বাগান কর্তৃপক্ষ । এর জেরেই গতরাতে লকআউট নোটিস ঝুলিয়ে চা-বাগান ছাড়ে কর্তৃপক্ষ ।

আজ সকালে শ্রমিকরা বাগানে গিয়ে সেই নোটিস দেখতে পান । নোটিসে কর্তৃপক্ষ জানিয়েছে, 10 অগাস্ট থেকে বাগানে ঘেরাও আন্দোলন চলছে । ম্যানেজারসহ মালিকপক্ষের প্রতিনিধিদের হুমকি দেওয়া হচ্ছিল । কর্তৃপক্ষের দাবি, বর্তমানে দৈনিক হাজিরার অর্থ দেওয়া হলেও লকডাউনের জেরে আর্থিক সমস্যায় বকেয়া বোনাসের কিছু টাকা দেওয়া যায়নি । এই পরিস্থিতিতে ক্ষতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে চা-বাগান কর্তৃপক্ষকে । ফলে, অবিলম্বে বকেয়া মেটানো সম্ভব নয় । কিন্তু, তা মানতে চায়নি শ্রমিক সংগঠনগুলি । আন্দোলনের পাশাপাশি লাগাতার হুমকি দেওয়া, ভীতি প্রদর্শন ইত্যাদি চালিয়ে যাচ্ছিলেন শ্রমিকরা । এর জেরেই বাধ্য হয়ে এই লকআউট নোটিস দিতে হয়েছে ।

যদিও GNLF-এর তরফে কার্সিয়ং টাউন সভাপতি নিমা লামা বলেন, “শ্রমিকদের বকেয়া টাকা মেটানোর দাবি করা হয় । কাউকে ভয় দেখানো হয়নি । আমরা চাই, দ্রুত বাগান খুলুক এবং বকেয়া টাকা মেটানো হোক । লকডাউনে শ্রমিকরাও দুর্দশার মধ্যে রয়েছেন ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.