ETV Bharat / state

পার্থকে সরিয়ে চা উন্নয়ন পর্ষদে মলয় ঘটক

মলয় ঘটক বলেন, "কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের চা বাগান থেকে হাজার কোটি টাকার কর নিয়ে যাচ্ছে । কিন্তু বিনিময়ে এলাকার উন্নয়নে একটি টাকাও দিচ্ছে না । আসামের চা বাগানগুলি কেন্দ্রীয় সাহায্য পেলেও উত্তরবঙ্গের বাগানগুলি পায় না । আমরা টি বোর্ডের কাছে যাব । বোর্ডের তরফে আর্থিক প্যাকেজ দাবি করব ।"

author img

By

Published : Aug 8, 2019, 10:58 PM IST

মলয় ঘটক ও অরূপ বিশ্বাস

শিলিগুড়ি, 8 অগাস্ট: উত্তরবঙ্গ চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বদলে মলয় ঘটককে এই দায়িত্ব দেওয়া হল । পর্ষদের ভাইস চেয়ারম্যান হলেন কিষান কল্যাণী ও মোহন শর্মা । কমিটিতে সদস্য হিসেবে এলেন মন্ত্রী গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, চন্দ্রিমা ভাট্টাচার্য ও অরুপ বিশ্বাস । রাজ্যসভার সদস্য শান্তা ছেত্রীকেও পর্ষদের সদস্য করা হয়েছে । আজ শিলিগুড়িতে চা উন্নয়ন পর্ষদে যান মন্ত্রী মলয় ঘটক । সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

মলয় ঘটক বলেন, "কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের চা বাগান থেকে হাজার কোটি টাকার কর নিয়ে যাচ্ছে । কিন্তু বিনিময়ে এলাকার উন্নয়নে একটি টাকাও দিচ্ছে না । আসামের চা বাগানগুলি কেন্দ্রীয় সাহায্য পেলেও উত্তরবঙ্গের বাগানগুলি পায় না । আমরা টি বোর্ডের কাছে যাব । বোর্ডের তরফে আর্থিক প্যাকেজ দাবি করব । কেন্দ্রীয় সরকার জানিয়েছে এবার থেকে চা বাগানের শ্রমিক মজুরি সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে ৷ আমরাও বিষয়টির প্রশংসা করছি ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার জানে না এখানে চা বাগান থেকে ব্যাঙ্কের দূরত্ব কোথাও 10 থেকে 15 কিলোমিটার কোথাও আবার 25 কিলোমিটার ৷ তাই এখানে চা বাগানে শ্রমিকদের জন্য যতক্ষণ না ATM খোলা হচ্ছে ততক্ষণ তাঁদের কোনও সুবিধা হবে না ৷ আজ আমরা এইসব সমস্যার বিষয় আলোচনা করেছি ৷ কিছুদিনের এগুলো সমাধানের ব্যবস্থা করা হবে ৷"

শিলিগুড়ি, 8 অগাস্ট: উত্তরবঙ্গ চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বদলে মলয় ঘটককে এই দায়িত্ব দেওয়া হল । পর্ষদের ভাইস চেয়ারম্যান হলেন কিষান কল্যাণী ও মোহন শর্মা । কমিটিতে সদস্য হিসেবে এলেন মন্ত্রী গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, চন্দ্রিমা ভাট্টাচার্য ও অরুপ বিশ্বাস । রাজ্যসভার সদস্য শান্তা ছেত্রীকেও পর্ষদের সদস্য করা হয়েছে । আজ শিলিগুড়িতে চা উন্নয়ন পর্ষদে যান মন্ত্রী মলয় ঘটক । সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

মলয় ঘটক বলেন, "কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের চা বাগান থেকে হাজার কোটি টাকার কর নিয়ে যাচ্ছে । কিন্তু বিনিময়ে এলাকার উন্নয়নে একটি টাকাও দিচ্ছে না । আসামের চা বাগানগুলি কেন্দ্রীয় সাহায্য পেলেও উত্তরবঙ্গের বাগানগুলি পায় না । আমরা টি বোর্ডের কাছে যাব । বোর্ডের তরফে আর্থিক প্যাকেজ দাবি করব । কেন্দ্রীয় সরকার জানিয়েছে এবার থেকে চা বাগানের শ্রমিক মজুরি সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে ৷ আমরাও বিষয়টির প্রশংসা করছি ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার জানে না এখানে চা বাগান থেকে ব্যাঙ্কের দূরত্ব কোথাও 10 থেকে 15 কিলোমিটার কোথাও আবার 25 কিলোমিটার ৷ তাই এখানে চা বাগানে শ্রমিকদের জন্য যতক্ষণ না ATM খোলা হচ্ছে ততক্ষণ তাঁদের কোনও সুবিধা হবে না ৷ আজ আমরা এইসব সমস্যার বিষয় আলোচনা করেছি ৷ কিছুদিনের এগুলো সমাধানের ব্যবস্থা করা হবে ৷"

Intro:উত্তরবঙ্গ চা উন্নয়ন পর্যদে চেয়ারম্যান হলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বদলে মলয় ঘটককে এই দায়িত্ব দেওয়া হল। পর্যদে ভাইস চেয়ারম্যান হলেন কিশান কল্যানি ও মোহন শর্মা। কমিটিতে সদস্য হিসেবে এলেন মন্ত্রী গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, চন্দ্রিমা ভাট্টাচার্য ও অরুপ বিশ্বাস। রাজ্যসভার সদস্য শান্তা ছেত্রীকেও পর্যদের সদস্য করা হয়েছে।
এদিন শিলিগুড়িতে চা উন্নয়ন পর্ষদে যান মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে ছিলেন মন্ত্রী অরুপ বিশবাস।




Body:মলয় ঘটক বলেন কেন্দ্র সরকার উত্তরবঙ্গের চা বাগান থেকে হাজার কোটি টাকার কর নিয়ে যাচ্ছে। কিন্তু বিনিময়ে এলাকার উন্নয়নে একটি টাকাও দিচ্ছে না। আসামের চা বাগানগুলি কেন্দ্রীয় সাহায্য পেলেও উত্তরবঙ্গের বাগানগুলি পায় না। আমরা টি বোর্ডের কাছে যাব। বোর্ডের তরফে আর্থিক প্যাকেজ দাবি করব।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.