ETV Bharat / state

Kangaroo Rescue : এবার শিলিগুড়িতেও উদ্ধার ক্যাঙ্গারু - kangaroo rescue in siliguri

এবার শিলিগুড়িতেও উদ্ধার হল ক্যাঙ্গারু (Kangaroo Rescue)। তার মধ্যে একটি মৃত। তদন্ত কমিটি গঠন করে কড়া পদক্ষেপের নির্দেশ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।

Kangaroo Rescue
শিলিগুড়িতে শুক্রবার মাঝরাতে এবং শনিবার সকালে দু‘টি ক্যাঙ্গারু উদ্ধার হয়
author img

By

Published : Apr 2, 2022, 12:40 PM IST

Updated : Apr 2, 2022, 1:03 PM IST

শিলিগুড়ি, 2 এপ্রিল : আলিপুরদুয়ার, জলপাইগুড়ির পর এবার শিলিগুড়িতে উদ্ধার হল ক্যাঙ্গারু(Kangaroo Rescue)। মোট তিনটি ক্যাঙ্গারু উদ্ধার হয় ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

জানা গিয়েছে, শুক্রবার মাঝরাতে এবং শনিবার সকালে দু‘টি ক্যাঙ্গারু উদ্ধার হয় ৷ যার মধ্যে একটি জীবিত ও একটি মৃত ৷ এছাড়াও শুক্রবার রাতে শিলিগুড়ি সংলগ্ন বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের অধীনে ডাবগ্রাম রেঞ্জের ফাড়াবাড়ি থেকে একটি ক্যাঙ্গারু উদ্ধার হয়। ওই তিনটি ক্যাঙ্গারুকে চিকিৎসার জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়। অন্যদিকে, এদিন সকালে মৃত ক্যাঙ্গারু উদ্ধার করে ফাড়াবাড়ির নেপালিবস্তির বাসিন্দা। তাঁরা মৃত ক্যাঙ্গারুটির দেহ দেখে খবর দেন বন দফতরকে। এরপর বন দফতরের আধিকারিকরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠায় ৷ কুকুরের হামলাতে মৃত্যু হয়েছে ওই ক্যাঙ্গারুটির বলে জানা গিয়েছে। ঘটনার পরে মুখ্য বনপালকে তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

এবার শিলিগুড়িতেও উদ্ধার ক্যাঙ্গারু

আরও পড়ুন : ফের ক্যাঙারু পাচারের চেষ্টা, উদ্ধার বনকর্মীদের তৎপরতায়

এই বিষয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "ক্যাঙ্গারুগুলিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ভিনরাজ্য থেকে এনে বাংলাদেশ, নেপাল বা ভুটানে পাচার করা হত। আমি বনপালকে কড়া তদন্তের নির্দেশ দিয়েছি । পাশাপাশি জীবিত ক্যাঙ্গারুগুলির চিকিৎসার জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়েছে। সেগুলি সুস্থ থাকলে দার্জিলিং চিড়িয়াখানা, বেঙ্গল সাফারি বা কলকাতার চিড়িয়াখানায় পাঠানো হবে।"

শিলিগুড়ি, 2 এপ্রিল : আলিপুরদুয়ার, জলপাইগুড়ির পর এবার শিলিগুড়িতে উদ্ধার হল ক্যাঙ্গারু(Kangaroo Rescue)। মোট তিনটি ক্যাঙ্গারু উদ্ধার হয় ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

জানা গিয়েছে, শুক্রবার মাঝরাতে এবং শনিবার সকালে দু‘টি ক্যাঙ্গারু উদ্ধার হয় ৷ যার মধ্যে একটি জীবিত ও একটি মৃত ৷ এছাড়াও শুক্রবার রাতে শিলিগুড়ি সংলগ্ন বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের অধীনে ডাবগ্রাম রেঞ্জের ফাড়াবাড়ি থেকে একটি ক্যাঙ্গারু উদ্ধার হয়। ওই তিনটি ক্যাঙ্গারুকে চিকিৎসার জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়। অন্যদিকে, এদিন সকালে মৃত ক্যাঙ্গারু উদ্ধার করে ফাড়াবাড়ির নেপালিবস্তির বাসিন্দা। তাঁরা মৃত ক্যাঙ্গারুটির দেহ দেখে খবর দেন বন দফতরকে। এরপর বন দফতরের আধিকারিকরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠায় ৷ কুকুরের হামলাতে মৃত্যু হয়েছে ওই ক্যাঙ্গারুটির বলে জানা গিয়েছে। ঘটনার পরে মুখ্য বনপালকে তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

এবার শিলিগুড়িতেও উদ্ধার ক্যাঙ্গারু

আরও পড়ুন : ফের ক্যাঙারু পাচারের চেষ্টা, উদ্ধার বনকর্মীদের তৎপরতায়

এই বিষয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "ক্যাঙ্গারুগুলিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ভিনরাজ্য থেকে এনে বাংলাদেশ, নেপাল বা ভুটানে পাচার করা হত। আমি বনপালকে কড়া তদন্তের নির্দেশ দিয়েছি । পাশাপাশি জীবিত ক্যাঙ্গারুগুলির চিকিৎসার জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়েছে। সেগুলি সুস্থ থাকলে দার্জিলিং চিড়িয়াখানা, বেঙ্গল সাফারি বা কলকাতার চিড়িয়াখানায় পাঠানো হবে।"

Last Updated : Apr 2, 2022, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.