ETV Bharat / state

মোদির সভায় আসছেন তো? আমন্ত্রণ জানিয়ে গেলেন কৈলাস

আগামীকাল নরেন্দ্র মোদির সভা শিলিগুড়িতে। তার আগে শিলিগুড়ির ব্যাস্ত বিধান মার্কেটে উপস্থিত হন কৈলাশ বিজয়বর্গীয়। এলাকার বাসিন্দা ও ব্যাবসায়ীদের মোদির সভাতে যেতে আমন্ত্রণ জানাতেই সেখানে যান  কৈলাশ বিজয়বর্গীয়।

author img

By

Published : Apr 2, 2019, 11:45 PM IST

শিলিগুড়ি, ২ এপ্রিল : আগামীকাল মোদির সভায় আপনি আসছেন তো? প্রশ্ন শুনে চমকে গিয়েছিলেন শিলিগুড়ি বিধান মার্কেটের একাধিক ব্যবসায়ী। সামনে দাঁড়িয়ে তখন মিটিমিটি হাসছেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। আগামীকাল নরেন্দ্র মোদির সভা শিলিগুড়িতে। তার আগে শিলিগুড়ির ব্যস্ত বিধান মার্কেটে উপস্থিত হন কৈলাস বিজয়বর্গীয়। এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মোদির সভায় যেতে আমন্ত্রণ জানাতেই সেখানে যান কৈলাস বিজয়বর্গীয়।

আমন্ত্রণ জানানোর মাঝেই ETV ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বলেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, "খুব ভালো সাড়া পাচ্ছি। আগামীকাল প্রচুর লোকসমাগম হতে চলেছে মোদির সভায়।"

ETV ভারতের প্রতিনিধীর সঙ্গে কথা বলেন কৈলাশ বিজয়বর্গীয়

তিনি আরও বলেন, "আসন্ন নির্বাচনে চমৎকার করবেন মোদি। মোদির প্রতি আকর্ষণের কারণে ভালো ফল হবে।"

আজ শিলিগুড়িতে এসে নরেন্দ্র মোদির সভাস্থল তদারকি করে সন্ধ্যায় কৈলাস পৌঁছে যান শিলিগুড়ি বিধান মার্কেটে। নিরাপত্তারক্ষীদের নিয়ে বিভিন্ন দোকানে ঢুকতে শুরু করেন তিনি। ক্রেতা এবং বিক্রেতাদের হাতে এগিয়ে দেন দলীয় প্রার্থীকে ভোটদানের আবেদন সম্বলিত লিফলেট।

পরে তিনি বলেন, "সকলকে আগামীকালের সভায় আমন্ত্রণ জানাতে এসেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে মোদিজিকে স্বাগত জানাবেন।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি। বলেন, "যারা বলছেন চৌকিদার চোর তারা আসলে মহাচোর।"

শিলিগুড়ি, ২ এপ্রিল : আগামীকাল মোদির সভায় আপনি আসছেন তো? প্রশ্ন শুনে চমকে গিয়েছিলেন শিলিগুড়ি বিধান মার্কেটের একাধিক ব্যবসায়ী। সামনে দাঁড়িয়ে তখন মিটিমিটি হাসছেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। আগামীকাল নরেন্দ্র মোদির সভা শিলিগুড়িতে। তার আগে শিলিগুড়ির ব্যস্ত বিধান মার্কেটে উপস্থিত হন কৈলাস বিজয়বর্গীয়। এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মোদির সভায় যেতে আমন্ত্রণ জানাতেই সেখানে যান কৈলাস বিজয়বর্গীয়।

আমন্ত্রণ জানানোর মাঝেই ETV ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বলেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, "খুব ভালো সাড়া পাচ্ছি। আগামীকাল প্রচুর লোকসমাগম হতে চলেছে মোদির সভায়।"

ETV ভারতের প্রতিনিধীর সঙ্গে কথা বলেন কৈলাশ বিজয়বর্গীয়

তিনি আরও বলেন, "আসন্ন নির্বাচনে চমৎকার করবেন মোদি। মোদির প্রতি আকর্ষণের কারণে ভালো ফল হবে।"

আজ শিলিগুড়িতে এসে নরেন্দ্র মোদির সভাস্থল তদারকি করে সন্ধ্যায় কৈলাস পৌঁছে যান শিলিগুড়ি বিধান মার্কেটে। নিরাপত্তারক্ষীদের নিয়ে বিভিন্ন দোকানে ঢুকতে শুরু করেন তিনি। ক্রেতা এবং বিক্রেতাদের হাতে এগিয়ে দেন দলীয় প্রার্থীকে ভোটদানের আবেদন সম্বলিত লিফলেট।

পরে তিনি বলেন, "সকলকে আগামীকালের সভায় আমন্ত্রণ জানাতে এসেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে মোদিজিকে স্বাগত জানাবেন।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি। বলেন, "যারা বলছেন চৌকিদার চোর তারা আসলে মহাচোর।"

Intro:আগামীকাল মোদীর সভা আপনি আসছেন তো? প্রশ্ন শুনে চমকে গিয়েছিলেন শিলিগুড়ি বিধান মার্কেট এর একাধিক ব্যবসায়ী। সামনে দাড়িয়ে তখন মিটিমিটি হাসছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয় বর্গী। আজ শিলিগুড়িতে এসে প্রধানমন্ত্রী সভাস্থল তদারকি করে সন্ধায় সন্ধায় তিনি পৌঁছে যান শিলিগুড়ি বিধান মার্কেট এ। নিরাপত্তারক্ষীদের নিয়ে বিভিন্ন দোকানে ঢুকতে শুরু করেন তিনি। ক্রেতা এবং বিক্রেতা দের হাতে এগিয়ে দেন দলীয় প্রার্থীর ভোট দানের আবেদন সম্বলিত লিফলেট। পরে তিনি বলেন সকলকে আগামী কালকের সভায় আমন্ত্রণ জানাতে এসেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে মোদীজি কে স্বাগত জানাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেও আক্রমণ করেন তিনি। বলেন যারা বলছেন চৌকিদার চোর তারা আসলে মহাচোর।


Body:।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.