ETV Bharat / state

পাহাড়ে পর্যটকদের প্রবেশে মানা, সিদ্ধান্তকে সমর্থন ব্যবসায়ীদের - পাহাড়ে পর্যটকদের প্রবেশে মানা, সিদ্ধান্তকে সমর্থন ব্য়বসায়ীদের

19 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত পাহাড়ে পর্যটকদের প্রবেশাধিকার নিষিদ্ধ ৷

hoteliers welcome tourist ban in darjeeling
পাহাড়ে পর্যটকদের প্রবেশে মানা
author img

By

Published : Mar 19, 2020, 4:43 AM IST

দার্জিলিং, 19 মার্চ: কোরোনা রুখতে শৈলশহর দার্জিলিং সহ GTA এলাকায় পর্যটকদের প্রবেশাধিকার নিষেধ ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন পাহাড়ের হোটেল ব্যবসায়ীরা ৷ এমনকী হোমস্টে সহ পর্যটন ব্যবসায়ীরাও এই সিদ্ধান্তের বিরুদ্ধে নন । আর্থিক ক্ষতির চেয়ে যেকোনও উপায়ে কোরোনা ভাইরাস প্রতিরোধই করাই এখন সবার লক্ষ্য ৷

বুধবার দার্জিলিঙে GTA-র আয়োজনে দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসন, পর্যটন ও পরিবহনের সঙ্গে যুক্ত স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক হয় ৷ 19 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত পাহাড়ে পর্যটকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে স্বাগত জানান সকলেই৷ তাঁদের কাছে আগে জীবন, পরে ব্যবসা । প্রাণ বাঁচলে অর্থ রোজগারের উপায় হবে । নিজে ও পরিজন, সমাজ বাঁচলে-সব বাঁচবে ।

বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো "নোভেল কোরোনা ভাইরাস"-এর সংক্রমণ রুখতে নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পর্যটন ও পরিবহনের সঙ্গে যুক্ত স্টেকহোল্ডাররা । সেই অনুযায়ী এখনও পাহাড়ে থাকা পর্যটকদের বুঝিয়ে এক-দু'দিনের মধ্যেই ফেরত পাঠানো হবে বলে জানানো হয় । আবার নতুন করে যাতে কোনও পর্যটক পাহাড়ে না আসে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় ৷ যেমন বুকিং না নেওয়া, বুকিং বাতিল সহ যাবতীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তাঁরা ।

দার্জিলিং, 19 মার্চ: কোরোনা রুখতে শৈলশহর দার্জিলিং সহ GTA এলাকায় পর্যটকদের প্রবেশাধিকার নিষেধ ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন পাহাড়ের হোটেল ব্যবসায়ীরা ৷ এমনকী হোমস্টে সহ পর্যটন ব্যবসায়ীরাও এই সিদ্ধান্তের বিরুদ্ধে নন । আর্থিক ক্ষতির চেয়ে যেকোনও উপায়ে কোরোনা ভাইরাস প্রতিরোধই করাই এখন সবার লক্ষ্য ৷

বুধবার দার্জিলিঙে GTA-র আয়োজনে দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসন, পর্যটন ও পরিবহনের সঙ্গে যুক্ত স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক হয় ৷ 19 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত পাহাড়ে পর্যটকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে স্বাগত জানান সকলেই৷ তাঁদের কাছে আগে জীবন, পরে ব্যবসা । প্রাণ বাঁচলে অর্থ রোজগারের উপায় হবে । নিজে ও পরিজন, সমাজ বাঁচলে-সব বাঁচবে ।

বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো "নোভেল কোরোনা ভাইরাস"-এর সংক্রমণ রুখতে নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পর্যটন ও পরিবহনের সঙ্গে যুক্ত স্টেকহোল্ডাররা । সেই অনুযায়ী এখনও পাহাড়ে থাকা পর্যটকদের বুঝিয়ে এক-দু'দিনের মধ্যেই ফেরত পাঠানো হবে বলে জানানো হয় । আবার নতুন করে যাতে কোনও পর্যটক পাহাড়ে না আসে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় ৷ যেমন বুকিং না নেওয়া, বুকিং বাতিল সহ যাবতীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তাঁরা ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.