ETV Bharat / state

ফ্ল্যাটে মধুচক্র, দম্পতিসহ গ্রেপ্তার 10 - Police

গোপন সূত্রে খবর পেয়ে ছদ্মবেশে হানা । মধুচক্রের হদিশ মিলল শিলিগুড়িতে । মধুচক্রের ওই আসর থেকে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 29, 2019, 3:33 AM IST

Updated : Jul 29, 2019, 4:54 AM IST

শিলিগুড়ি, 29 জুলাই : গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি । ফের মধুচক্রের হদিশ মিলল শিলিগুড়িতে । মধুচক্রের ওই আসর থেকে 10 জনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট । তাদের মধ্যে ছ'জন মহিলা ও চার জন ব্যক্তি । গতকাল তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে চক্রের মূল পান্ডা সাবিত্রী ঘোষ ও তার স্বামী সঞ্জয় ঘোষকে পাঁচদিনের পুলিশি হেপাজত ও বাকিদের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।

এর আগে বেশ কয়েকবার শিলিগুড়ির বিভিন্ন এলাকায় মধুচক্রের হদিশ পেয়েছে পুলিশ । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের বিভিন্ন জায়গায় মধুচক্রের আসর বসছে । পুলিশও একাধিকবার অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ।

শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এবারও পুলিশ তল্লাশি চালায় । ছদ্মবেশে শিলিগুড়ির হাকিমপাড়ার পেয়িংগেস্ট বোর্ড লাগানো একটি ফ্ল্যাটে হানা দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একটি টিম । চলে তল্লাশি । জানা যায়, পুলিশের চোখে ধুলো দিতে পেয়িংগেস্টের বোর্ড লাগিয়েছিল ফ্ল্যাটের মালিক ওই দম্পতি ।

দম্পতিসহ মোট 10 জনকে ওই ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের মধ্যে তিন জন ব্যক্তি বিহারের এবং চার মহিলা অন্য জেলার । ধৃতদের জেরা করে প্রাথমিকভাবে জানা গেছে, সাবিত্রী ঘোষ ও সঞ্জয় ঘোষ এক বছর ধরে ওই এলাকায় এই চক্র চালাচ্ছে । অন্যদিকে, তাদের ফ্ল্যাট থেকে মিলেছে একটি বাক্স । সেখান থেকে 60 হাজার টাকা পাওয়া গেছে । ওই বাক্সতে খদ্দেররা পয়সা দিত বলে জানা গেছে ।

শিলিগুড়ি, 29 জুলাই : গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি । ফের মধুচক্রের হদিশ মিলল শিলিগুড়িতে । মধুচক্রের ওই আসর থেকে 10 জনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট । তাদের মধ্যে ছ'জন মহিলা ও চার জন ব্যক্তি । গতকাল তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে চক্রের মূল পান্ডা সাবিত্রী ঘোষ ও তার স্বামী সঞ্জয় ঘোষকে পাঁচদিনের পুলিশি হেপাজত ও বাকিদের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।

এর আগে বেশ কয়েকবার শিলিগুড়ির বিভিন্ন এলাকায় মধুচক্রের হদিশ পেয়েছে পুলিশ । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের বিভিন্ন জায়গায় মধুচক্রের আসর বসছে । পুলিশও একাধিকবার অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ।

শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এবারও পুলিশ তল্লাশি চালায় । ছদ্মবেশে শিলিগুড়ির হাকিমপাড়ার পেয়িংগেস্ট বোর্ড লাগানো একটি ফ্ল্যাটে হানা দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একটি টিম । চলে তল্লাশি । জানা যায়, পুলিশের চোখে ধুলো দিতে পেয়িংগেস্টের বোর্ড লাগিয়েছিল ফ্ল্যাটের মালিক ওই দম্পতি ।

দম্পতিসহ মোট 10 জনকে ওই ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের মধ্যে তিন জন ব্যক্তি বিহারের এবং চার মহিলা অন্য জেলার । ধৃতদের জেরা করে প্রাথমিকভাবে জানা গেছে, সাবিত্রী ঘোষ ও সঞ্জয় ঘোষ এক বছর ধরে ওই এলাকায় এই চক্র চালাচ্ছে । অন্যদিকে, তাদের ফ্ল্যাট থেকে মিলেছে একটি বাক্স । সেখান থেকে 60 হাজার টাকা পাওয়া গেছে । ওই বাক্সতে খদ্দেররা পয়সা দিত বলে জানা গেছে ।

Intro:ছদ্মবেশে হানা দিয়ে মধুচক্রের পর্দা ফাঁস পুলিশের, মূলচক্রী স্বামী স্ত্রী সহ গ্রেপ্তার ১০!

শিলিগুড়ি, ২৮ জুলাইঃ মধুচক্র! শিলিগুড়ি শহরে অন্ত্যত কোন নতুন বিষয় নয়। আকছাড় শহরের অলিগলিতে মধুচক্রের আসর গজিয়ে উঠছে৷ সূত্র মারফৎ খবর পেতেই পুলিশও একাধিকবার অভিযান চালিয়ে একাধিক মধুচক্রের পর্দা ফাঁস করেছিল। যদিও মধুচক্রের আসরে কোন ভাটা পড়েনি। উলটে দিনকে দিন তা বেড়েই চলেছে। Body:

শনিবার রাতে এমনই এক মধুচক্রের আসরের হদিশ মিলতেই ছদ্মবেশে হানা দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের পুলিশ কর্তারা। অভিযান চালাতেই পুলিশ কর্তাদের চক্ষু চড়কগাছ। মধুচক্রের আসর থেকে মহিলা পুরুষ সহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে এক দম্পতি রয়েছে। তারা এই মধুচক্র আসরের মুল পান্ডা। পুলিশের চোখে ধূলো দিয়ে প্রায় একবছর যাবৎ নিজেদের বাড়িতেই এই আসর জমিয়ে তুলেছিলেন তারা।

ডিটেকটিভ ডিপার্টমেন্টের তরফে জানা গিয়েছে, গোপন সূত্র মারফৎ খবর আসে শিলিগুড়ির হাকিমপাড়ার একটি ফ্ল্যাটবাড়িতে মধুচক্রের আসর বসছে প্রায় নিয়ম করেই। খবর পেতেই ওই রাতেই অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় ৬ জন মহিলা ও ৪ জন পুরুষকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু হতেই পুলিশ জানতে পারে প্রায় একবছর ধরে এই মধুচক্রের আসর বসিয়ে আসছে ওই ফ্ল্যাটের মালিক সাবিত্রী ঘোষ এবং তার স্বামী সঞ্জয় ঘোষ। তাদেরও গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে দুই মহিলা শিলিগুড়ির বাসিন্দা এবং অপর চার মহিলা বাইরের জেলার অন্যদিকে,ধৃত পুরুষদের মধ্যে তিন জন বিহারের বাসিন্দা এবং অপর একজন শিলিগুড়ির বাসিন্দা। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ঘটনায় তদন্তের স্বার্থে চক্রের মূল পান্ডা সাবিত্রী ঘোষ ও তার স্বামী সঞ্জয় ঘোষকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। অন্যদিকে, বাকীদের জেল হেফাজতের নির্দেশ দেন।

Conclusion:ডিটেকটিভ ডিপার্টমেন্ট সূত্রর জানা গিয়েছে, পুলিশের চোখে ধূলো দিতেই ফ্ল্যাটের বাইরে পেয়িং গেস্টের বোর্ড লাগানো থাকত। এছাড়াও বাড়ির ভেতরে একটি ঘরে অদ্ভুদ এক বাক্স উদ্ধার করে পুলিশ। যে বাক্সে খদ্দেররা টাকা জমা দিত। সেই বাক্স বাজেয়াপ্ত করে ৬০ হাজারের বেশী টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।

Last Updated : Jul 29, 2019, 4:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.