দার্জিলিং, 4 মে : কে বলবে এটা রেড জ়োন ! লকডাউনের তৃতীয় দফার প্রথম দিনেই যানজট । রেড জ়োনে থাকা শৈলশহর দার্জিলিঙে সোমবার এমনই দৃশ্য । আট থেকে আশি বাদ নেই কেউ । ঘরের বাইরে সবাই ।
লকডাউনের আগে স্বাভাবিক দিনে ভিড়ে ঠাসা শৈলশহরের যা দৃশ্য দেখা যেত, আজ ফের সেই একই ছবি । লকডাউনের ফলে মাঝে কিছুদিন সেই দৃশ্য উধাও থাকলেও আজ ফের সামনে এসেছে সেই স্বাভাবিক দিনগুলির ছবি । আর এতেই প্রমাদ গুনছে বিভিন্ন মহল ।
![Darjeeling](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-darj-01-traffick-jam-7205425_04052020193842_0405f_1588601322_447.jpg)
দার্জিলিং জেলা প্রথমে অরেঞ্জ জ়োনে থাকলেও এমন ভিড় দেখা যায়নি লকডাউনে । রেড জ়োনের মধ্যে এমন দৃশ্যতে হতবাক বিভিন্ন মহল । কোরোনা সংক্রমণের ভয়কে হেলায় উড়িয়ে দিয়ে শিশু থেকে বয়স্ক, সকলেই রাস্তায় । এতেই উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য কর্তাদেরও । এদিকে রেড জ়োনে ভিড় বাড়লেও কার্যত নীরব ভূমিকায় দেখা গেছে পুলিশকে । একই ছবি কালিম্পং ও কার্সিয়াংয়েও।