শিলিগুড়ি , 27 জুলাই : সরকারি জমি দখল করে রাখার অভিযোগ । তাই কোরোনা পরিস্থিতির মাঝেই শিলিগুড়ি পৌরনিগমের তরফে বেআইনি নির্মাণ ভাঙতে অভিযান চালানো হয় । সোমবার শিলিগুড়িতে সেবক রোডে সরকারি জমি দখল করে থাকা প্রায় সাতটি দোকান ভেঙে দেওয়া হয় ।
কোরোনা পরিস্থিতির মাঝেই শিলিগুড়িতে জমি দখলে একদল লোক সক্রিয় বলে অভিযোগ তুলেছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । সরকারি জমি বেদখলের নানা অভিযোগ এসেছিল পৌরনিগমেও । তার জেরে সেবক রোডে রাস্তার ধারে কয়েকটি দোকানকে নোটিশ দেওয়া হয় । এরপরও তারা সরে না যাওয়ায় আজ সকাল 11 টা নাগাদ পৌরনিগমের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সহ অন্য কর্তারা এলাকায় যান । তবে পুলিশ না না আসায় অভিযানে কিছুটা দেরি হয় । এরপর ভক্তিনগর থানার আধিকারিকরা এলাকায় পৌঁছাতেই বুলডোজ়ার দিয়ে ভেঙে দেওয়া হয় সাতটি দোকান ।
এই ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায় । দখলদারেরা বাধা দিতে থাকে । পরে দখলদারদের সরিয়ে দেয় । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ পৌরনিগমের পূর্ত দপ্তরের নুরুল ইসলাম জানান , কিছু অভিযোগ এসেছিল । তা খতিয়ে দেখে দোকানগুলি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।