ETV Bharat / state

দুটি অভিযানে ধৃত 5 দুষ্কৃতী - নিউ জলপাইগুড়ি থানা

পুলিশের দুটি অভিযানে ধৃত পাঁচ দুষ্কৃতী৷ উদ্ধার নগদ, মাদক এবং ধারালো অস্ত্র৷ শিলিগুড়ি ও লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে৷

wb_slg_04_police_raid_7209673
ধৃত দুই অভিযুক্ত
author img

By

Published : Jan 30, 2021, 5:01 PM IST

শিলিগুড়ি, 30 জানুয়ারি : শিলিগুড়ি ও লাগোয়া এলাকায় দু’টি অভিযান চালিয়ে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ৷ উদ্ধার হল চার লাখ নগদ এবং প্রায় এক কেজি ব্রাউন সুগার। উদ্ধার হয়েছে ধারালো অস্ত্রও৷

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে একটি অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ৷ খাপড়াইল মোড় থেকে গ্রেপ্তার করে দু’জনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় নগদ চার লাখ টাকা এবং ৯৫০ গ্রাম ব্রাউন সুগার। খাপরাইল মোড়ে বাস থেকে নামতেই অভিযুক্তদের পকড়াও করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, ধৃতরা মালদা থেকে এই মাদক শিলিগুড়িতে বিক্রি করতে নিয়ে এসেছিল৷ অভিযুক্তদের মধ্য়ে ইসমাইল হক মালদারই কালিয়াচকের বাসিন্দা৷ তার সঙ্গী মহম্মদ কওসরের বাড়ি মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে৷ শনিবার শিলিগুড়ি আদালত দু’জনকেই সাত দিনের পুলিশ হেপাজতে পাঠায়৷

অন্যদিকে, নিউ জলপাইগুড়ি থানার পুলিশের অভিযানে গ্রেপ্তার হল আরও তিন দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি লাগোয়া শান্তিপাড়া ব্যারাক কলোনিতে অভিযান চালায় পুলিশ৷ অভিযোগ, বেশ কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশে সেখানে জড়ো হয়েছিল। বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে ধরে ফেলে পুলিশ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র।

আরও পড়ুন: মালদায় ফের উদ্ধার অস্ত্র, গ্রেপ্তার 2

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় দেশবন্ধুপাড়ার বাসিন্দা রূপ সরকার, ইস্টার্ন বাইপাসের বাসিন্দা চিরঞ্জিত মণ্ডল এবং কাশ্মীর কলোনির বাসিন্দা পাপ্পু বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তিপাড়ায় ডাকাতির পরিকল্পনা ছিল তাদের৷ ধৃতদের জোরা করে তাদের সঙ্গীদের খোঁজ করা হচ্ছে৷

শিলিগুড়ি, 30 জানুয়ারি : শিলিগুড়ি ও লাগোয়া এলাকায় দু’টি অভিযান চালিয়ে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ৷ উদ্ধার হল চার লাখ নগদ এবং প্রায় এক কেজি ব্রাউন সুগার। উদ্ধার হয়েছে ধারালো অস্ত্রও৷

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে একটি অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ৷ খাপড়াইল মোড় থেকে গ্রেপ্তার করে দু’জনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় নগদ চার লাখ টাকা এবং ৯৫০ গ্রাম ব্রাউন সুগার। খাপরাইল মোড়ে বাস থেকে নামতেই অভিযুক্তদের পকড়াও করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, ধৃতরা মালদা থেকে এই মাদক শিলিগুড়িতে বিক্রি করতে নিয়ে এসেছিল৷ অভিযুক্তদের মধ্য়ে ইসমাইল হক মালদারই কালিয়াচকের বাসিন্দা৷ তার সঙ্গী মহম্মদ কওসরের বাড়ি মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে৷ শনিবার শিলিগুড়ি আদালত দু’জনকেই সাত দিনের পুলিশ হেপাজতে পাঠায়৷

অন্যদিকে, নিউ জলপাইগুড়ি থানার পুলিশের অভিযানে গ্রেপ্তার হল আরও তিন দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি লাগোয়া শান্তিপাড়া ব্যারাক কলোনিতে অভিযান চালায় পুলিশ৷ অভিযোগ, বেশ কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশে সেখানে জড়ো হয়েছিল। বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে ধরে ফেলে পুলিশ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র।

আরও পড়ুন: মালদায় ফের উদ্ধার অস্ত্র, গ্রেপ্তার 2

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় দেশবন্ধুপাড়ার বাসিন্দা রূপ সরকার, ইস্টার্ন বাইপাসের বাসিন্দা চিরঞ্জিত মণ্ডল এবং কাশ্মীর কলোনির বাসিন্দা পাপ্পু বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তিপাড়ায় ডাকাতির পরিকল্পনা ছিল তাদের৷ ধৃতদের জোরা করে তাদের সঙ্গীদের খোঁজ করা হচ্ছে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.