ETV Bharat / state

আগুনে ভস্মীভূত দার্জিলিংয়ের চা বাগানের অফিস - police

গতকাল ভোররাতে সোনাদা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দার্জিলিংয়ের একটি পুরোনো চা বাগানের হেড অফিসে আগুন লাগে ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 7, 2019, 5:03 AM IST

দার্জিলিং, 7 জুলাই : পুড়ে ছাই হয়ে গেল দার্জিলিংয়ের একটি পুরোনো চা বাগানের হেড অফিস । সোনাদা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই চা বাগানে গতকাল ভোররাতে আগুন লাগে । কম্পিউটার থেকে শুরু করে অফিসের সমস্ত নথিপত্র পুড়ে গেছে । তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি ।

গতকাল ভোররাতে ওই অফিসে আগুন লাগে । সঙ্গে সঙ্গেই ঘটনাস্থানে পৌঁছায় স্থানীয়রা । প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয় । কিন্তু তাতে বিশেষ কোনও সুবিধা হয়নি । খবর দেওয়া হয় দমকলে । অভিযোগ, চা বাগানের ম্যনেজার দমকলে ফোন করার চেষ্টা করলেও ফোন লাগেনি । শেষমেশ প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থানে পৌঁছায় দমকল । কিন্তু ততক্ষণে ছাই হয়ে যায় অফিস ।

স্থানীয়দের তরফে জানা গেছে, সোনাদায় কোনও দমকল কেন্দ্র নেই । ফলে এলাকায় আগুন লাগলে কার্শিয়াং অথবা দার্জিলিং থেকে দমকল আসে । এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় । তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সোনাদায় দমকল কেন্দ্রের দাবি জানানো হয়েছে । কিন্তু তাতে কর্ণপাত করছে না কর্তৃপক্ষ । অন্যদিকে এই আগুন লাগার ঘটনায় মুখ খুলতে রাজি হয়নি সংশ্লিষ্ট চা বাগান কর্তৃপক্ষ ।

দার্জিলিং, 7 জুলাই : পুড়ে ছাই হয়ে গেল দার্জিলিংয়ের একটি পুরোনো চা বাগানের হেড অফিস । সোনাদা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই চা বাগানে গতকাল ভোররাতে আগুন লাগে । কম্পিউটার থেকে শুরু করে অফিসের সমস্ত নথিপত্র পুড়ে গেছে । তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি ।

গতকাল ভোররাতে ওই অফিসে আগুন লাগে । সঙ্গে সঙ্গেই ঘটনাস্থানে পৌঁছায় স্থানীয়রা । প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয় । কিন্তু তাতে বিশেষ কোনও সুবিধা হয়নি । খবর দেওয়া হয় দমকলে । অভিযোগ, চা বাগানের ম্যনেজার দমকলে ফোন করার চেষ্টা করলেও ফোন লাগেনি । শেষমেশ প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থানে পৌঁছায় দমকল । কিন্তু ততক্ষণে ছাই হয়ে যায় অফিস ।

স্থানীয়দের তরফে জানা গেছে, সোনাদায় কোনও দমকল কেন্দ্র নেই । ফলে এলাকায় আগুন লাগলে কার্শিয়াং অথবা দার্জিলিং থেকে দমকল আসে । এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় । তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সোনাদায় দমকল কেন্দ্রের দাবি জানানো হয়েছে । কিন্তু তাতে কর্ণপাত করছে না কর্তৃপক্ষ । অন্যদিকে এই আগুন লাগার ঘটনায় মুখ খুলতে রাজি হয়নি সংশ্লিষ্ট চা বাগান কর্তৃপক্ষ ।

Intro:হোস্টেলের বাথরুমেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর, কারণ নিয়ে ধোঁয়াশা!

শিলিগুড়ি, ৬ জুলাইঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুমেই এক ছাত্রী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর এমএসসি প্রথমবর্ষেরর ওই ছাত্রীর নাম লিপিকা রায়। আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বিশ্ববিদ্যালয়ের তরফে খবর দেওয়া হয়েছে পরিবারে। যদিও থানায় এখনও অবধি অভিযোগ দায়ের হয়নি বলেই খবর। এদিকে সামগ্রিক ঘটনায় আজ বিকেলে বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, কোচবিহার জেলার বক্সিরহাটের বাসিন্দা ওই ছাত্রী। তবে, পড়াশুনোর সুবাদে সে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলেই থাকত। এদিন হোস্টেলের বাথরুম থেকে আগুন ও কালো ধোঁয়া বেরতে দেখেন হোস্টেলের অন্যান্য ছাত্রীরা। তারাই প্রথমে হোস্টেল ওয়ার্ডেন ও সুপারকে খবর দেন। একইসঙ্গে দমকলে খবর দিলে মাটিগাড়া দমকল কেন্দ্র থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যদিও ততক্ষণে সিংহভাগ আগুনে ঝলসে যায় ওই ছাত্রী। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। তবে, কেন ওই ছাত্রী এভাবে গায়ে আগুন ধড়ালো তা এখনও ধোয়াশা পূর্ণ। প্রশ্ন উঠছে প্রেম ঘটিত কারণ নাকি পারিবারিক অশান্তি?

বিশ্ববিদ্যালয় হোস্টেল সুপার গীতা বিশ্বকর্মা বলেন, আগুন নজরে আসতেই দমকলে খবর দেওয়া হয়। দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারিরীক অবস্থা যথেষ্টই খারাপ বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। তবে সঠিক কি কারণে এমনটা করল ওই ছাত্রী তা জানা নেই। Body:.Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.