ETV Bharat / state

Fake Drugs: শিলিগুড়িকে করিডর করে উত্তর-পূর্ব ভারতে জাল ওষুধের রমরমা, উদ্বিগ্ন চিকিৎসকমহল - Fake drugs capturing North East India markets

শিলিগুড়িকে করিডর করে উত্তর-পূর্ব ভারতের বাজারগুলিতে ছেয়ে যাচ্ছে জাল ওষুধ ৷ এতে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ৷ জাল ওষুধের রমরমা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকমহল ৷

Fake Drugs
জাল ওষুধ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 4:25 PM IST

শিলিগুড়ি, 26 সেপ্টেম্বর: জাল ওষুধে ছেয়ে গিয়েছে বাজার । আর তাতেই উদ্বিগ্ন চিকিৎসকমহল । শুধু তাই নয়, শিলিগুড়িকে করিডর করে উত্তরবঙ্গ-সহ গোটা উত্তর-পূর্ব ভারতে ছড়িয়ে যাচ্ছে জাল ওষুধ । আর এর থেকে রেহাই পেতে এবং নিম্নমান বা জাল ওষুধের কারবার বন্ধ করতে অবিলম্বে শিলিগুড়িতে একটি গবেষণাগার তৈরির দাবি উঠেছে । এই দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিচ্ছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ।

সংগঠন সূত্রে খবর, প্রতিবছর 20 থেকে 30 কোটি টাকার জাল ওষুধ বাজারে ঢুকছে ৷ পাশাপাশি তা গোপনপথে পাচার করা হচ্ছে উত্তরবঙ্গ-সহ সিকিম, অসম ও অন্যান্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে । জানা গিয়েছে, এই জাল ওষুধগুলি এতোটাই নিঁখুতভাবে তৈরি করা হচ্ছে যে সহজে প্যাকেট দেখে চেনার উপায় নেই । সাধারণ মানুষ তো দূরে থাক ওষুধের দোকানের কর্মী বা ব্যবসায়ীরা পর্যন্ত ধর‍তে পারছেন না যে সেগুলি জাল ওষুধ । তবে এতে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ।

জাল ওষুধের নমুনা পরীক্ষার জন্য রাজ্যে একটি ল্যাবেরটরি রয়েছে কলকাতায় । ফলে গোটা রাজ্য থেকে নমুনা যাওয়ায় তার রিপোর্ট আসতে বছর ঘুরে যাচ্ছে । তবে সব ওষুধ জাল হচ্ছে না । প্রতিদিনকার ব্যবহারের ওষুধ জাল করা হচ্ছে । সেই জাল ওষুধ নামী সংস্থার মোরকে বাজারে ছাড়া হচ্ছে । অন্যদিকে, অনেক ওষুধের মান নিম্নমানের । খরচ কমাতে নিম্নমানের ওষুধ বানিয়ে বাজারে ছাড়া হচ্ছে । ফলে সেই ওষুধও ল্যাবে পরীক্ষা ছাড়া আটকানো অসম্ভব । অথচ এই কারবার বন্ধ না হলে মানুষের জীবনে আরও ঝুঁকির নেমে আসবে ।

বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় গুপ্ত বলেন, "এভাবে কারবার চলতে থাকলে একসময় জাল ওষুধের ভিড়ে আসল ওষুধই খুঁজে পাওয়া যাবে না । জেনেরিক ওষুধ জাল হচ্ছে না, হচ্ছে রেগুলার ইউসড মেডিসিন । নামী কোম্পানির ওষুধই জাল করে বাজারে ছাড়া হচ্ছে । এতে করে বিপুল লাভের সুযোগ রয়েছে ।" সংস্থার তরফে উত্তরবঙ্গের জেলায় জেলায় না হলেও অন্তত শিলিগুড়িতে আরেকটি ল্যাবরেটরি করার দাবি উঠেছে । যাতে উত্তরের জেলাগুলির ওষুধের নমুনা দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় ।

আরও পড়ুন: রাজ্যপালের বার্তার দিনই জাল ওষুধের সন্ধান জেলায়, হতবাক ব্যবসায়ীরা

বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, কেন্দ্রীয় সরকারকে ওষুধ কারখানাগুলি নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে । মূলত, ঝাড়খণ্ড, বিহার, দিল্লি থেকে ওইসব জাল ওষুধ শিলিগুড়িতে প্রবেশ করছে । আবার নেপাল সীমান্ত দিয়েও কিছু অংশ প্রবেশ করছে ভারতে । গত ছয় মাসে শিলিগুড়িতে ভক্তিনগর থানা, প্রধাননগর থানা, এনজেপি থানা ও এসটিএফ অভিযান চালিয়ে প্রায় 14 লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার করেছে । ঘটনায় গ্রেফতার হয়েছে ছ'জন ।

শিলিগুড়ি, 26 সেপ্টেম্বর: জাল ওষুধে ছেয়ে গিয়েছে বাজার । আর তাতেই উদ্বিগ্ন চিকিৎসকমহল । শুধু তাই নয়, শিলিগুড়িকে করিডর করে উত্তরবঙ্গ-সহ গোটা উত্তর-পূর্ব ভারতে ছড়িয়ে যাচ্ছে জাল ওষুধ । আর এর থেকে রেহাই পেতে এবং নিম্নমান বা জাল ওষুধের কারবার বন্ধ করতে অবিলম্বে শিলিগুড়িতে একটি গবেষণাগার তৈরির দাবি উঠেছে । এই দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিচ্ছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ।

সংগঠন সূত্রে খবর, প্রতিবছর 20 থেকে 30 কোটি টাকার জাল ওষুধ বাজারে ঢুকছে ৷ পাশাপাশি তা গোপনপথে পাচার করা হচ্ছে উত্তরবঙ্গ-সহ সিকিম, অসম ও অন্যান্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে । জানা গিয়েছে, এই জাল ওষুধগুলি এতোটাই নিঁখুতভাবে তৈরি করা হচ্ছে যে সহজে প্যাকেট দেখে চেনার উপায় নেই । সাধারণ মানুষ তো দূরে থাক ওষুধের দোকানের কর্মী বা ব্যবসায়ীরা পর্যন্ত ধর‍তে পারছেন না যে সেগুলি জাল ওষুধ । তবে এতে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ।

জাল ওষুধের নমুনা পরীক্ষার জন্য রাজ্যে একটি ল্যাবেরটরি রয়েছে কলকাতায় । ফলে গোটা রাজ্য থেকে নমুনা যাওয়ায় তার রিপোর্ট আসতে বছর ঘুরে যাচ্ছে । তবে সব ওষুধ জাল হচ্ছে না । প্রতিদিনকার ব্যবহারের ওষুধ জাল করা হচ্ছে । সেই জাল ওষুধ নামী সংস্থার মোরকে বাজারে ছাড়া হচ্ছে । অন্যদিকে, অনেক ওষুধের মান নিম্নমানের । খরচ কমাতে নিম্নমানের ওষুধ বানিয়ে বাজারে ছাড়া হচ্ছে । ফলে সেই ওষুধও ল্যাবে পরীক্ষা ছাড়া আটকানো অসম্ভব । অথচ এই কারবার বন্ধ না হলে মানুষের জীবনে আরও ঝুঁকির নেমে আসবে ।

বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় গুপ্ত বলেন, "এভাবে কারবার চলতে থাকলে একসময় জাল ওষুধের ভিড়ে আসল ওষুধই খুঁজে পাওয়া যাবে না । জেনেরিক ওষুধ জাল হচ্ছে না, হচ্ছে রেগুলার ইউসড মেডিসিন । নামী কোম্পানির ওষুধই জাল করে বাজারে ছাড়া হচ্ছে । এতে করে বিপুল লাভের সুযোগ রয়েছে ।" সংস্থার তরফে উত্তরবঙ্গের জেলায় জেলায় না হলেও অন্তত শিলিগুড়িতে আরেকটি ল্যাবরেটরি করার দাবি উঠেছে । যাতে উত্তরের জেলাগুলির ওষুধের নমুনা দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় ।

আরও পড়ুন: রাজ্যপালের বার্তার দিনই জাল ওষুধের সন্ধান জেলায়, হতবাক ব্যবসায়ীরা

বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, কেন্দ্রীয় সরকারকে ওষুধ কারখানাগুলি নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে । মূলত, ঝাড়খণ্ড, বিহার, দিল্লি থেকে ওইসব জাল ওষুধ শিলিগুড়িতে প্রবেশ করছে । আবার নেপাল সীমান্ত দিয়েও কিছু অংশ প্রবেশ করছে ভারতে । গত ছয় মাসে শিলিগুড়িতে ভক্তিনগর থানা, প্রধাননগর থানা, এনজেপি থানা ও এসটিএফ অভিযান চালিয়ে প্রায় 14 লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার করেছে । ঘটনায় গ্রেফতার হয়েছে ছ'জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.