ETV Bharat / state

Chinese Citizen Arrest: ইন্দো-নেপাল সীমান্তে ফের গ্রেফতার চিনা নাগরিক - ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার চিনা নাগরিক

ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার হল চিনা নাগরিক (Chinese Citizen Arrest)। তাঁর কাছ থেকে ভারত এবং চিনের টাকা এবং পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ ৷

Chinese Citizen Arrest
ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার চিনা নাগরিক
author img

By

Published : Dec 28, 2021, 12:49 PM IST

দার্জিলিং, 28 ডিসেম্বর: ফের ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার হল চিনা নাগরিক (Chinese Citizen Arrest)। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি শহরে। চলতি বছরে এই নিয়ে 6 জন চিনা নাগরিককে ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কি দিয়ে নেপাল থেকে ভারতে প্রবেশের সময় ওই ব্যক্তিকে এস‌এসবির 41নং ব‍্যাটেলিয়নের জওয়ানরা গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথায় অসঙ্গতি পায় পুলিশ। এরপরই ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের নাম শিরিং দর্জি (27)। ধৃতের কাছ থেকে জাল ভারতীয় আধার কার্ড, প‍্যান কার্ড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চিনের ভিসা, তিনটি ব‍্যাঙ্কের এটিএম কার্ড, মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। ধৃতের কাছে থেকে ভারতীয় 4 হাজার টাকা, নেপালের 340 টাকা এবং আরবের 500 টাকা উদ্ধার করা হয়েছে। ধৃত ব‍্যক্তির ভারতীয় আধার কার্ডে হিমাচলপ্রদেশের ঠিকানা থাকলেও, চিনের পার্সপোটে সিচুনের ঠিকানার উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: অস্তিত্ব বাঁচাতে শিলিগুড়িতে ফের একজোট বাম ও কংগ্রেস

ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। কীভাবে তিনি ভারতে এলেন তাও জানতে চাইছে পুলিশ ৷ তাঁর সঙ্গে আরও কেউ ভারতে এসেছে কিনা তা জানতে চেষ্টা করছে পুলিশ ৷

দার্জিলিং, 28 ডিসেম্বর: ফের ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার হল চিনা নাগরিক (Chinese Citizen Arrest)। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি শহরে। চলতি বছরে এই নিয়ে 6 জন চিনা নাগরিককে ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কি দিয়ে নেপাল থেকে ভারতে প্রবেশের সময় ওই ব্যক্তিকে এস‌এসবির 41নং ব‍্যাটেলিয়নের জওয়ানরা গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথায় অসঙ্গতি পায় পুলিশ। এরপরই ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের নাম শিরিং দর্জি (27)। ধৃতের কাছ থেকে জাল ভারতীয় আধার কার্ড, প‍্যান কার্ড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চিনের ভিসা, তিনটি ব‍্যাঙ্কের এটিএম কার্ড, মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। ধৃতের কাছে থেকে ভারতীয় 4 হাজার টাকা, নেপালের 340 টাকা এবং আরবের 500 টাকা উদ্ধার করা হয়েছে। ধৃত ব‍্যক্তির ভারতীয় আধার কার্ডে হিমাচলপ্রদেশের ঠিকানা থাকলেও, চিনের পার্সপোটে সিচুনের ঠিকানার উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: অস্তিত্ব বাঁচাতে শিলিগুড়িতে ফের একজোট বাম ও কংগ্রেস

ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। কীভাবে তিনি ভারতে এলেন তাও জানতে চাইছে পুলিশ ৷ তাঁর সঙ্গে আরও কেউ ভারতে এসেছে কিনা তা জানতে চেষ্টা করছে পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.