কলকাতা, 6 মে: জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে কান্দির জঙ্গলে জঙ্গি ও নিরাপত্তাবাহিনীদের মধ্যে গুলিযুদ্ধ চলে ৷ তাতে মৃত্যু হয়েছে 5 জন সেনা জওয়ানের ৷ তাঁদের মধ্যে এক জওয়ান রাজ্যের দার্জিলিংয়ের বাসিন্দা ৷ তিনি সিদ্ধান্ত ছেত্রী (25) ৷
এরপর শনিবার টুইট করে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী । শোকবার্তায় তিনি লেখেন, "সিদ্ধান্ত ছেত্রীর মৃত্যুর খবর পেয়ে আমি শোকাহত ৷ গতকাল জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গিদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযানে ভারতীয় সেনার 5 জওয়ান প্রাণ হারিয়েছেন ৷ এঁদের মধ্যে একজন সিদ্ধান্ত ছেত্রী ৷ 25 বছর বয়সি ওই তরুণ দার্জিলিংয়ের বিজনবাড়ির বাসিন্দা ৷ আমাদের দেশপ্রেমী জওয়ানরা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে তাঁদের জীবন বাজি রেখেছেন, তাঁদের এই মহান আত্মত্যাগ কোনও দিন ভোলা যাবে না ৷ সিদ্ধান্ত ছেত্রী ও অন্য নিহত দেশপ্রেমী জওয়ানদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি রইল ৷"
-
Deeply shocked to learn that our Siddhant Chetri, a 25 year young jawan from Bijanbari, Darjeeling, is among the five valiant soldiers of the Indian Army, who lost their lives during an encounter with the terrorists in a special operation at Rajouri in J&K yesterday. Our…
— Mamata Banerjee (@MamataOfficial) May 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deeply shocked to learn that our Siddhant Chetri, a 25 year young jawan from Bijanbari, Darjeeling, is among the five valiant soldiers of the Indian Army, who lost their lives during an encounter with the terrorists in a special operation at Rajouri in J&K yesterday. Our…
— Mamata Banerjee (@MamataOfficial) May 6, 2023Deeply shocked to learn that our Siddhant Chetri, a 25 year young jawan from Bijanbari, Darjeeling, is among the five valiant soldiers of the Indian Army, who lost their lives during an encounter with the terrorists in a special operation at Rajouri in J&K yesterday. Our…
— Mamata Banerjee (@MamataOfficial) May 6, 2023
আরও পড়ুন: উপত্যকার রাজৌরি-বারামুলায় জোড়া এনকাউন্টার , নিকেশ লস্কর জঙ্গি
শুক্রবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে কান্দি এলাকার ঘন জঙ্গলে জঙ্গিদের সঙ্গে সেনা জওয়ানের এনকাউন্টার হয় ৷ সেনার অনুমান, এই জঙ্গিরাই পুঞ্চে 20 এপ্রিল সেনার ট্রাককে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে তাদের উপর হামলা চালিয়েছিল ৷ সেনা ও নিরাপত্তাবাহিনীর কাছে গোয়েন্দা সূত্রে খবর আসে, সেনা জওয়ানরা কান্দির ঘন জঙ্গলের মধ্যে রয়েছে ৷ যৌথ বাহিনীর শুক্রবার ওই এলাকাটি ঘিরে ফেলে ৷ শুরু হয় গুলির লড়াই ৷ পুলিশ ও নিরাপত্তাবাহিনী যৌথভাবে মোকাবিলা করে ৷ তবে গুলিযুদ্ধে প্রাণ হারিয়েছেন 5 জন সেনা জওয়ান ৷ একজন মেজর পদাধিকারী জখম হয়েছেন ৷
শনিবার সকালে নর্দার্ন আর্ম কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তাঁদের প্রতি শ্রদ্ধা জানান ৷ মৃত পাঁচ জওয়ানেরা- নীলম সিং, অরবিন্দ কুমার, আরএস রাওয়াত, প্রমোদ নেগি এবং সিদ্ধান্ত ছেত্রী ৷ রাজৌরিতে গতকাল গভীর রাত থেকে অন্য একটি এনকাউন্টার চলছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি উত্তর কাশ্মীরের বারামুলাতেও এনকাউন্টার শুরু হয়েছে ৷