ETV Bharat / state

ব্রাউন সুগার পাচার, শিলিগুড়িতে গ্রেপ্তার এক

SSB সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম স্বপনকুমার সরকার । বাগডোগরা থানা এলাকার ললিতনগরের বাসিন্দা সে । ধৃত সহ উদ্ধার হওয়া ব্রাউন সুগার ও বাইক ফাঁসিদেওয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

Brown Sugar smuggling
ব্রাউন সুগার পাচার
author img

By

Published : Jun 25, 2020, 5:58 AM IST

শিলিগুড়ি, 25 জুন : পুলিশের নজর এড়িয়ে বাইকে চেপেব্রাউন সুগার পাচার করতে গিয়ে SSB এর জালে ধরা পড়ল এক ব্যক্তি৷ উদ্ধার হয়েছে প্রায় ৫০০ গ্রামব্রাউন সুগার ।

SSB-41 নম্বরব্যাটেলিয়ান সূত্রে খবর, ঘোষপুকুরএলাকায় অভিযান চালানো হয় । অভিযান চলাকালে সূত্রের খবরের ভিত্তিতে এক বাইক আরোহীকেআটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় । জিজ্ঞাসাবাদে অসংগতি মিলতেই তল্লাশি চালানো হয় ৷উদ্ধার হয় প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার । মোট পাঁচটি প্যাকেটে সমান ভাগে ভাগ করেরাখা ছিল সেসব ।

SSB সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম স্বপনকুমার সরকার । বাগডোগরাথানা এলাকার ললিতনগরের বাসিন্দা সে । ধৃত সহ উদ্ধার হওয়া ব্রাউন সুগার ও বাইকফাঁসিদেওয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

ব্রাউন সুগার পাচার, শিলিগুড়িতে গ্রেপ্তার এক

শিলিগুড়ি, 25 জুন : পুলিশের নজর এড়িয়ে বাইকে চেপেব্রাউন সুগার পাচার করতে গিয়ে SSB এর জালে ধরা পড়ল এক ব্যক্তি৷ উদ্ধার হয়েছে প্রায় ৫০০ গ্রামব্রাউন সুগার ।

SSB-41 নম্বরব্যাটেলিয়ান সূত্রে খবর, ঘোষপুকুরএলাকায় অভিযান চালানো হয় । অভিযান চলাকালে সূত্রের খবরের ভিত্তিতে এক বাইক আরোহীকেআটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় । জিজ্ঞাসাবাদে অসংগতি মিলতেই তল্লাশি চালানো হয় ৷উদ্ধার হয় প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার । মোট পাঁচটি প্যাকেটে সমান ভাগে ভাগ করেরাখা ছিল সেসব ।

SSB সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম স্বপনকুমার সরকার । বাগডোগরাথানা এলাকার ললিতনগরের বাসিন্দা সে । ধৃত সহ উদ্ধার হওয়া ব্রাউন সুগার ও বাইকফাঁসিদেওয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.