ETV Bharat / state

Bimal Gurung returns to Darjeeling: 7 দিন সিকিমে চিকিৎসাধীন থাকার পর পাহাড়ে ফিরলেন গুরুং - বিমল গুরুং

সাতদিন সিকিমের হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর পাহাড়ে ফিরলেন বিমল গুরুং (Bimal Gurung returns to Darjeeling)। গতকাল একটি গুম্ফায় পুজো দিয়ে দার্জিলিঙে নিজের বাসভবনে ফেরেন তিনি (Bimal Gurung discharged from Sikkim hospital)৷

Bimal Gurung discharged from Sikkim hospital after seven days returns to Darjeeling
7 দিন সিকিমে চিকিৎসাধীন থাকার পর পাহাড়ে ফিরলেন গুরুং
author img

By

Published : Jun 7, 2022, 10:12 AM IST

দার্জিলিং, 7 জুন: সিকিম থেকে সুস্থ হয়ে দার্জিলিং ফিরলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং (Bimal Gurung returns to Darjeeling)। টানা সাতদিন সিকিমের এসটিএনএম হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার বিকেলে তিনি দার্জিলিংয়ের পাতলেবাসে নিজের বাসভবনে ফেরেন । সিকিম থেকে বেরিয়ে দেউরালির একটি গুম্ফায় পুজো দেন তিনি । সেখান থেকে সড়কপথে ফেরেন বাসভবনে (Bimal Gurung discharged from Sikkim hospital)।

রাস্তায় তাঁকে শুভেচ্ছা জানান দলীয় কর্মী সমর্থকরা । তাঁকে দেখেই মোর্চা কর্মী সমর্থকরা আবারও উজ্জীবিত হয়ে ওঠেন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমল গুরুং সিকিমের মুখ্যমন্ত্রী পিএস গোলে, প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং- সহ রাজ্য সরকার ও হাসপাতালের প্রত্যেক চিকিৎসক ও কর্মীদের ধন্যবাদ জানান (Bimal Gurung hunger strike)।

জিটিএ নির্বাচনের বিরোধিতা করে বিমল গুরুং আমরণ অনশন শুরু করেছিলেন । তাঁকে অনশন প্রত্যাহার করার জন্য হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড, রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক, কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা, রাজু বিস্তা-সহ বিজেপি বিধায়করা আবেদন করেছিলেন । কিন্তু পাঁচদিনের মাথায় গুরুং গুরুতর অসুস্থ হয়ে পড়েন । তখনই তাঁকে অনশন মঞ্চ থেকে প্রথমে সরাসরি দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে সিকিমের এসটিএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বিমল ।

আরও পড়ুন: Bimal Gurung in Sikkim Nursing Home : শারীরিক অবস্থার অবনতি, সিকিমের নার্সিংহোমে ভর্তি জেজিএম নেতা বিমল গুরুং

এ দিন দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিমল । তিনি বলেন, "সিকিমে যাঁরা আমায় চিকিৎসা করছিলেন সেই সব চিকিৎসককে ধন্যবাদ । পাশাপাশি নার্স-সহ আরও যাঁরা ছিলেন তাঁদেরও অসংখ্য ধন্যবাদ ৷ কারণ তাঁরা না থাকলে আমার সুস্থ হতে হয়ত আরও সময় লেগে যেত । এ ছাড়া অনশন মঞ্চে যাঁরা যাঁরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ । আবার আমি ফেরার পর আমাকে যে ভাবে সংবর্ধনা দেওয়া হল, তাতে আমি আপ্লুত । একটা কথা বলছি সকলকে, সিকিমের চিকিৎসা ব্যবস্থা দারুণ ৷ এখন থেকে পাহাড়বাসী সেখানে যেতেই পারেন চিকিৎসার জন্য ।"

এ দিকে, বিমল গুরুং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতেই তাঁর দলের কর্মীরা নির্দল হয়ে ভোটের ময়দানে নেমে পড়েন । হাসপাতালের বিছানা থেকেই তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানান তিনি । এরপর হাতেগোনা কয়েকজন মনোনয়ন প্রত্যাহার করলেও অধিকাংশই ভোটের ময়দানে থেকে গিয়েছেন । এখন বিমল ফিরে এসে তাঁদের সঙ্গে বৈঠক করেন কি না এখন সেদিকেই নজর সকলের । মঙ্গলবার এই নিয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকে বসবেন বিমল গুরুং ।

দার্জিলিং, 7 জুন: সিকিম থেকে সুস্থ হয়ে দার্জিলিং ফিরলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং (Bimal Gurung returns to Darjeeling)। টানা সাতদিন সিকিমের এসটিএনএম হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার বিকেলে তিনি দার্জিলিংয়ের পাতলেবাসে নিজের বাসভবনে ফেরেন । সিকিম থেকে বেরিয়ে দেউরালির একটি গুম্ফায় পুজো দেন তিনি । সেখান থেকে সড়কপথে ফেরেন বাসভবনে (Bimal Gurung discharged from Sikkim hospital)।

রাস্তায় তাঁকে শুভেচ্ছা জানান দলীয় কর্মী সমর্থকরা । তাঁকে দেখেই মোর্চা কর্মী সমর্থকরা আবারও উজ্জীবিত হয়ে ওঠেন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমল গুরুং সিকিমের মুখ্যমন্ত্রী পিএস গোলে, প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং- সহ রাজ্য সরকার ও হাসপাতালের প্রত্যেক চিকিৎসক ও কর্মীদের ধন্যবাদ জানান (Bimal Gurung hunger strike)।

জিটিএ নির্বাচনের বিরোধিতা করে বিমল গুরুং আমরণ অনশন শুরু করেছিলেন । তাঁকে অনশন প্রত্যাহার করার জন্য হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড, রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক, কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা, রাজু বিস্তা-সহ বিজেপি বিধায়করা আবেদন করেছিলেন । কিন্তু পাঁচদিনের মাথায় গুরুং গুরুতর অসুস্থ হয়ে পড়েন । তখনই তাঁকে অনশন মঞ্চ থেকে প্রথমে সরাসরি দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে সিকিমের এসটিএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বিমল ।

আরও পড়ুন: Bimal Gurung in Sikkim Nursing Home : শারীরিক অবস্থার অবনতি, সিকিমের নার্সিংহোমে ভর্তি জেজিএম নেতা বিমল গুরুং

এ দিন দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিমল । তিনি বলেন, "সিকিমে যাঁরা আমায় চিকিৎসা করছিলেন সেই সব চিকিৎসককে ধন্যবাদ । পাশাপাশি নার্স-সহ আরও যাঁরা ছিলেন তাঁদেরও অসংখ্য ধন্যবাদ ৷ কারণ তাঁরা না থাকলে আমার সুস্থ হতে হয়ত আরও সময় লেগে যেত । এ ছাড়া অনশন মঞ্চে যাঁরা যাঁরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ । আবার আমি ফেরার পর আমাকে যে ভাবে সংবর্ধনা দেওয়া হল, তাতে আমি আপ্লুত । একটা কথা বলছি সকলকে, সিকিমের চিকিৎসা ব্যবস্থা দারুণ ৷ এখন থেকে পাহাড়বাসী সেখানে যেতেই পারেন চিকিৎসার জন্য ।"

এ দিকে, বিমল গুরুং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতেই তাঁর দলের কর্মীরা নির্দল হয়ে ভোটের ময়দানে নেমে পড়েন । হাসপাতালের বিছানা থেকেই তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানান তিনি । এরপর হাতেগোনা কয়েকজন মনোনয়ন প্রত্যাহার করলেও অধিকাংশই ভোটের ময়দানে থেকে গিয়েছেন । এখন বিমল ফিরে এসে তাঁদের সঙ্গে বৈঠক করেন কি না এখন সেদিকেই নজর সকলের । মঙ্গলবার এই নিয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকে বসবেন বিমল গুরুং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.