ETV Bharat / state

মননোয়ন জমা দিলেন মাটিগাড়া-নকশালবাড়ির তৃণমূল প্রার্থী রাজেন সুনদাস

মঙ্গলবার সকালে শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক থেকে রাজেন সুনদাসের সমর্থনে মিছিল বের করে জেলা তৃণমূল কংগ্রেস এবং বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা । বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে শিলিগুড়ি মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন রাজেন সুনদাস ।

মননোয়ন জমা দিলেন মাটিগাড়া-নকশালবাড়ির তৃণমূল প্রার্থী রাজেন সুনদাস
মননোয়ন জমা দিলেন মাটিগাড়া-নকশালবাড়ির তৃণমূল প্রার্থী রাজেন সুনদাস
author img

By

Published : Mar 30, 2021, 4:30 PM IST

শিলিগুড়ি, ৩০ মার্চ : মনোনয়ন জমা দিলেন মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজেন সুনদাস । মঙ্গলবার সকালে শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক থেকে রাজেন সুনদাসের সমর্থনে মিছিল বের করে জেলা তৃণমূল কংগ্রেস এবং বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা । বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে শিলিগুড়ি মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন রাজেন সুনদাস ।

মননোয়ন জমা দিলেন মাটিগাড়া-নকশালবাড়ির তৃণমূল প্রার্থী রাজেন সুনদাস

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ দার্জিলিংয়ের শান্তা ছেত্রী, বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সহ সভাপতি বিশাল ছেত্রী, জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার, প্রাক্তন প্রার্থী নলিনীরঞ্জন রায়-সহ অন্যারা । তবে নির্বাচনের একেবারে মুখে প্রার্থী পরিবর্তন করায় অনেকটাই ব্যাকফুটে ঘাসফুল শিবির ।

আরও পড়ুন : "মেয়েদের উপর অত্যাচার চালাতে গুন্ডা আনছে বিজেপি", সোনাচূড়ায় তোপ মমতার

যদিও ওই আসনে অসুবিধা হবে না বলে জানিয়েছেন জেলা সভাপতি রঞ্জন সরকার । তিনি বলেন, "দলের কর্মী নেতৃত্বরা রাতদিন কাজ করছেন । ফলে অসুবিধা হবে না । আর নলিনীরঞ্জন রায় ওই বিধানসভা কেন্দ্রের নির্বাচনি কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করবেন ।"

শিলিগুড়ি, ৩০ মার্চ : মনোনয়ন জমা দিলেন মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজেন সুনদাস । মঙ্গলবার সকালে শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক থেকে রাজেন সুনদাসের সমর্থনে মিছিল বের করে জেলা তৃণমূল কংগ্রেস এবং বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা । বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে শিলিগুড়ি মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন রাজেন সুনদাস ।

মননোয়ন জমা দিলেন মাটিগাড়া-নকশালবাড়ির তৃণমূল প্রার্থী রাজেন সুনদাস

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ দার্জিলিংয়ের শান্তা ছেত্রী, বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সহ সভাপতি বিশাল ছেত্রী, জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার, প্রাক্তন প্রার্থী নলিনীরঞ্জন রায়-সহ অন্যারা । তবে নির্বাচনের একেবারে মুখে প্রার্থী পরিবর্তন করায় অনেকটাই ব্যাকফুটে ঘাসফুল শিবির ।

আরও পড়ুন : "মেয়েদের উপর অত্যাচার চালাতে গুন্ডা আনছে বিজেপি", সোনাচূড়ায় তোপ মমতার

যদিও ওই আসনে অসুবিধা হবে না বলে জানিয়েছেন জেলা সভাপতি রঞ্জন সরকার । তিনি বলেন, "দলের কর্মী নেতৃত্বরা রাতদিন কাজ করছেন । ফলে অসুবিধা হবে না । আর নলিনীরঞ্জন রায় ওই বিধানসভা কেন্দ্রের নির্বাচনি কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.