শিলিগুড়ি, 27 মার্চ : শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক ব্যক্তি । শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় ৷ তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে ৷
গতকাল মাঝরাতে খবর পেয়ে ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ । এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করা হয় । তার তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ । ধৃতের নাম মুস্তাক আলম । উত্তর দিনাজপুর জেলার নলবাড়ির বাসিন্দা । বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসমূলক কাজের উদ্দেশে ওই ব্যক্তি এসেছিল । এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে । তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । তাছাড়া, ঘটনার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।
আরও পড়ুন, ফুটবল ছুড়ে বিজেপিকে বোল্ড আউট করতে বললেন মমতা
ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন । ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ ।