ETV Bharat / state

Bangladeshi Tourist Death: লাচুংয়ের হোটেলে বাংলাদেশি পর্যটকের মৃত্যু, কারণ অজ্ঞাত - লাচুংয়ে মৃত্যু বাংলাদেশি পর্যটকের

উত্তর সিকিমের লাচুংয়ে ঘুরতে গিয়ে মৃত্যু বাংলাদেশি পর্যটকের (Bangladeshi Tourist Death) ৷ অতিরিক্ত উচ্চতায় শ্বাসকষ্টের জেরে মৃত্যু হয়েছে বলে আশংকা করা হচ্ছে ৷

Bangladeshi Tourist
বাংলাদেশি পর্যটকের মৃত্যু
author img

By

Published : Feb 21, 2023, 3:04 PM IST

কালিম্পং, 21 ফেব্রুয়ারি: সিকিমে ঘুরতে গিয়ে মৃত্যু হল এক বাংলাদেশি পর্যটকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিকিমে। পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে পর্যটনমহলে। পুলিশ ও সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর সিকিমের লাচুংয়ে ঘুরতে গিয়ে মৃত্যু হয়েছে ওই পর্যটকের। মৃত পর্যটকের নাম মহম্মদ রাশেদুর রহমান ৷ বয়স 19 বছর। তিনি বাংলাদেশের গাইবান্ধার বাসিন্দা ছিলেন।

বুধবার তিনি ইন্দো বাংলাদেশের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আসেন। বুধবারই শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে সিকিমের উদ্দেশ্যে রওনা দেন । তিনি এবং তাঁর আরও পাঁচজন বন্ধু মিলে সিকিমে ঘুর‍তে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। প্রথমে গ্যাংটক এবং বৃহস্পতিবার উত্তর সিকিমের লাচুংয়ে পৌঁছন তাঁরা । লাচুংয়ের একটি স্থানীয় হোটেলে উঠেছিলেন ওই পাঁচজন। আচমকা বুধবার মাঝরাতে হোটেল থেকে সিকিমের ইমার্জেন্সি নম্বরে খবর যায় যে একজন পর্যটকের তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন। সেইমতো সঙ্গে সঙ্গে মণিকুমার রসেইলি বিশেষ দল নিয়ে হোটেলে পৌঁছন। হোটেলে পৌঁছে তারা ঘরের মধ্যে পর্যটককে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখেন। তাঁকে তৎক্ষণাৎ নিকটবর্তী চুংথাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য সিকিমের গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে ওই যুবকের দেহে কোনওরকম আঘাত বা ক্ষতের চিহ্ন মেলেনি বলে সূত্রের খবর। তবে অতিরিক্ত উচ্চতায় শ্বাসকষ্টের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে । সিকিম প্রশাসনের তরফে দার্জিলিং জেলা প্রশাসন ও বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি খবর দেওয়ার চেষ্টা করা হয়েছে মৃতের পরিবারকেও। দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ও বাংলাদেশে পৌঁছনোর ব্যবস্থা করা হবে ভারত এবং সিকিম সরকারের তরফে ।

আরও পড়ুন: চলছে উদ্ধার কাজ, প্রায় সাড়ে 500 পর্যটককে নিরাপদ স্থানে ফেরাল সেনা ও সিকিম প্রশাসন

কালিম্পং, 21 ফেব্রুয়ারি: সিকিমে ঘুরতে গিয়ে মৃত্যু হল এক বাংলাদেশি পর্যটকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিকিমে। পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে পর্যটনমহলে। পুলিশ ও সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর সিকিমের লাচুংয়ে ঘুরতে গিয়ে মৃত্যু হয়েছে ওই পর্যটকের। মৃত পর্যটকের নাম মহম্মদ রাশেদুর রহমান ৷ বয়স 19 বছর। তিনি বাংলাদেশের গাইবান্ধার বাসিন্দা ছিলেন।

বুধবার তিনি ইন্দো বাংলাদেশের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আসেন। বুধবারই শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে সিকিমের উদ্দেশ্যে রওনা দেন । তিনি এবং তাঁর আরও পাঁচজন বন্ধু মিলে সিকিমে ঘুর‍তে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। প্রথমে গ্যাংটক এবং বৃহস্পতিবার উত্তর সিকিমের লাচুংয়ে পৌঁছন তাঁরা । লাচুংয়ের একটি স্থানীয় হোটেলে উঠেছিলেন ওই পাঁচজন। আচমকা বুধবার মাঝরাতে হোটেল থেকে সিকিমের ইমার্জেন্সি নম্বরে খবর যায় যে একজন পর্যটকের তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন। সেইমতো সঙ্গে সঙ্গে মণিকুমার রসেইলি বিশেষ দল নিয়ে হোটেলে পৌঁছন। হোটেলে পৌঁছে তারা ঘরের মধ্যে পর্যটককে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখেন। তাঁকে তৎক্ষণাৎ নিকটবর্তী চুংথাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য সিকিমের গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে ওই যুবকের দেহে কোনওরকম আঘাত বা ক্ষতের চিহ্ন মেলেনি বলে সূত্রের খবর। তবে অতিরিক্ত উচ্চতায় শ্বাসকষ্টের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে । সিকিম প্রশাসনের তরফে দার্জিলিং জেলা প্রশাসন ও বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি খবর দেওয়ার চেষ্টা করা হয়েছে মৃতের পরিবারকেও। দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ও বাংলাদেশে পৌঁছনোর ব্যবস্থা করা হবে ভারত এবং সিকিম সরকারের তরফে ।

আরও পড়ুন: চলছে উদ্ধার কাজ, প্রায় সাড়ে 500 পর্যটককে নিরাপদ স্থানে ফেরাল সেনা ও সিকিম প্রশাসন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.