ETV Bharat / state

Sikkim Landslide: চলছে উদ্ধার কাজ, প্রায় সাড়ে 500 পর্যটককে নিরাপদ স্থানে ফেরাল সেনা ও সিকিম প্রশাসন

ধসের কবলে পড়ে বিপর্যস্ত সিকিমের একাংশ (Sikkim Rain)৷ আটকে বহু পর্যটক ৷ বন্ধ হয়ে গিয়েছে রাস্তা ৷ এই পরিস্থিতিতে উদ্ধার কাজে নেমে এখনও পর্যন্ত প্রায় সাড়ে 500 পর্যটককে নিরাপদে সরিয়েছে সিকিম প্রশাসন ও সেনা ৷

Etv Bharat
ধসের জেরে বিপর্যস্ত সিকিম
author img

By

Published : Oct 13, 2022, 8:43 PM IST

কালিম্পং, 13 অক্টোবর: ধসে আটকে থাকা সাড়ে পাঁচশো পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেল সেনা জওয়ানরা (Tourists Evacuated to Safe Place from Sikkim)। তবে এখনও আটকে রয়েছেন প্রায় শতাধিক পর্যটক । তাঁদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে সেনা । গত তিন-চারদিন টানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড় ও সিকিম (Landslide in Sikkim)।

বৃষ্টির জেরে সিকিমের একাধিক জায়গায় ধস নামে । বন্ধ হয়ে যায় সিকিম-বাংলা লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক । বুধবার সকাল সাতটা নাগাদ থেকে উত্তর সিকিমের পর্যটন কেন্দ্র লাচুংয়ে আটকে পড়ে বহু পর্যটক । লাচুং সংলগ্ন চুংথাং এলাকায় ধসের কারণে ওই এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল । পর্যটকদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খবর বেস ক্যাম্পে পৌঁছতেই ধস সরানোর কাজ শুরু করে ইন্দো-তিবেতিয়ান বর্ডার পুলিশ ও বর্ডার রোড অর্গানাইজেশন ।

sikkim landslide
ধসের জেরে বন্ধ রাস্তা, দাঁড়িয়ে বহু গাড়ি

আরও পড়ুন : বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়, পর্যটকদের জন্য বিশেষ বাস এনবিএসটিসির

কিন্তু বৃষ্টির কারণে ধস সরানোর কাজ সেভাবে করে ওঠা সম্ভব হচ্ছিল না । এদিকে রাস্তায় আটকে পড়া পর্যটকদেরও সমস্যা বাড়ছে দেখে তাঁদের খাদ্যসামগ্রী বিতরণ করা শুরু হয় । এভাবে কড়া ঠান্ডায় প্রায় আট ঘণ্টা পেরিয়ে যায় ৷ পর্যটক বোঝাই প্রায় 150টি গাড়ি সেনার সাহায্যে বিকল্প পথে ঘোরাতে সক্ষম হয় সিকিম পুলিশ(Tourists Rescue in Sikkim)। এরপর রাত নাগাদ লাচুং থেকে ওই পর্যটকদের উদ্ধার করে প্রথমে বেস ক্যাম্পে ও পরে উত্তর সিকিমের গুরুদ্বারা-সহ বিভিন্ন হোটেলে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো হয় । বর্তমানে ওই পর্যটকদের সবরকম সহযোগিতা করা হচ্ছে সিকিম প্রশাসনের তরফে । লাচুংয়ের রাস্তায় সাময়িকভাবে সমস্ত পর্যটক বোঝাই গাড়ি চলাচল বন্ধ রেখেছে সিকিম পুলিশ ও প্রশাসন ।

sikkim landslide
সিকিমে এখনও চলছে ধস সরানোর কাজ

এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "সেনা ও সিকিম পুলিশ পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরাতে পারার জন্য ধন্যবাদ । না-হলে পর্যটকদের বড়সড় বিপদে পরতে হত ।"

আরও পড়ুন : পাহাড়ে ভারী বৃষ্টিতে ফুঁসছে একাধিক নদী, সতর্কবার্তা প্রশাসনের

কালিম্পং, 13 অক্টোবর: ধসে আটকে থাকা সাড়ে পাঁচশো পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেল সেনা জওয়ানরা (Tourists Evacuated to Safe Place from Sikkim)। তবে এখনও আটকে রয়েছেন প্রায় শতাধিক পর্যটক । তাঁদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে সেনা । গত তিন-চারদিন টানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড় ও সিকিম (Landslide in Sikkim)।

বৃষ্টির জেরে সিকিমের একাধিক জায়গায় ধস নামে । বন্ধ হয়ে যায় সিকিম-বাংলা লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক । বুধবার সকাল সাতটা নাগাদ থেকে উত্তর সিকিমের পর্যটন কেন্দ্র লাচুংয়ে আটকে পড়ে বহু পর্যটক । লাচুং সংলগ্ন চুংথাং এলাকায় ধসের কারণে ওই এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল । পর্যটকদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খবর বেস ক্যাম্পে পৌঁছতেই ধস সরানোর কাজ শুরু করে ইন্দো-তিবেতিয়ান বর্ডার পুলিশ ও বর্ডার রোড অর্গানাইজেশন ।

sikkim landslide
ধসের জেরে বন্ধ রাস্তা, দাঁড়িয়ে বহু গাড়ি

আরও পড়ুন : বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়, পর্যটকদের জন্য বিশেষ বাস এনবিএসটিসির

কিন্তু বৃষ্টির কারণে ধস সরানোর কাজ সেভাবে করে ওঠা সম্ভব হচ্ছিল না । এদিকে রাস্তায় আটকে পড়া পর্যটকদেরও সমস্যা বাড়ছে দেখে তাঁদের খাদ্যসামগ্রী বিতরণ করা শুরু হয় । এভাবে কড়া ঠান্ডায় প্রায় আট ঘণ্টা পেরিয়ে যায় ৷ পর্যটক বোঝাই প্রায় 150টি গাড়ি সেনার সাহায্যে বিকল্প পথে ঘোরাতে সক্ষম হয় সিকিম পুলিশ(Tourists Rescue in Sikkim)। এরপর রাত নাগাদ লাচুং থেকে ওই পর্যটকদের উদ্ধার করে প্রথমে বেস ক্যাম্পে ও পরে উত্তর সিকিমের গুরুদ্বারা-সহ বিভিন্ন হোটেলে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো হয় । বর্তমানে ওই পর্যটকদের সবরকম সহযোগিতা করা হচ্ছে সিকিম প্রশাসনের তরফে । লাচুংয়ের রাস্তায় সাময়িকভাবে সমস্ত পর্যটক বোঝাই গাড়ি চলাচল বন্ধ রেখেছে সিকিম পুলিশ ও প্রশাসন ।

sikkim landslide
সিকিমে এখনও চলছে ধস সরানোর কাজ

এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "সেনা ও সিকিম পুলিশ পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরাতে পারার জন্য ধন্যবাদ । না-হলে পর্যটকদের বড়সড় বিপদে পরতে হত ।"

আরও পড়ুন : পাহাড়ে ভারী বৃষ্টিতে ফুঁসছে একাধিক নদী, সতর্কবার্তা প্রশাসনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.