দার্জিলিং, 19 অগস্ট : দুয়ারে সরকারের ক্যাম্পে চলছিল টাকা নিয়ে ফর্ম ফিল আপের কাজ । ক্যামেরা দেখতেই সব ফেলে পালিয়ে গেল অভিযুক্তরা । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের চটহাট হাইস্কুলে ।
আজ সকালে চটহাট হাইস্কুলে চলছিল দুয়ারে সরকারের ক্যাম্প । অভিযোগ, সকাল থেকে টাকার বিনিময়ে ফর্ম ফিল আপের কাজ চলছিল ৷ এর আগেও জেলার বিভিন্ন ক্যাম্পে টাকা নিয়ে ফর্ম ফিল আপের অভিযোগ উঠেছে । এমনকী এক অভিযুক্তকে হাতেনাতে ধরেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব । তারপরও কমছে না অসাধু চক্রের বাড়বাড়ন্ত ।
আরও পড়ুন : Malda Tmc : নতুন শহর সভাপতি না-পসন্দ, পুরাতন মালদায় বিক্ষোভ তৃণমূল কর্মীদের
আজ সকালে চটহাট হাইস্কুলের ক্যাম্পে টাকা নিয়ে ফর্ম ফিল আপের সময় ক্যামেরায় ধরা পড়ে একই ছবি । আর ক্যামেরা দেখতেই চম্পট দেয় অভিযুক্তরা । খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে হানা দেয় । পুলিশ দেখে পালিয়ে যায় বাকিরাও । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছএ একাধিক দুয়ারে সরকারের ফর্ম সহ ব্যাঙ্কের নথিপত্র ।10 থেকে 30 টাকার বিনিময়ে ফর্ম ফিল আপের কাজ চলছিল ওই ক্যাম্পে বলে অভিযোগ । ঘটনার পর ক্যাম্পে মোতায়েন করা হয়েছে পুলিশ ।