দার্জিলিং, 8 সেপ্টেম্বর : যতদিন যাচ্ছে ততই জটিল হয়ে উঠছে পাহাড়ের রাজনীতি । আর তার সঙ্গে বাড়ছে বাকযুদ্ধও । দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা, যিনি কি না আবার জিএনএলএফ-এর 'সেকেন্ড ইন কমান্ড' ৷ এবার নীরজ জিম্বাকে উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং-উনের সঙ্গে তুলনা করলেন সদ্য জিএনএলএফ ছাড়া অজয় এডওয়ার্ড।
তবে অজয়ের কটাক্ষের পাল্টা দিতে ছাড়েননি নীরজ ৷ "দেশের জন্য, পাহাড়ের জন্য এবং দলের সম্মান বাঁচাতে যদি কিম জং উন হতে হয়, তবে তাই হব । মাদার টেরেজার মতো কথা বলব না ।" বলেন জিম্বা । বিধায়কের ওই মন্তব্যের পরই পাহাড়ের রাজনীতিতে তীব্র সমালোচনার ঝড় উঠেছে । সম্প্রতি জিএনএলএফ থেকে পদত্যাগ করেছেন তৎকালীন দার্জিলিং শাখার জিএনএলএফের সভাপতি অজয় এডওয়ার্ড । শুধু তাই নয়, দলের সুপ্রিমো মন ঘিসিংয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন তিনি ।
দল থেকে পদত্যাগের পাশাপাশি পাহাড়ে নতুন রাজনৈতিক দল তৈরির কথাও জানিয়েছেন তিনি । পদত্যাগের পর নিজের অনুগামী ও সমর্থকদের সঙ্গে কথা বলতে গিয়ে খোলা মঞ্চ থেকেই বিধায়ক নিরজ জিম্বার বিরুদ্ধে আক্রমণ শানান তিনি ৷ অজয় এডওয়ার্ড বলেন, "পাহাড়বাসীর জন্য কাজ করতে হবে । বিধায়ক কোন কাজ করেছেন এতদিন পর্যন্ত ? খালি কিম জং-উনের মতো কথা বলে চলেন । দেশের মানুষ খেতে পায় না-পেলেও ক্ষতি নেই, আমেরিকাকে শেষ করতে হবে, কিম জং-উনের ধারণাতেই বিশ্বাসী আমাদের বিধায়কও। পাহাড়ের সমস্যার পাশাপাশি পাহাড়বাসীর উন্নয়ন করা প্রয়োজন। "
আরও পড়ুন: দার্জিলিংয়ে নতুন দল তৈরি করতে চলেছেন অজয় এডওয়ার্ডস
অজয় এডওয়ার্ডের ওই বক্তব্যের পরই পাল্টা সরব হন নীরজ । তিনি বলেন, "দল বিরুদ্ধ কাজ করে দলকে কাঠগড়ায় তোলা ঠিক নয় । অজয় এডওয়ার্ডকে নতুন দল তৈরির জন্য শুভেচ্ছা জানাই । কিন্তু আমাকে পাহাড়বাসীর উন্নয়নের জন্য যদি এমন কোনও কথা বলতে হয়, তবে আমি নিশ্চই কিম জং-উনের মতোই কথা বলব । মাদার টেরেজার মত বলব না । পাহাড়, দেশ ও পাহাড়বাসীর জন্য প্রয়োজনে আমি কিম জং-উন হতেও প্রস্তুত ।"
আন্তর্জাতিক রাজনীতিতে উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং-উনকে নিয়ে সমালোচকের তালিকা যে দীর্ঘ, তা বলার অবকাশ রাখে না । কিন্তু সেই প্রসঙ্গে পাহাড়ের রাজনীতিতে কিম জং-উনের দেখানো পথ কোনও নেতা অনুসরণ করবে তা নিয়ে চিন্তিত রাজনৈতিকমহল ।