ETV Bharat / state

Siliguri Air Pollution : বাতাসে বিষ, গাড়ির ধোঁয়ায় দমবন্ধ ; সঙ্কটে শিলিগুড়ি - শিলিগুড়ির বায়ুদূষণ

গত পাঁচ বছরে শিলিগুড়ি শহরে গাছের সংখ্যা প্রায় আড়াই গুণ কমে গিয়েছে । পরিবেশবিদরা বলছেন, শহরের প্রাণ ফেরাতে ফের নতুন করে গাছ লাগানো ছাড়া আর কোনও বিকল্প নেই ৷

siliguri
siliguri
author img

By

Published : Jun 19, 2021, 8:00 PM IST

Updated : Jun 19, 2021, 8:54 PM IST

শিলিগুড়ি, 17 জুন : শহরের কোলাহল আর কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে ওঠা কলকাতাবাসী সুযোগ পেলেই ছোটে উত্তরের পানে ৷ একটু খোলা হাওয়ায় প্রাণভরে শ্বাস নিতে ৷ কিন্তু সেখানেও বাদ সেধেছে বায়ুদূষণ ৷ গত পাঁচবছরে শিলিগুড়ি শহরটাকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে বায়ুদূষণ ৷ বাতাসে মিশেছে বিষ ৷ বড় কলকারখানা না থাকলেও শুধুমাত্র গাড়ির ধোঁয়ায় কার্যত দমবন্ধ হয়ে আসছে শহরবাসীর ৷

উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শহর শিলিগুড়ি । উন্নয়নের দিক দিয়ে দেশের বেশ কিছু শহরকে পিছনে ফেলে দিয়েছে শিলিগুড়ি ৷ উন্নয়নের গতি একদিকে যেমন বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণের মাত্রাও । সবথেকে বেশি দূষিত হয়েছে শিলিগুড়ির আকাশ বাতাস ৷ গত পাঁচ বছরে বায়ু দূষণের মাত্রা পায় শহরে সাত গুণ বেড়ে গিয়েছে । শিলিগুড়ির মতো একটি মহকুমা শহরের এভাবে বায়ু দূষণের মাত্রা বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা ।

2019 সালের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী দেশের বায়ু দূষিত শহরের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল শিলিগুড়ি । 2021 সালে দেশের প্রথম দশটি বায়ুদূষিত শহরের তালিকায় রয়েছে শিলিগুড়ি । কিন্তু মহানন্দা অভয়ারণ্য এবং বৈকন্ঠপুর ফরেস্টের মতো ঘন জঙ্গলে ঘেরা এই শহরের বায়ুদূষণের মাত্রা কীভাবে বৃদ্ধি পেল তা নিয়ে চিন্তিত প্রশাসন ৷ আশঙ্কায় পরিবেশবিদরা । শহরে বড় কোনও কলকারখানা না থাকলেও শুধুমাত্র যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় শহরের বায়ুদূষণ বাড়ছে বলে মনে করছেন পরিবেশবিদরা ।

শিলিগুড়ির বায়ুদূষণের পরিস্থিতি
শিলিগুড়ির বায়ুদূষণের পরিস্থিতি

হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সম্পাদক অনিমেষ বসু বলেন, "বড় কোনও কলকারখানা না থাকলেও শুধুমাত্র যানবাহনের থেকে যে পরিমাণ বায়ুদূষণ হচ্ছে তা দিল্লির মতো শহরকে টেক্কা দিচ্ছে । যা সত্যিই উদ্বেগজনক । সেজন্য শহরজুড়ে গাছ লাগানো খুবই প্রয়োজন । জিরাফের শহরে কংক্রিটের জঙ্গল বাড়ছে ৷ তাতে কতটা বন, জঙ্গল রক্ষা করা যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে ।"

আরও পড়ুন : দ্বিতীয় ঢেউয়ে মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প, ২০ লক্ষ মানুষ আতান্তরে

গত পাঁচ বছরে শিলিগুড়ি শহরে গাছের সংখ্যা প্রায় আড়াই গুণ কমে গিয়েছে । পরিবেশবিদরা বলছেন, শহরের প্রাণ ফেরাতে ফের নতুন করে গাছ লাগানো ছাড়া আর কোনও বিকল্প নেই ৷ প্রশাসন এবং পরিবেশপ্রেমী সংস্থার সদস্যরা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে । শিলিগুড়ি পৌরনিগম প্রশাসন এবং বন দফতরের তরফে শহরজুড়ে প্রায় দশ হাজার চারাগাছ রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে । ফাঁকা পড়ে থাকা বিভিন্ন সরকারি জমি, স্কুল, পার্ক এবং খেলার মাঠের চারপাশে চারা গাছ লাগানো হবে ৷ এবং সেই চারাগাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে বন দফতরের উদ্যান-কানন বিভাগ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার হাতে ।

পাঁচবছরে শিলিগুড়িতে সাতগুণ বেড়েছে বায়ুদূষণ
পাঁচবছরে শিলিগুড়িতে সাতগুণ বেড়েছে বায়ুদূষণ

দূষণ কমাতে গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে শিলিগুড়ি পৌরনিগম ৷ মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, "যেভাবে শহরে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এর সমস্যার সমাধানে গাছ ছাড়া কোনও বিকল্প নেই । সেজন্য শহরের মধ্যে যেখানেই ফাঁকা জায়গা থাকবে সেখানেই গাছ লাগানো হবে । ইতিমধ্যে প্রায় দশ হাজার চারাগাছ বন দফতর থেকে চাওয়া হয়েছে ।"

বাতাসে বিষ, গাড়ির ধোঁয়ায় দমবন্ধ ; সঙ্কটে শিলিগুড়ি

বন দফতরের উদ্যান ও কানন বিভাগের উত্তরবঙ্গের ডিভিশনাল ফরেস্ট অফিসার অঞ্জন গুহ বলেন, "পরিবেশ দূষণ রোধে শহরজুড়ে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে । সেই মতো দশ হাজার চারা গাছ বন দফতরকে প্রস্তুত করতে বলা হয়েছে । সেইমতো আমরা কাজ শুরু করেছি ৷ খুব দ্রুত চারাগাছ শহরজুড়ে রোপণ করা হবে ।"

শিলিগুড়ি, 17 জুন : শহরের কোলাহল আর কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে ওঠা কলকাতাবাসী সুযোগ পেলেই ছোটে উত্তরের পানে ৷ একটু খোলা হাওয়ায় প্রাণভরে শ্বাস নিতে ৷ কিন্তু সেখানেও বাদ সেধেছে বায়ুদূষণ ৷ গত পাঁচবছরে শিলিগুড়ি শহরটাকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে বায়ুদূষণ ৷ বাতাসে মিশেছে বিষ ৷ বড় কলকারখানা না থাকলেও শুধুমাত্র গাড়ির ধোঁয়ায় কার্যত দমবন্ধ হয়ে আসছে শহরবাসীর ৷

উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শহর শিলিগুড়ি । উন্নয়নের দিক দিয়ে দেশের বেশ কিছু শহরকে পিছনে ফেলে দিয়েছে শিলিগুড়ি ৷ উন্নয়নের গতি একদিকে যেমন বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণের মাত্রাও । সবথেকে বেশি দূষিত হয়েছে শিলিগুড়ির আকাশ বাতাস ৷ গত পাঁচ বছরে বায়ু দূষণের মাত্রা পায় শহরে সাত গুণ বেড়ে গিয়েছে । শিলিগুড়ির মতো একটি মহকুমা শহরের এভাবে বায়ু দূষণের মাত্রা বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা ।

2019 সালের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী দেশের বায়ু দূষিত শহরের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল শিলিগুড়ি । 2021 সালে দেশের প্রথম দশটি বায়ুদূষিত শহরের তালিকায় রয়েছে শিলিগুড়ি । কিন্তু মহানন্দা অভয়ারণ্য এবং বৈকন্ঠপুর ফরেস্টের মতো ঘন জঙ্গলে ঘেরা এই শহরের বায়ুদূষণের মাত্রা কীভাবে বৃদ্ধি পেল তা নিয়ে চিন্তিত প্রশাসন ৷ আশঙ্কায় পরিবেশবিদরা । শহরে বড় কোনও কলকারখানা না থাকলেও শুধুমাত্র যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় শহরের বায়ুদূষণ বাড়ছে বলে মনে করছেন পরিবেশবিদরা ।

শিলিগুড়ির বায়ুদূষণের পরিস্থিতি
শিলিগুড়ির বায়ুদূষণের পরিস্থিতি

হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সম্পাদক অনিমেষ বসু বলেন, "বড় কোনও কলকারখানা না থাকলেও শুধুমাত্র যানবাহনের থেকে যে পরিমাণ বায়ুদূষণ হচ্ছে তা দিল্লির মতো শহরকে টেক্কা দিচ্ছে । যা সত্যিই উদ্বেগজনক । সেজন্য শহরজুড়ে গাছ লাগানো খুবই প্রয়োজন । জিরাফের শহরে কংক্রিটের জঙ্গল বাড়ছে ৷ তাতে কতটা বন, জঙ্গল রক্ষা করা যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে ।"

আরও পড়ুন : দ্বিতীয় ঢেউয়ে মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প, ২০ লক্ষ মানুষ আতান্তরে

গত পাঁচ বছরে শিলিগুড়ি শহরে গাছের সংখ্যা প্রায় আড়াই গুণ কমে গিয়েছে । পরিবেশবিদরা বলছেন, শহরের প্রাণ ফেরাতে ফের নতুন করে গাছ লাগানো ছাড়া আর কোনও বিকল্প নেই ৷ প্রশাসন এবং পরিবেশপ্রেমী সংস্থার সদস্যরা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে । শিলিগুড়ি পৌরনিগম প্রশাসন এবং বন দফতরের তরফে শহরজুড়ে প্রায় দশ হাজার চারাগাছ রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে । ফাঁকা পড়ে থাকা বিভিন্ন সরকারি জমি, স্কুল, পার্ক এবং খেলার মাঠের চারপাশে চারা গাছ লাগানো হবে ৷ এবং সেই চারাগাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে বন দফতরের উদ্যান-কানন বিভাগ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার হাতে ।

পাঁচবছরে শিলিগুড়িতে সাতগুণ বেড়েছে বায়ুদূষণ
পাঁচবছরে শিলিগুড়িতে সাতগুণ বেড়েছে বায়ুদূষণ

দূষণ কমাতে গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে শিলিগুড়ি পৌরনিগম ৷ মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, "যেভাবে শহরে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এর সমস্যার সমাধানে গাছ ছাড়া কোনও বিকল্প নেই । সেজন্য শহরের মধ্যে যেখানেই ফাঁকা জায়গা থাকবে সেখানেই গাছ লাগানো হবে । ইতিমধ্যে প্রায় দশ হাজার চারাগাছ বন দফতর থেকে চাওয়া হয়েছে ।"

বাতাসে বিষ, গাড়ির ধোঁয়ায় দমবন্ধ ; সঙ্কটে শিলিগুড়ি

বন দফতরের উদ্যান ও কানন বিভাগের উত্তরবঙ্গের ডিভিশনাল ফরেস্ট অফিসার অঞ্জন গুহ বলেন, "পরিবেশ দূষণ রোধে শহরজুড়ে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে । সেই মতো দশ হাজার চারা গাছ বন দফতরকে প্রস্তুত করতে বলা হয়েছে । সেইমতো আমরা কাজ শুরু করেছি ৷ খুব দ্রুত চারাগাছ শহরজুড়ে রোপণ করা হবে ।"

Last Updated : Jun 19, 2021, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.