ETV Bharat / state

Panchayat Elections 2023: নিবার্চনের দিন পাহড়ে ভারী বৃষ্টি, ধসের আশঙ্কা; ভোট করানো নিয়ে চিন্তায় প্রশাসন - Heavy rain forecast in hills Areas on election day

ভোটের দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত! ধসপ্রবণ পাহাড়ে নির্বিঘ্নে ভোট করানোই ঘুম কেড়েছে প্রশাসন ও কমিশনের ৷

Panchayat Elections 2023
নিবার্চনের দিন পাহড়ে ভারী বৃষ্টি
author img

By

Published : Jul 6, 2023, 7:53 PM IST

দার্জিলিং ও কালিম্পং, 6 জুলাই: ভোটের দিন উত্তরবঙ্গজুড়ে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আর ধসপ্রবণ পাহাড়ে নির্বিঘ্নে ভোট করানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের। কোনওভাবেই যাতে ভোটপর্ব বিঘ্নিত না-হয় সেজন্য ভোটের দু'দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার থেকেই ময়দানে থাকবেন প্রশাসন আধিকারিকরা। ইতিমধ্যে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। প্রত্যেক ব্লকে গঠন করা হয়েছে বিশেষ দল। ধসের জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রায় 40টি আর্থ মুভার। এছাড়াও শ্যাডো জোনের কথা মাথায় রেখে স্যাটেলাইট ফোন, পুলিশের আরটি সেট প্রস্তুত রাখতে বলা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ভোটের আগের দিন অর্থাৎ শুক্র ও শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মালদা-সহ দুই দিনাজপুরে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাহাড়ের দার্জিলিংয়ের অধীন 12 থেকে 28 জুন পর্যন্ত কার্শিয়াং, মিরিক, পুলবাজার, বিজনবাড়ি-সহ একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে। কালিম্পংয়ের আট মাইল, দশ মাইল, তিস্তা বাজার, গরুবাথান ব্লকের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে। যে কারণে নির্বাচনের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করছে ওই দুই জেলা প্রশাসন।

Panchayat Elections 2023
বৃষ্টিতে ভোট করানো নিয়ে চিন্তিত প্রশাসন

এছাড়াও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাকেও সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ পাহাড়ে বৃষ্টি হলে নদীগুলোর জলস্তর ভয়াবহভাবে বৃদ্ধি হয়। যে কারণে হড়পা বানের আশঙ্কা থাকে। সেজন্য ওই দুই জেলাকেও বিশেষ সতর্ক রাখা হয়েছে। কালিম্পং ও দার্জিলিং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে পূর্ত দফতর, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, বর্ডার রোড অর্গানাইজেশন, বিদ্যুৎ বিভাগ, সিভিল ডিফেন্সের সঙ্গে বৈঠক সেরেছেন দুই জেলার আধিকারিকরা। রাস্তার ধারের সমস্ত ঝুঁকিপ্রবণ গাছ ছেটে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

এছাড়াও প্রত্যেক নিকাশি-নালা পরিষ্কার রাখতে বলা হয়েছে। ধসপ্রবণ জায়গা ও 10 নম্বর জাতীয় সড়ক, মূল সড়ক ও গ্রামীণ এলাকায় আর্থমুভার প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রত্যেক ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে বিডিওদের। ভোটগ্রহণ কেন্দ্রে যাতায়াতের সমস্ত রাস্তা পরীক্ষা করতে বলা হয়েছে। চিহ্নিত করতে বলা হয়েছে বিকল্প রাস্তার। ভোটের আগের দিন প্রত্যেক কেন্দ্রের সেক্টর অফিসার ও বিডিওদের এমারজেন্সি লাইট, বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা খতিয়ে দেখে প্রস্তুত রাখতে বলা হয়েছে। বিলি করা হয়েছে তারপোলিন।

Panchayat Elections 2023
ভারী বৃষ্টিতে ধসের আশঙ্কা

প্রত্যেক ব্লকের জন্য ভোটকর্মীদের নিয়ে তৈরি করা হয়েছে হোয়াটস অ্যাপ গ্রুপ। তৈরি রাখা হয়েছে সার্চ টিম। দার্জিলিং জেলায় রয়েছে 514টি বুথ, তারজন্য 450টি স্কুল তৈরি রাখা হয়েছে। কালিম্পং জেলায় রয়েছে 356টি বুথ। তার জন্য 297টি স্কুল তৈরি রাখা হয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম বলেন, "আবহাওয়ার কথা মাথায় রেখে ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রত্যেক দফতরের সঙ্গে বৈঠক সারা হয়েছে। জেলার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা রাস্তায় থাকবে।" কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা বলেন, "প্রত্যেক ব্লকে রেসকিউ টিম, সার্চ টিম, পুলিশের আরটি সেট প্রস্তুত রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখা হবে।"

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে আবহাওয়া কেমন থাকবে ? পূর্বাভাস দেবে হাওয়া অফিস

দার্জিলিং ও কালিম্পং, 6 জুলাই: ভোটের দিন উত্তরবঙ্গজুড়ে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আর ধসপ্রবণ পাহাড়ে নির্বিঘ্নে ভোট করানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের। কোনওভাবেই যাতে ভোটপর্ব বিঘ্নিত না-হয় সেজন্য ভোটের দু'দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার থেকেই ময়দানে থাকবেন প্রশাসন আধিকারিকরা। ইতিমধ্যে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। প্রত্যেক ব্লকে গঠন করা হয়েছে বিশেষ দল। ধসের জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রায় 40টি আর্থ মুভার। এছাড়াও শ্যাডো জোনের কথা মাথায় রেখে স্যাটেলাইট ফোন, পুলিশের আরটি সেট প্রস্তুত রাখতে বলা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ভোটের আগের দিন অর্থাৎ শুক্র ও শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মালদা-সহ দুই দিনাজপুরে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাহাড়ের দার্জিলিংয়ের অধীন 12 থেকে 28 জুন পর্যন্ত কার্শিয়াং, মিরিক, পুলবাজার, বিজনবাড়ি-সহ একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে। কালিম্পংয়ের আট মাইল, দশ মাইল, তিস্তা বাজার, গরুবাথান ব্লকের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে। যে কারণে নির্বাচনের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করছে ওই দুই জেলা প্রশাসন।

Panchayat Elections 2023
বৃষ্টিতে ভোট করানো নিয়ে চিন্তিত প্রশাসন

এছাড়াও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাকেও সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ পাহাড়ে বৃষ্টি হলে নদীগুলোর জলস্তর ভয়াবহভাবে বৃদ্ধি হয়। যে কারণে হড়পা বানের আশঙ্কা থাকে। সেজন্য ওই দুই জেলাকেও বিশেষ সতর্ক রাখা হয়েছে। কালিম্পং ও দার্জিলিং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে পূর্ত দফতর, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, বর্ডার রোড অর্গানাইজেশন, বিদ্যুৎ বিভাগ, সিভিল ডিফেন্সের সঙ্গে বৈঠক সেরেছেন দুই জেলার আধিকারিকরা। রাস্তার ধারের সমস্ত ঝুঁকিপ্রবণ গাছ ছেটে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

এছাড়াও প্রত্যেক নিকাশি-নালা পরিষ্কার রাখতে বলা হয়েছে। ধসপ্রবণ জায়গা ও 10 নম্বর জাতীয় সড়ক, মূল সড়ক ও গ্রামীণ এলাকায় আর্থমুভার প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রত্যেক ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে বিডিওদের। ভোটগ্রহণ কেন্দ্রে যাতায়াতের সমস্ত রাস্তা পরীক্ষা করতে বলা হয়েছে। চিহ্নিত করতে বলা হয়েছে বিকল্প রাস্তার। ভোটের আগের দিন প্রত্যেক কেন্দ্রের সেক্টর অফিসার ও বিডিওদের এমারজেন্সি লাইট, বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা খতিয়ে দেখে প্রস্তুত রাখতে বলা হয়েছে। বিলি করা হয়েছে তারপোলিন।

Panchayat Elections 2023
ভারী বৃষ্টিতে ধসের আশঙ্কা

প্রত্যেক ব্লকের জন্য ভোটকর্মীদের নিয়ে তৈরি করা হয়েছে হোয়াটস অ্যাপ গ্রুপ। তৈরি রাখা হয়েছে সার্চ টিম। দার্জিলিং জেলায় রয়েছে 514টি বুথ, তারজন্য 450টি স্কুল তৈরি রাখা হয়েছে। কালিম্পং জেলায় রয়েছে 356টি বুথ। তার জন্য 297টি স্কুল তৈরি রাখা হয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম বলেন, "আবহাওয়ার কথা মাথায় রেখে ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রত্যেক দফতরের সঙ্গে বৈঠক সারা হয়েছে। জেলার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা রাস্তায় থাকবে।" কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা বলেন, "প্রত্যেক ব্লকে রেসকিউ টিম, সার্চ টিম, পুলিশের আরটি সেট প্রস্তুত রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখা হবে।"

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে আবহাওয়া কেমন থাকবে ? পূর্বাভাস দেবে হাওয়া অফিস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.