ETV Bharat / state

Adhir Chowdhury: রাজ্যে তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় থাকবে, রাহুল-অভিষেক বৈঠক প্রসঙ্গে মন্তব্য অধীরের

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী জোট গঠনে তৃণমূল ও কংগ্রেস উদ্যোগী হলেও এরাজ্যে দুই দলের মধ্যে দূরত্ব বজায় থাকবে ৷ শনিবার এই কথাই জানালেন অধীর চৌধুরী ৷

ETV Bharat
অধীর চৌধুরী
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 4:01 PM IST

অধীর চৌধুরীর বক্তব্য

দার্জিলিং, 2 সেপ্টেম্বর: "মুম্বই থেকে বাংলার দূরত্ব রয়েছে । রাজ্যের কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সেই দূরত্ব থাকবে ।" মুম্বইতে ইন্ডিয়া জোটের বৈঠক এবং দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধির মধ্যে বৈঠক হলেও এরাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব প্রসঙ্গে শনিবার এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । শনিবার মাটিগাড়ায় স্কুল ইউনিফর্মে খুন হওয়া নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি । সেখান থেকে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচারে যান তিনি । তার আগে মাটিগাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কয়েকটি রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অধীর ৷

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের মঞ্চ 'ইন্ডিয়া' জোটে যে 28টি দল সামিল হয়েছে তার অন্যতম দুই প্রধান শরিক কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ৷ শুক্রবার মুম্বইয়ে এই জোটের বৈঠকে স্থির হয়েছে আগামী লোকসভা নির্বাচনে দেশে যত বেশি সংখ্যক আসনে সম্ভব জোট বেধে লড়বে এই দলগুলি ৷ সেক্ষেত্রে জোটের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে একজন প্রার্থীকে দাঁড় করানোর বিষয়ে আলোচনা চলছে ৷ তবে সেই উদ্যোগ এরাজ্যে কতটা সফল হবে সেই বিষয়ে প্রশ্ন রয়েছে ৷ কারণ কংগ্রেস ও সিপিএম জানিয়ে দিয়েছে জাতীয় ক্ষেত্রে ফর্মুলা যাই হোক এরাজ্যে তারা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একইভাবে বিরোধিতা চালিয়ে যাবে ৷

সেই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি দিল্লিতে রাহুল গান্ধির বৈঠক রাজ্য রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে ৷ যার প্রেক্ষিতে অধীর চৌধুরীর এদিনের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর 'রাজবংশী-মতুয়া' মন্তব্যে বিতর্ক! ধূপগুড়ি উপনির্বাচনে হাতিয়ার বিরোধীদের

পাশাপাশি এদিন আদানি ইস্যুতেও কংগ্রেসের প্রতিবাদের কথা মনে করান অধীর ৷ বলেন, "আদানি ইস্যুতে রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেস অনেক আগে থেকে লড়াই করছে । এখন সারা বিশ্ব সেটাকে স্বীকৃতি দিয়েছে ।" অন্যদিকে, এদিন রাজ্যের আইন-শৃঙ্খলা প্রসঙ্গে অধীর চৌধুরী জানান, নারী নির্যাতন, খুন, অপরাধে পশ্চিমবঙ্গ প্রথম সারিতে চলে এসেছে । রাজ্যে আইন-শৃঙ্খলা নেই । মাটিগাড়ায় নাবালিকা খুনের প্রসঙ্গে তিনি বলেন, "দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই । নাবালিকার পরিবারকে সবরকম সাহায্য করা হবে ।"

অধীর চৌধুরীর বক্তব্য

দার্জিলিং, 2 সেপ্টেম্বর: "মুম্বই থেকে বাংলার দূরত্ব রয়েছে । রাজ্যের কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সেই দূরত্ব থাকবে ।" মুম্বইতে ইন্ডিয়া জোটের বৈঠক এবং দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধির মধ্যে বৈঠক হলেও এরাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব প্রসঙ্গে শনিবার এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । শনিবার মাটিগাড়ায় স্কুল ইউনিফর্মে খুন হওয়া নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি । সেখান থেকে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচারে যান তিনি । তার আগে মাটিগাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কয়েকটি রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অধীর ৷

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের মঞ্চ 'ইন্ডিয়া' জোটে যে 28টি দল সামিল হয়েছে তার অন্যতম দুই প্রধান শরিক কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ৷ শুক্রবার মুম্বইয়ে এই জোটের বৈঠকে স্থির হয়েছে আগামী লোকসভা নির্বাচনে দেশে যত বেশি সংখ্যক আসনে সম্ভব জোট বেধে লড়বে এই দলগুলি ৷ সেক্ষেত্রে জোটের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে একজন প্রার্থীকে দাঁড় করানোর বিষয়ে আলোচনা চলছে ৷ তবে সেই উদ্যোগ এরাজ্যে কতটা সফল হবে সেই বিষয়ে প্রশ্ন রয়েছে ৷ কারণ কংগ্রেস ও সিপিএম জানিয়ে দিয়েছে জাতীয় ক্ষেত্রে ফর্মুলা যাই হোক এরাজ্যে তারা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একইভাবে বিরোধিতা চালিয়ে যাবে ৷

সেই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি দিল্লিতে রাহুল গান্ধির বৈঠক রাজ্য রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে ৷ যার প্রেক্ষিতে অধীর চৌধুরীর এদিনের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর 'রাজবংশী-মতুয়া' মন্তব্যে বিতর্ক! ধূপগুড়ি উপনির্বাচনে হাতিয়ার বিরোধীদের

পাশাপাশি এদিন আদানি ইস্যুতেও কংগ্রেসের প্রতিবাদের কথা মনে করান অধীর ৷ বলেন, "আদানি ইস্যুতে রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেস অনেক আগে থেকে লড়াই করছে । এখন সারা বিশ্ব সেটাকে স্বীকৃতি দিয়েছে ।" অন্যদিকে, এদিন রাজ্যের আইন-শৃঙ্খলা প্রসঙ্গে অধীর চৌধুরী জানান, নারী নির্যাতন, খুন, অপরাধে পশ্চিমবঙ্গ প্রথম সারিতে চলে এসেছে । রাজ্যে আইন-শৃঙ্খলা নেই । মাটিগাড়ায় নাবালিকা খুনের প্রসঙ্গে তিনি বলেন, "দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই । নাবালিকার পরিবারকে সবরকম সাহায্য করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.