ETV Bharat / state

শিলিগুড়িতে বাজেয়াপ্ত 10 কোটি টাকার হেরোইন - Ashik Ali

কলকাতার দিকে যাওয়ার আগে শিলিগুড়ি ঘোষপুকুর এলাকায় গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 10 কোটি টাকার হেরোইন ।

5 kg heroin worth 10 crore seized in Siliguri
শিলিগুড়িতে বাজেয়াপ্ত দশ কোটি টাকার হেরোইন
author img

By

Published : Feb 8, 2020, 5:41 PM IST

শিলিগুড়ি, 8 ফেব্রুয়ারি : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ঘোষপুকুর এলাকায় পুলিশ আটক করে একটি গাড়ি ৷ উদ্ধার হয় প্রায় পাঁচ কিলো হেরোইন ৷ যার বাজারমূল্য ১০ কোটি টাকার উপরে ।


পুলিশ জানিয়েছে, গাড়িটি কলকাতার দিকে যাচ্ছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে আটকানো হয় ৷ গাড়ির পিছনের দরজার পাশে তল্লাশি করতেই বেরিয়ে আসে হেরোইন ভরতি দশটি পলিথিনের ব্যাগ ৷ সবমিলিয়ে ওজন 5 কিলো ৷

শিলিগুড়িতে বাজেয়াপ্ত দশ কোটি টাকার হেরোইন

একজনকে গ্রেপ্তার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ ৷ ধৃতের নাম আশিক আলি ৷ তার বাড়ি অসমে ৷ কলকাতায় হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷

ফাঁসিদেওয়ার BDO সঞ্জু গুহ মজুমদার বলেন, NDPS আইনে গাড়ির চালক আশিককে গ্রেপ্তার করা হয়েছে । আগামীকাল ধৃতকে আদালতে পাঠানো হবে ।

শিলিগুড়ি, 8 ফেব্রুয়ারি : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ঘোষপুকুর এলাকায় পুলিশ আটক করে একটি গাড়ি ৷ উদ্ধার হয় প্রায় পাঁচ কিলো হেরোইন ৷ যার বাজারমূল্য ১০ কোটি টাকার উপরে ।


পুলিশ জানিয়েছে, গাড়িটি কলকাতার দিকে যাচ্ছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে আটকানো হয় ৷ গাড়ির পিছনের দরজার পাশে তল্লাশি করতেই বেরিয়ে আসে হেরোইন ভরতি দশটি পলিথিনের ব্যাগ ৷ সবমিলিয়ে ওজন 5 কিলো ৷

শিলিগুড়িতে বাজেয়াপ্ত দশ কোটি টাকার হেরোইন

একজনকে গ্রেপ্তার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ ৷ ধৃতের নাম আশিক আলি ৷ তার বাড়ি অসমে ৷ কলকাতায় হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷

ফাঁসিদেওয়ার BDO সঞ্জু গুহ মজুমদার বলেন, NDPS আইনে গাড়ির চালক আশিককে গ্রেপ্তার করা হয়েছে । আগামীকাল ধৃতকে আদালতে পাঠানো হবে ।

Intro:শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার অন্তর্গত ঘোষপুকুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কিলো হেরোইন উদ্ধার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের বাজার দর ১০ কোটি টাকার উপরে। Body:স্থানীয় থানা সূত্রে জানা গিয়েছে কলকাতা থেকে অসম অভিমুখে যাচ্ছিল একটি গাড়ি। নির্দিষ্ট খবরের ভিত্তিতে সেই গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই প্যাকেটগুলি উদ্ধার হয়। দশটি প্যাকেটে হেরোইনগুলি রাখা ছিল। ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.