ETV Bharat / state

Women Killed in Elephant Attack: শিলিগুড়িতে বিনা অনুমতিতে কাঠ কুড়োতে গিয়ে হাতির হামলায় মৃত 2 মহিলা

শিলিগুড়িতে (Siliguri News) বিনা অনুমতিতে কাঠ কুড়োতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল 2 মহিলার (Women Killed in Elephant Attack)৷ আহত হয়েছেন আরও দুই জন ৷

2-women-killed-in-elephant-attack-in-siliguri
হাতি
author img

By

Published : Nov 16, 2022, 1:55 PM IST

শিলিগুড়ি, 16 নভেম্বর: বিনা অনুমতিতে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল দুই মহিলার (Women Killed in Elephant Attack)। পাশাপাশি ওই ঘটনায় জখম হয়েছেন দু জন । মঙ্গলবার মাঝরাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি (Siliguri News) সংলগ্ন ডাবগ্রাম 2 অঞ্চলের জলডুমুর এলাকায় ।

পুলিশ ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত দুই মহিলার নাম নমিতা রায় ও পুসানি রায় । তাঁরা ডাবগ্রাম 2 অঞ্চলেরই ছোট ফাপরির বাসিন্দা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বন বিভাগের বিনা অনুমতিতে আট থেকে দশজন মহিলা বৈকুন্ঠপুর জঙ্গলে কাঠ কুড়োতে যান । কাঠ কুড়োতে গিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়েন তাঁরা । তখনই আচমকা জলডুমুর এলাকায় হাতির মুখে পড়ে যায় ওই মহিলার দল। হাতির সামনে পড়ে যাওয়ায় প্রথমে নমিতা রায়কে পায়ে পিষে মারে হাতি । এই দেখে বাকিরা পালিয়ে যান । কিন্তু পুসানি রায় পালাতে পারেননি । তাঁকেও তাড়া করে ধরে ফেলে হাতিটি । বাকিরা পালিয়ে গ্রামে ফিরে খবর দেন । এরপর গ্রামবাসীরা খবর দেন বন বিভাগে ।

খবর পেয়ে বৈকুন্ঠপুর বন বিভাগের সারুগাড়া রেঞ্জ ও আমবারি বিট পুসানি রায়কে খুঁজতে বের হয় । হাতির পাল আশপাশে থাকায় সারা রাত পুসানিকে খুঁজতে ব্যর্থ হয় বন বিভাগ । ভোর নাগাদ ফের সকলে খুঁজতে বের হলে পুসানি রায়ের দেহ উদ্ধার হয় । দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । বাকি দুজন আহত শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ।

আরও পড়ুন: ঝাড়গ্রামে 13 দিনে হাতির হানায় মৃত 7

এলাকাবাসী জিতেন রায় বলেন, "জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল ওরা । সেই সময় হাতি আক্রমণ করে । বাকিরা পালাতে সক্ষম হলেও দুজন মারা যায় । আরও দুজন আহত হয়েছে ।" মৃতার স্বামী শরৎচন্দ্র রায় বলেন, "আমার স্ত্রী আগে জঙ্গলে যেত না । গত কয়েকদিন ধরে জ্বালানির কাঠের জন্য জঙ্গলে ঢুকে পড়েছিল । রাতে হাতি আক্রমণ করে । সারা রাত খোঁজার পর সকালে দেহ উদ্ধার হয় ।"

শিলিগুড়িতে বিনা অনুমতিতে কাঠ কুড়োতে গিয়ে হাতির আক্রমণে মৃত 2 মহিলা

বৈকুন্ঠপুর ডিভিশনের ডিএফও হরে কৃষ্ণা বলেন, "জঙ্গলে বিনা অনুমতিতে কাঠ কুড়োতে গিয়েছিলেন ওই মহিলারা । নিষেধাজ্ঞা অমান্য করেই তাঁরা ঢুকে পড়েন । ফলে কেউই ক্ষতিপূরণ পাবেন না । এইজন্য গ্রামবাসীদের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে ।"

শিলিগুড়ি, 16 নভেম্বর: বিনা অনুমতিতে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল দুই মহিলার (Women Killed in Elephant Attack)। পাশাপাশি ওই ঘটনায় জখম হয়েছেন দু জন । মঙ্গলবার মাঝরাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি (Siliguri News) সংলগ্ন ডাবগ্রাম 2 অঞ্চলের জলডুমুর এলাকায় ।

পুলিশ ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত দুই মহিলার নাম নমিতা রায় ও পুসানি রায় । তাঁরা ডাবগ্রাম 2 অঞ্চলেরই ছোট ফাপরির বাসিন্দা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বন বিভাগের বিনা অনুমতিতে আট থেকে দশজন মহিলা বৈকুন্ঠপুর জঙ্গলে কাঠ কুড়োতে যান । কাঠ কুড়োতে গিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়েন তাঁরা । তখনই আচমকা জলডুমুর এলাকায় হাতির মুখে পড়ে যায় ওই মহিলার দল। হাতির সামনে পড়ে যাওয়ায় প্রথমে নমিতা রায়কে পায়ে পিষে মারে হাতি । এই দেখে বাকিরা পালিয়ে যান । কিন্তু পুসানি রায় পালাতে পারেননি । তাঁকেও তাড়া করে ধরে ফেলে হাতিটি । বাকিরা পালিয়ে গ্রামে ফিরে খবর দেন । এরপর গ্রামবাসীরা খবর দেন বন বিভাগে ।

খবর পেয়ে বৈকুন্ঠপুর বন বিভাগের সারুগাড়া রেঞ্জ ও আমবারি বিট পুসানি রায়কে খুঁজতে বের হয় । হাতির পাল আশপাশে থাকায় সারা রাত পুসানিকে খুঁজতে ব্যর্থ হয় বন বিভাগ । ভোর নাগাদ ফের সকলে খুঁজতে বের হলে পুসানি রায়ের দেহ উদ্ধার হয় । দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । বাকি দুজন আহত শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ।

আরও পড়ুন: ঝাড়গ্রামে 13 দিনে হাতির হানায় মৃত 7

এলাকাবাসী জিতেন রায় বলেন, "জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল ওরা । সেই সময় হাতি আক্রমণ করে । বাকিরা পালাতে সক্ষম হলেও দুজন মারা যায় । আরও দুজন আহত হয়েছে ।" মৃতার স্বামী শরৎচন্দ্র রায় বলেন, "আমার স্ত্রী আগে জঙ্গলে যেত না । গত কয়েকদিন ধরে জ্বালানির কাঠের জন্য জঙ্গলে ঢুকে পড়েছিল । রাতে হাতি আক্রমণ করে । সারা রাত খোঁজার পর সকালে দেহ উদ্ধার হয় ।"

শিলিগুড়িতে বিনা অনুমতিতে কাঠ কুড়োতে গিয়ে হাতির আক্রমণে মৃত 2 মহিলা

বৈকুন্ঠপুর ডিভিশনের ডিএফও হরে কৃষ্ণা বলেন, "জঙ্গলে বিনা অনুমতিতে কাঠ কুড়োতে গিয়েছিলেন ওই মহিলারা । নিষেধাজ্ঞা অমান্য করেই তাঁরা ঢুকে পড়েন । ফলে কেউই ক্ষতিপূরণ পাবেন না । এইজন্য গ্রামবাসীদের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.