কালিম্পং, 3 জুন : নতুন করে কোরোনা রোগীর হদিস মিলল কালিম্পয়ে। রম্ভি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আওতায় চিকিৎসারত দুজনের শরীরে কোরোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। এই দুজনের মধ্যে একজনের ট্রাভেল হিস্ট্রি থাকলেও অপরজনের নেই। মঙ্গলবার রাতেই ওই দুজনের কোরোনা পজ়িটিভের রিপোর্ট আসে বলে কালিম্পংয়ের জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।
উত্তরবঙ্গে প্রথম কোরোনা আক্রান্তের হদিস মেলে কালিম্পয়েই । তবে , কিছুটা স্বস্তি ছিল যখন জানা গিয়েছিল যে 2 এপ্রিলের পর গোটা মে মাসে ধরে একটিও কোরোনা পজ়িটিভের খোঁজ মেলেনি কালিম্পয়ে। দুমাস পর ফের নতুন আতঙ্ক ৷ কালিম্পংয়ের ব্লক-২ এ দুই কোরোনা সংক্রমণের খবরে মেলে। এই দুজনের সংস্পর্শে কারা এসেছেন তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর।
কালিম্পয়ের জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, "আক্রান্ত দুজনই বয়স্ক মহিলা। তাঁদের একজন দিল্লি থেকে মে মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ এসেছেন। তারপর তিনি নির্দেশিকা মতো হোম কোয়ারানটিনে ছিলেন। রির্পোট পজ়িটিভ আসার পরে আক্রান্ত দুজনের মধ্যে একজনকে রাতেই শিলিগুড়ি কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে । অপর জনকে স্থানান্তরিত করার কাজ চলছে । নয়া গাইডলাইন মেনেই আক্রান্তদের বাড়ি সংলগ্ন এলাকাগুলিকে ইতিমধ্যে কনটেইনমেন্ট জ়োন করা হয়েছে । " এর ফলে কালিম্পয়ে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 9 ।