ETV Bharat / state

মদ খেয়ে মাকে ধর্ষণ ! বালুরঘাটে গ্রেপ্তার যুবক - south dinajpur

মদ খেয়ে এসে মাকে ধর্ষণ করে যুবক । থানায় অভিযোগ দায়ের করার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ । গতকাল তাকে বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jun 19, 2019, 9:52 AM IST

বালুরঘাট, 19 জুন : মাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে । অভিযুক্ত বালুরঘাট শহরের বাসিন্দা । গতকাল তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় । বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন । ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ ।

ওই যুবক পেশায় টোটো চালক । বাড়িতে মা ও এক ভাই রয়েছে । অভিযোগ, গত রবিবার মদ খেয়ে এসে মাকে ধর্ষণ করে সে । সোমবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । নির্যাতিতা মহিলাকে শারীরিক পরীক্ষার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় । ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ।

DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র বলেন, "রবিবার রাতে ঘটনা ঘটলেও অভিযোগ দায়ের হয়েছে সোমবার । অভিযুক্তের জেল হেপাজত হয়েছে ।"

বালুরঘাট, 19 জুন : মাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে । অভিযুক্ত বালুরঘাট শহরের বাসিন্দা । গতকাল তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় । বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন । ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ ।

ওই যুবক পেশায় টোটো চালক । বাড়িতে মা ও এক ভাই রয়েছে । অভিযোগ, গত রবিবার মদ খেয়ে এসে মাকে ধর্ষণ করে সে । সোমবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । নির্যাতিতা মহিলাকে শারীরিক পরীক্ষার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় । ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ।

DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র বলেন, "রবিবার রাতে ঘটনা ঘটলেও অভিযোগ দায়ের হয়েছে সোমবার । অভিযুক্তের জেল হেপাজত হয়েছে ।"

Intro:বালুরঘাটে মাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত ছেলে।।

বালুরঘাট, ১৮ জুন: মা কে ধর্ষণ। গ্রেফতার ছেলে। অভিযুক্তের নাম রাহুল রায়(২০)। বাড়ি বালুরঘাট শহরের বাধবঙ্গী এলাকায়। ধৃতকে মঙ্গলবার বালুরঘাট জেলা আদাতল তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

জানা গেছে, ধৃত যুবক পেশায় টোটো চালক। বাড়িতে মা ও এক ভাই রয়েছে। অভিযোগ, গত রবিবার মদ্যপ অবস্থায় নিজের মা কে ধর্ষণ করে রাহুল। ঘটনায় সোমবার বালুরঘাট থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে বালুরঘাট জেলা আদালতে তোলে পুলিশ। পাশাপাশি বছর চল্লিশের নির্যাতিতা মহিলাকে শারিরীক পরীক্ষার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

এবিষয়ে ডিএসপি হেড কোয়ার্টার ধীমান মিত্র জানান, গত রবিবার রাতে ঘটনা ঘটলেও অভিযোগ দায়ের হয় গতকাল। অভিযোগ পেয়ে অভিযুক্তে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। অভিযুক্তের জেল হেফাজত হয়েছে।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.