ETV Bharat / state

সাতমাসেও প্রকাশিত হয়নি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফল

পরীক্ষার পর সাত মাস কেটে গেলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করতে পারেনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যলয়। রেজ়াল্ট না পাওয়ায় পরবর্তী সেশনে ভরতি হতে সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের।

Breaking News
author img

By

Published : Feb 14, 2019, 11:58 PM IST

বংশিহারি, ১৪ ফেব্রুয়ারি : অনিশ্চয়তায় ভুগছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কলেজের ছাত্রছাত্রী। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের কলেজগুলির পার্ট ওয়ান ও পার্ট টু-র ফলাফল ওয়েব সাইটে প্রকাশিত হয়। তবে অফলাইনে প্রকাশিত ফলের সঙ্গে অনলাইনে প্রকাশইত ফলের বিস্তর অসঙ্গতি রয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফল পুনর্বিবেচনার নির্দেশ দেয়। পরীক্ষার পর সাত মাস কেটে গেলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করতে পারেনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যলয়। রেজ়াল্ট না পাওয়ায় পরবর্তী সেশনে ভরতি হতে সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের।

তৃপ্তি বর্মণ নামে এক ছাত্রী বলে, "আমি পার্টওয়ান পরীক্ষা দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। এই জন্য আমরা খুবই সমস্যায় পড়ছি। কারণ আমরা জানতেই পারছি না যে আমরা পাশ করেছি, না ফেল করেছি, আদৌ আমাদের ফলাফল শেষ পর্যন্ত বের হবে কি না সেই নিয়ে অনিশ্চিয়তায় আছি। এর জন্য সম্পূর্ণভাবে দোষী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। আমাদের ফলাফল খুব তাড়াতাড়ি বের হোক এটাই চাই।"

ছাত্রছাত্রীদের সঙ্গে একমত বুনিয়াদপুর কলেজের টিচার ইন চার্জ জিতেশচন্দ্র চাকি বলেন, "সম্পূর্ণ দোষ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের। কারণ পরীক্ষার ফলাফল বের হলেও সেটি ভুলে ভরা ছিল। সেকারণে ওই রেজ়াল্ট বাতিল হয়। কিন্তু এতদিন কেটে গেলেও এখনও পর্যন্ত নতুন ফল বের না হওয়ায় ছাত্রছাত্রীরা অনিশ্চিয়তায় ভুগছে।"

undefined

জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু রায় বিষয়টি নিয়ে বলেন, "আমরা বিষয়টি রাজ্য নেতৃত্বর পাশাপাশই শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকেও জানিয়েছি।"

বংশিহারি, ১৪ ফেব্রুয়ারি : অনিশ্চয়তায় ভুগছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কলেজের ছাত্রছাত্রী। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের কলেজগুলির পার্ট ওয়ান ও পার্ট টু-র ফলাফল ওয়েব সাইটে প্রকাশিত হয়। তবে অফলাইনে প্রকাশিত ফলের সঙ্গে অনলাইনে প্রকাশইত ফলের বিস্তর অসঙ্গতি রয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফল পুনর্বিবেচনার নির্দেশ দেয়। পরীক্ষার পর সাত মাস কেটে গেলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করতে পারেনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যলয়। রেজ়াল্ট না পাওয়ায় পরবর্তী সেশনে ভরতি হতে সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের।

তৃপ্তি বর্মণ নামে এক ছাত্রী বলে, "আমি পার্টওয়ান পরীক্ষা দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। এই জন্য আমরা খুবই সমস্যায় পড়ছি। কারণ আমরা জানতেই পারছি না যে আমরা পাশ করেছি, না ফেল করেছি, আদৌ আমাদের ফলাফল শেষ পর্যন্ত বের হবে কি না সেই নিয়ে অনিশ্চিয়তায় আছি। এর জন্য সম্পূর্ণভাবে দোষী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। আমাদের ফলাফল খুব তাড়াতাড়ি বের হোক এটাই চাই।"

ছাত্রছাত্রীদের সঙ্গে একমত বুনিয়াদপুর কলেজের টিচার ইন চার্জ জিতেশচন্দ্র চাকি বলেন, "সম্পূর্ণ দোষ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের। কারণ পরীক্ষার ফলাফল বের হলেও সেটি ভুলে ভরা ছিল। সেকারণে ওই রেজ়াল্ট বাতিল হয়। কিন্তু এতদিন কেটে গেলেও এখনও পর্যন্ত নতুন ফল বের না হওয়ায় ছাত্রছাত্রীরা অনিশ্চিয়তায় ভুগছে।"

undefined

জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু রায় বিষয়টি নিয়ে বলেন, "আমরা বিষয়টি রাজ্য নেতৃত্বর পাশাপাশই শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকেও জানিয়েছি।"

Intro:গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের বিভিন্য পরীক্ষার ফলাফল না হওয়ায় অধিকাংশ ছাত্র ছাত্রী অনিশ্চিয়তায় ভুগছে ।।

বংশী হারী ; ১৪ ফেব্রুয়ারি ;- গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২য় ও ৩য় বর্ষের সেশন শুরু হওয়ার যথাযথ সময় পরীক্ষার ফলাফল দিতে না পারায় জেলার কলেজ গুলির অধিকাংশ ছাত্র ছাত্রী অনিশ্চিয়তায় ভুগছে।গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে পার্ট ১ ও পার্ট ২ ফলাফল ওয়েব সাইটে প্রকাশিত করে।তবে বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ হবার পর বিস্তর অসঙ্গতি থেকে যায়।যার কারন হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘরি পুনঃরায় ফাইনাল ফলাফল পুনর্বিবেচনার জন্য নির্দেশিকাজারী করে ।পার্ট ১ ও পার্ট ২ পরীক্ষা দীর্ঘ সাত মাস কেটে গেলেও এখনো পর্যন্ত ফাইনাল পরীক্ষার ফলাফল দিতে ব্যর্থ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়।এনিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত কলেজের ছাত্র ছাত্রীদের একাংশ সমস্যায় পড়েছে।রেজাল্ট না পেয়ে ভর্তি ও পার্ট ১ ও পার্ট ২ পরীক্ষা চলে আসায় এমন পরিস্থিতিতে দীর্ঘ সংকটে দিন কাটাচ্ছেন জেলার কলেজ পড়ুয়াদের একাংশ ।
এই বিষয়ে তৃপ্তি বর্মণ নামে এক ছাত্রী বলে আমি পার্ট ১ পরীক্ষা দিয়েছি ,কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার ফলাফল বের হয় নি , এই জন্য আমরা খুব সমস্যার মধ্যে আছি ,কারন আমরা জানতেই পারছিনা যে আমরা পাশ করেছি না ফেল করেছি ,আমাদের আদৌ ফলাফল শেষ পর্যন্ত বের হবে কিনা সেই নিয়ে অনিশ্চিয়তায় ভুগছি । এর জন্য সম্পূর্ণ ভাবে দোষী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় , আমদের ফলাফল খুব তাড়াতাড়ি বের হোক এটায় আমাদের দাবি ।
তবে এই বিষয়ে বুনিয়াদপুর কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জিতেশ চন্দ্র চাকী ফলাফলের জন্য সম্পূর্ণ দোষ দিয়েছেন গৌড় বঙ্গ বিদ্যালয়কে । কারন পার্ট ১ ও পার্ট ২ পরীক্ষার ফলাফল বের হলেও সেটি সম্পূর্ণ ভাবে ভুলে ভরা ,সেই কারনে ঐ রেজাল্ট বাতিল বলে গন্য হয় । কিন্তু প্রায় ২ মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত নতুন করে ফলাফল বের না হবার কারনে ছাত্র ছাত্রীরা অনিশ্চিয়তায় ভুগছে ।সেই কারনে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় খুব তাড়াতাড়ি যদি এই ফলাফল বের না করে তাহলে তাদের ভবিষ্যৎ অথৈ জলে হাবুডুবু খাবে ।
জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু রায় বলেন সত্যিই জেলার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত রেজাল্ট দিতে পারেনি তার জন্য জেলার কলেজ ছাত্র ছাত্রীরা অনিশ্চয়তায় ভুগছে।এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আমরা বিষয়টি রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি। এবিষয় শিক্ষা মন্ত্রী পার্থ চাটার্জিকে বিষয়টি জানানো হয়েছে ।

Body:গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের বিভিন্য পরীক্ষার ফলাফল না হওয়ায় অধিকাংশ ছাত্র ছাত্রী অনিশ্চিয়তায় ভুগছে ।।

বংশী হারী ; ১৪ ফেব্রুয়ারি ;- গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২য় ও ৩য় বর্ষের সেশন শুরু হওয়ার যথাযথ সময় পরীক্ষার ফলাফল দিতে না পারায় জেলার কলেজ গুলির অধিকাংশ ছাত্র ছাত্রী অনিশ্চিয়তায় ভুগছে।গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে পার্ট ১ ও পার্ট ২ ফলাফল ওয়েব সাইটে প্রকাশিত করে।তবে বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ হবার পর বিস্তর অসঙ্গতি থেকে যায়।যার কারন হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘরি পুনঃরায় ফাইনাল ফলাফল পুনর্বিবেচনার জন্য নির্দেশিকাজারী করে ।পার্ট ১ ও পার্ট ২ পরীক্ষা দীর্ঘ সাত মাস কেটে গেলেও এখনো পর্যন্ত ফাইনাল পরীক্ষার ফলাফল দিতে ব্যর্থ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়।এনিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত কলেজের ছাত্র ছাত্রীদের একাংশ সমস্যায় পড়েছে।রেজাল্ট না পেয়ে ভর্তি ও পার্ট ১ ও পার্ট ২ পরীক্ষা চলে আসায় এমন পরিস্থিতিতে দীর্ঘ সংকটে দিন কাটাচ্ছেন জেলার কলেজ পড়ুয়াদের একাংশ ।
এই বিষয়ে তৃপ্তি বর্মণ নামে এক ছাত্রী বলে আমি পার্ট ১ পরীক্ষা দিয়েছি ,কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার ফলাফল বের হয় নি , এই জন্য আমরা খুব সমস্যার মধ্যে আছি ,কারন আমরা জানতেই পারছিনা যে আমরা পাশ করেছি না ফেল করেছি ,আমাদের আদৌ ফলাফল শেষ পর্যন্ত বের হবে কিনা সেই নিয়ে অনিশ্চিয়তায় ভুগছি । এর জন্য সম্পূর্ণ ভাবে দোষী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় , আমদের ফলাফল খুব তাড়াতাড়ি বের হোক এটায় আমাদের দাবি ।
তবে এই বিষয়ে বুনিয়াদপুর কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জিতেশ চন্দ্র চাকী ফলাফলের জন্য সম্পূর্ণ দোষ দিয়েছেন গৌড় বঙ্গ বিদ্যালয়কে । কারন পার্ট ১ ও পার্ট ২ পরীক্ষার ফলাফল বের হলেও সেটি সম্পূর্ণ ভাবে ভুলে ভরা ,সেই কারনে ঐ রেজাল্ট বাতিল বলে গন্য হয় । কিন্তু প্রায় ২ মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত নতুন করে ফলাফল বের না হবার কারনে ছাত্র ছাত্রীরা অনিশ্চিয়তায় ভুগছে ।সেই কারনে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় খুব তাড়াতাড়ি যদি এই ফলাফল বের না করে তাহলে তাদের ভবিষ্যৎ অথৈ জলে হাবুডুবু খাবে ।
জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু রায় বলেন সত্যিই জেলার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত রেজাল্ট দিতে পারেনি তার জন্য জেলার কলেজ ছাত্র ছাত্রীরা অনিশ্চয়তায় ভুগছে।এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আমরা বিষয়টি রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি। এবিষয় শিক্ষা মন্ত্রী পার্থ চাটার্জিকে বিষয়টি জানানো হয়েছে ।

Conclusion:গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের বিভিন্য পরীক্ষার ফলাফল না হওয়ায় অধিকাংশ ছাত্র ছাত্রী অনিশ্চিয়তায় ভুগছে ।।

বংশী হারী ; ১৪ ফেব্রুয়ারি ;- গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২য় ও ৩য় বর্ষের সেশন শুরু হওয়ার যথাযথ সময় পরীক্ষার ফলাফল দিতে না পারায় জেলার কলেজ গুলির অধিকাংশ ছাত্র ছাত্রী অনিশ্চিয়তায় ভুগছে।গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে পার্ট ১ ও পার্ট ২ ফলাফল ওয়েব সাইটে প্রকাশিত করে।তবে বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ হবার পর বিস্তর অসঙ্গতি থেকে যায়।যার কারন হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘরি পুনঃরায় ফাইনাল ফলাফল পুনর্বিবেচনার জন্য নির্দেশিকাজারী করে ।পার্ট ১ ও পার্ট ২ পরীক্ষা দীর্ঘ সাত মাস কেটে গেলেও এখনো পর্যন্ত ফাইনাল পরীক্ষার ফলাফল দিতে ব্যর্থ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়।এনিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত কলেজের ছাত্র ছাত্রীদের একাংশ সমস্যায় পড়েছে।রেজাল্ট না পেয়ে ভর্তি ও পার্ট ১ ও পার্ট ২ পরীক্ষা চলে আসায় এমন পরিস্থিতিতে দীর্ঘ সংকটে দিন কাটাচ্ছেন জেলার কলেজ পড়ুয়াদের একাংশ ।
এই বিষয়ে তৃপ্তি বর্মণ নামে এক ছাত্রী বলে আমি পার্ট ১ পরীক্ষা দিয়েছি ,কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার ফলাফল বের হয় নি , এই জন্য আমরা খুব সমস্যার মধ্যে আছি ,কারন আমরা জানতেই পারছিনা যে আমরা পাশ করেছি না ফেল করেছি ,আমাদের আদৌ ফলাফল শেষ পর্যন্ত বের হবে কিনা সেই নিয়ে অনিশ্চিয়তায় ভুগছি । এর জন্য সম্পূর্ণ ভাবে দোষী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় , আমদের ফলাফল খুব তাড়াতাড়ি বের হোক এটায় আমাদের দাবি ।
তবে এই বিষয়ে বুনিয়াদপুর কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জিতেশ চন্দ্র চাকী ফলাফলের জন্য সম্পূর্ণ দোষ দিয়েছেন গৌড় বঙ্গ বিদ্যালয়কে । কারন পার্ট ১ ও পার্ট ২ পরীক্ষার ফলাফল বের হলেও সেটি সম্পূর্ণ ভাবে ভুলে ভরা ,সেই কারনে ঐ রেজাল্ট বাতিল বলে গন্য হয় । কিন্তু প্রায় ২ মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত নতুন করে ফলাফল বের না হবার কারনে ছাত্র ছাত্রীরা অনিশ্চিয়তায় ভুগছে ।সেই কারনে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় খুব তাড়াতাড়ি যদি এই ফলাফল বের না করে তাহলে তাদের ভবিষ্যৎ অথৈ জলে হাবুডুবু খাবে ।
জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু রায় বলেন সত্যিই জেলার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত রেজাল্ট দিতে পারেনি তার জন্য জেলার কলেজ ছাত্র ছাত্রীরা অনিশ্চয়তায় ভুগছে।এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আমরা বিষয়টি রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি। এবিষয় শিক্ষা মন্ত্রী পার্থ চাটার্জিকে বিষয়টি জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.